Ajker Patrika

আর্থিক নিয়ম ভাঙায় বার্সা-ম্যান ইউনাইটেডের জরিমানা

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১১: ০৫
আর্থিক নিয়ম ভাঙায় বার্সা-ম্যান ইউনাইটেডের জরিমানা

জুভেন্টাসের মতো আর্থিক নিয়ম ভাঙার সত্যতা মিলেছে বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে। তার শাস্তিস্বরূপ দুই ক্লাবকে জরিমানাও করেছে উয়েফা। গতকাল বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

২০২২ সালের আর্থিক নিয়ম ভাঙায় ম্যানচেস্টার ইউনাইটেডকে বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৬৭ লাখ টাকা জরিমানা করেছে উয়েফা। অন্যদিকে বার্সা ইংলিশ ক্লাবের চেয়ে প্রায় দুই গুণ জরিমানা গুনছে। লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের ৬ কোটি ১২ লাখ টাকা গুনতে হবে।

ব্রেক-ইভেনের ঘাটতির কারণে ইউনাইটেডকে এই জরিমানা করেছে উয়েফা। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার শাস্তি মেনে নিয়ে এক বিবৃতিও দিয়েছে রেড ডেভিলসরা। ক্লাবটি লিখেছে, ‘ফল দেখে হতাশ হলেও উয়েফার শাস্তি মনে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।’ ইউনাইটেডের চেয়ে বার্সা বেশ কিছু আইন ভঙ্গ করেছে। ভুল প্রতিবেদন, খেলোয়াড় কেনাবেচায় ভুল তথ্য দেওয়াসহ আরও বেশ কিছু নিয়ম ভঙ্গ করেছে কাতালান ক্লাব।

শুধু বার্সা-ইউনাইটেডই নয়, উয়েফা তুরস্কের ক্লাব কোনিয়াস্পোর ও সাইপ্রাসের ক্লাব অ্যাপোয়েলকেও জরিমানা করেছে। দুটি দলকে সমান ১ কোটি ২৩ লাখ টাকা গুনতে হবে। এদের সঙ্গে কিছু পরিমাণে জরিমানা গুনতে হবে বেলজিয়াম ও তুরস্কের আরও কয়েকটি ক্লাবকে।

সর্বশেষ মৌসুমে আর্থিক নিয়ম ভাঙায় ১০ পয়েন্ট কাটা গিয়েছিল জুভেন্টাসের। আর্থিক অসংগতির সঙ্গে জড়িত থাকায় ‘তুরিনের বুড়িদের’ সাবেক সভাপতি আন্দ্রে আগনেল্লিকে ১৬ মাসের জন্য নিষিদ্ধও করা হয়েছে। ইতালিয়ান ক্লাবের মতোই এবার অভিযোগ পাওয়ায় পয়েন্ট কাটার কোনো শাস্তি না পেলেও জরিমানা গুনতে হলো বার্সা-ম্যান ইউনাইটেডসহ আরও বেশ কটি ক্লাবকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিক্ষোভকারীরা ট্রাম্পতুষ্টি করছে বললেন খামেনি

খামেনির ছবিতে আগুন দিয়ে সিগারেট ধরাচ্ছেন ইরানি নারীরা—নেপথ্যে কী?

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত