
জুভেন্টাসের মতো আর্থিক নিয়ম ভাঙার সত্যতা মিলেছে বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে। তার শাস্তিস্বরূপ দুই ক্লাবকে জরিমানাও করেছে উয়েফা। গতকাল বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
২০২২ সালের আর্থিক নিয়ম ভাঙায় ম্যানচেস্টার ইউনাইটেডকে বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৬৭ লাখ টাকা জরিমানা করেছে উয়েফা। অন্যদিকে বার্সা ইংলিশ ক্লাবের চেয়ে প্রায় দুই গুণ জরিমানা গুনছে। লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের ৬ কোটি ১২ লাখ টাকা গুনতে হবে।
ব্রেক-ইভেনের ঘাটতির কারণে ইউনাইটেডকে এই জরিমানা করেছে উয়েফা। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার শাস্তি মেনে নিয়ে এক বিবৃতিও দিয়েছে রেড ডেভিলসরা। ক্লাবটি লিখেছে, ‘ফল দেখে হতাশ হলেও উয়েফার শাস্তি মনে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।’ ইউনাইটেডের চেয়ে বার্সা বেশ কিছু আইন ভঙ্গ করেছে। ভুল প্রতিবেদন, খেলোয়াড় কেনাবেচায় ভুল তথ্য দেওয়াসহ আরও বেশ কিছু নিয়ম ভঙ্গ করেছে কাতালান ক্লাব।
শুধু বার্সা-ইউনাইটেডই নয়, উয়েফা তুরস্কের ক্লাব কোনিয়াস্পোর ও সাইপ্রাসের ক্লাব অ্যাপোয়েলকেও জরিমানা করেছে। দুটি দলকে সমান ১ কোটি ২৩ লাখ টাকা গুনতে হবে। এদের সঙ্গে কিছু পরিমাণে জরিমানা গুনতে হবে বেলজিয়াম ও তুরস্কের আরও কয়েকটি ক্লাবকে।
সর্বশেষ মৌসুমে আর্থিক নিয়ম ভাঙায় ১০ পয়েন্ট কাটা গিয়েছিল জুভেন্টাসের। আর্থিক অসংগতির সঙ্গে জড়িত থাকায় ‘তুরিনের বুড়িদের’ সাবেক সভাপতি আন্দ্রে আগনেল্লিকে ১৬ মাসের জন্য নিষিদ্ধও করা হয়েছে। ইতালিয়ান ক্লাবের মতোই এবার অভিযোগ পাওয়ায় পয়েন্ট কাটার কোনো শাস্তি না পেলেও জরিমানা গুনতে হলো বার্সা-ম্যান ইউনাইটেডসহ আরও বেশ কটি ক্লাবকে।

জুভেন্টাসের মতো আর্থিক নিয়ম ভাঙার সত্যতা মিলেছে বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে। তার শাস্তিস্বরূপ দুই ক্লাবকে জরিমানাও করেছে উয়েফা। গতকাল বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
২০২২ সালের আর্থিক নিয়ম ভাঙায় ম্যানচেস্টার ইউনাইটেডকে বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৬৭ লাখ টাকা জরিমানা করেছে উয়েফা। অন্যদিকে বার্সা ইংলিশ ক্লাবের চেয়ে প্রায় দুই গুণ জরিমানা গুনছে। লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের ৬ কোটি ১২ লাখ টাকা গুনতে হবে।
ব্রেক-ইভেনের ঘাটতির কারণে ইউনাইটেডকে এই জরিমানা করেছে উয়েফা। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার শাস্তি মেনে নিয়ে এক বিবৃতিও দিয়েছে রেড ডেভিলসরা। ক্লাবটি লিখেছে, ‘ফল দেখে হতাশ হলেও উয়েফার শাস্তি মনে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।’ ইউনাইটেডের চেয়ে বার্সা বেশ কিছু আইন ভঙ্গ করেছে। ভুল প্রতিবেদন, খেলোয়াড় কেনাবেচায় ভুল তথ্য দেওয়াসহ আরও বেশ কিছু নিয়ম ভঙ্গ করেছে কাতালান ক্লাব।
শুধু বার্সা-ইউনাইটেডই নয়, উয়েফা তুরস্কের ক্লাব কোনিয়াস্পোর ও সাইপ্রাসের ক্লাব অ্যাপোয়েলকেও জরিমানা করেছে। দুটি দলকে সমান ১ কোটি ২৩ লাখ টাকা গুনতে হবে। এদের সঙ্গে কিছু পরিমাণে জরিমানা গুনতে হবে বেলজিয়াম ও তুরস্কের আরও কয়েকটি ক্লাবকে।
সর্বশেষ মৌসুমে আর্থিক নিয়ম ভাঙায় ১০ পয়েন্ট কাটা গিয়েছিল জুভেন্টাসের। আর্থিক অসংগতির সঙ্গে জড়িত থাকায় ‘তুরিনের বুড়িদের’ সাবেক সভাপতি আন্দ্রে আগনেল্লিকে ১৬ মাসের জন্য নিষিদ্ধও করা হয়েছে। ইতালিয়ান ক্লাবের মতোই এবার অভিযোগ পাওয়ায় পয়েন্ট কাটার কোনো শাস্তি না পেলেও জরিমানা গুনতে হলো বার্সা-ম্যান ইউনাইটেডসহ আরও বেশ কটি ক্লাবকে।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে