আন্তর্জাতিক ফুটবলের বিরতি থেকে ফিরেই আল নাসরের হয়ে গতকাল খেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফিরেই দলের জয়ে অবদান রেখেছেন তিনি। পর্তুগিজ তারকা ফুটবলারের দুর্দান্ত পারফরম্যান্সে বড় জয় পেয়েছে আল নাসর।
কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে গতকাল সৌদি প্রো লিগে আল নাসরের প্রতিপক্ষ ছিল আল রায়েদ। এই ম্যাচে প্রতিপক্ষের ওপর দাপট দেখিয়ে খেলেছে আল নাসর। ৬৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা শট করেছে ৭টি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের এক মিনিটে গোলের দেখা পায় আল নাসর। সুলতান আল ঘান্নামের অ্যাসিস্টে গোল করেন সাদিও মানে। এরপর ৪৯ মিনিটে তালিসকার গোলে ব্যবধান দ্বিগুণ করে আল নাসর। এবারও অ্যাসিস্ট করেন আল ঘান্নাম। আর ৭৮ মিনিটে তালিসকার অ্যাসিস্টে গোল করেন রোনালদো। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় পায় আল নাসর। ম্যাচ শেষে টুইটারে দলের উদ্যাপনের বেশ কিছু ছবি পোস্ট করেন রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড লেখেন, ‘এটাই তো জয়ের অনুভূতি।’
৩-১ গোলের জয়ে সৌদি প্রো লিগে আল নাসরের পয়েন্ট এখন ১২। ৬ ম্যাচ খেলে তারা জিতেছে ৪ ম্যাচ ও ২ ম্যাচ হেরেছে। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান ৬ নম্বরে। ৭ গোল করে এবারের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। এখন পর্যন্ত আল নাসরের হয়ে ২৬ ম্যাচ খেলে তিনি করেছেন ২১ গোল ও ৭ গোলে অ্যাসিস্ট করেছেন। গত মাসে শেষ হওয়া আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে ৬ ম্যাচে ৬ গোল করেন তিনি। চ্যাম্পিয়ন হয়েছিল আল নাসর।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় ঘণ্টার সভা শেষে বিষণ্ন চেহারায় বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। পেছনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
৩ ঘণ্টা আগে
বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
১০ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১১ ঘণ্টা আগে