
পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির সামনে এবার রয়েছে ট্রেবল জয়ের হাতছানি। ট্রেবল জয়ের দ্বিতীয় ধাপে ম্যান সিটি আজ ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। তবু ম্যান সিটি কোচ গার্দিওলা এগিয়ে রাখছেন এরিক টেন হাগের ইউনাইটেডকে।
গত বছরের জুলাইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব পেয়েছেন টেন হাগ। দায়িত্ব নেওয়ার পর থেকেই বদলে যাওয়া এক ইউনাইটেডকে দেখা যাচ্ছে। ২০২২-২৩ মৌসুমের কারাবাও কাপ জিতেছে রেড ডেভিলরা, যা ক্লাবটির গত ছয় বছরে প্রথম মেজর শিরোপা। আর এবারের প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার তিনে থেকে শেষ করেছে ইউনাইটেড। এবার চ্যাম্পিয়নস লিগে খেলতে না পারা দলটি আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার যোগ্যতা অর্জন করেছে টেন হাগের অধীনেই। ইউনাইটেড কোচকে প্রশংসায় ভাসিয়ে গতকাল সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘প্রিমিয়ার লিগের প্রথম মৌসুম আসলে সহজ কিছু না। আমি নিজেকে চিনি। ভালো কোচের সংজ্ঞা তাই আমার জানা। আমার মতে, ম্যান ইউ ব্যতিক্রমী এক কোচ পেয়েছে।’
আর্লিং হালান্ড, মারকাস রাশফোর্ড—দুই দলের দুই স্ট্রাইকার চলতি মৌসুমে আছেন দারুণ ছন্দে। হালান্ড এবারের মৌসুমে করেছেন ৫২ গোল। আর ৩০ গোল করেছেন রাশফোর্ড। এ ছাড়া ব্রুনো ফার্নান্দেজ করেছেন ১৩ গোল, কাসেমিরো করেছেন ৭ গোল। একই সঙ্গে কাসেমিরো ৬ গোলে অ্যাসিস্ট করেছেন। আন্তর্জাতিক ফুটবলের মতো ক্লাব ফুটবলেও ব্রাজিলিয়ান এই তারকা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দারুণ খেলছেন। গার্দিওলার মতে, শুধু ফাইনাল জেতা নিয়েই ভাবা উচিত তাদের। ম্যান সিটি কোচ বলেন, ‘এটা এফএ কাপের ফাইনাল। এটা ফাইনাল ছাড়া আর কিছুই না। এটা ভালো হবে যদি আমরা শুধু ম্যাচ কীভাবে জিততে হবে তা নিয়ে ভাবি। প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা নিয়ে বিশ্লেষণ না করলেও চলবে। আর গত পাঁচ, ছয় মাসে ইউনাইটেড বদলে যাওয়া এক দল। এখন মনে হচ্ছে মৌসুমের শুরু থেকেই তারা ভিন্ন এবং তাদের উন্নতি হয়েছে। এটা ইউনাইটেড। গুণসম্পন্ন খেলোয়াড় এখানে সব সময় থাকেই।’

পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির সামনে এবার রয়েছে ট্রেবল জয়ের হাতছানি। ট্রেবল জয়ের দ্বিতীয় ধাপে ম্যান সিটি আজ ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। তবু ম্যান সিটি কোচ গার্দিওলা এগিয়ে রাখছেন এরিক টেন হাগের ইউনাইটেডকে।
গত বছরের জুলাইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব পেয়েছেন টেন হাগ। দায়িত্ব নেওয়ার পর থেকেই বদলে যাওয়া এক ইউনাইটেডকে দেখা যাচ্ছে। ২০২২-২৩ মৌসুমের কারাবাও কাপ জিতেছে রেড ডেভিলরা, যা ক্লাবটির গত ছয় বছরে প্রথম মেজর শিরোপা। আর এবারের প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার তিনে থেকে শেষ করেছে ইউনাইটেড। এবার চ্যাম্পিয়নস লিগে খেলতে না পারা দলটি আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার যোগ্যতা অর্জন করেছে টেন হাগের অধীনেই। ইউনাইটেড কোচকে প্রশংসায় ভাসিয়ে গতকাল সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘প্রিমিয়ার লিগের প্রথম মৌসুম আসলে সহজ কিছু না। আমি নিজেকে চিনি। ভালো কোচের সংজ্ঞা তাই আমার জানা। আমার মতে, ম্যান ইউ ব্যতিক্রমী এক কোচ পেয়েছে।’
আর্লিং হালান্ড, মারকাস রাশফোর্ড—দুই দলের দুই স্ট্রাইকার চলতি মৌসুমে আছেন দারুণ ছন্দে। হালান্ড এবারের মৌসুমে করেছেন ৫২ গোল। আর ৩০ গোল করেছেন রাশফোর্ড। এ ছাড়া ব্রুনো ফার্নান্দেজ করেছেন ১৩ গোল, কাসেমিরো করেছেন ৭ গোল। একই সঙ্গে কাসেমিরো ৬ গোলে অ্যাসিস্ট করেছেন। আন্তর্জাতিক ফুটবলের মতো ক্লাব ফুটবলেও ব্রাজিলিয়ান এই তারকা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দারুণ খেলছেন। গার্দিওলার মতে, শুধু ফাইনাল জেতা নিয়েই ভাবা উচিত তাদের। ম্যান সিটি কোচ বলেন, ‘এটা এফএ কাপের ফাইনাল। এটা ফাইনাল ছাড়া আর কিছুই না। এটা ভালো হবে যদি আমরা শুধু ম্যাচ কীভাবে জিততে হবে তা নিয়ে ভাবি। প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা নিয়ে বিশ্লেষণ না করলেও চলবে। আর গত পাঁচ, ছয় মাসে ইউনাইটেড বদলে যাওয়া এক দল। এখন মনে হচ্ছে মৌসুমের শুরু থেকেই তারা ভিন্ন এবং তাদের উন্নতি হয়েছে। এটা ইউনাইটেড। গুণসম্পন্ন খেলোয়াড় এখানে সব সময় থাকেই।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
১১ মিনিট আগে
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
১৯ মিনিট আগে
তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১ ঘণ্টা আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
১ ঘণ্টা আগে