
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে অবিশ্বাস্য এক ক্যাচ নিয়েছিলেন গ্লেন ফিলিপস। পয়েন্টে বাজপাখির মতো ক্ষিপ্রতায় কেগান পিটারসেনের ক্যাচ এক হাতে লুফে নিয়েছিলেন তিনি। হ্যামিল্টন টেস্টের সেই ক্যাচকেও যেন আজ ছাড়িয়ে গেলেন কিউই অলরাউন্ডার।
ক্রাইস্টচার্চে আজ যেভাবে মারনাস লাবুশানের ক্যাচ লুফে নিয়েছেন ফিলিপস, তা এক কথায় অবিশ্বাস্য! টিম সাউদির করা বলকে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বের করে দিতে চেয়েছিলেন লাবুশানে। কিন্তু কিউই অলরাউন্ডারের অতিমানবীয় ফিল্ডিংয়ের কাছে হার মেনেছেন তিনি। সুপারম্যানের মতো উড়ে গিয়ে ডান হাতে অস্ট্রেলিয়ান ব্যাটারের ক্যাচ লুফে নিলেন ফিলিপস। তাঁর দুর্দান্ত ক্যাচে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন অজি ব্যাটার। মাঠ ছাড়ার সময় লাবুশানের চোখে-মুখে আক্ষেপটা আরও স্পষ্টভাবে ফুটে ওঠে। মাথা নাড়াতে নাড়াতে বের হওয়ার সময় ক্যাচ নেওয়ার জায়গায় চোখ বোলাচ্ছিলেন ঘাড় ঘুরিয়ে।
১০ রানের জন্য যে টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পাওয়া হয়নি লাবুশানের। ২৯ বছর বয়সী ব্যাটার আউট হওয়ার পরেই দ্রুত অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ১৬২ রানের বিপরীতে ২৫৬ রানে থামে তারা। লাবুশানে ছাড়া অস্ট্রেলিয়ার আর কোনো ব্যাটার ফিফটি করতে পারেননি। অথচ, শুরুটা দারুণ করা আরও আট ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁয়েছেন।
অস্ট্রেলিয়ার ব্যাটাররা দারুণ শুরু করলেও তাঁদের ইনিংস বড় করতে দেননি ম্যাট হেনরি। একাই ৭ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দিয়েছে কিউই পেসার। শততম টেস্ট খেলতে নামা কেন উইলিয়ামসন-সাউদির ম্যাচ নিজের করে নিয়েছেন ৩২ বছর বয়সী পেসার। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি।
হেনরি আগুনে বোলিংয়ে প্রতিপক্ষকে অল্পতে আটকে ম্যাচেও ঘুরে দাঁড়িয়েছে কিউইরা। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ১৩৪ রান। এতে ৪০ রানের লিড পেয়েছে স্বাগতিকেরা। ৬৫ রানে অপরাজিত থাকা টম লাথামকে সঙ্গ দিচ্ছেন ১১ রান করা রাচিন রবীন্দ্র। দিনের খেলা শেষ হওয়ার আগে শততম টেস্টে ফিফটি করেছেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে ১৭ রানে আউট হওয়া কিউই ব্যাটার আজ ৫১ রান করে সাজঘরে ফিরেছেন। ওয়েলিংটন টেস্ট অস্ট্রেলিয়া জেতায় দুই টেস্টের সিরিজ সমতায় শেষ করতে হলে বাকি তিন দিন আরও দুর্দান্ত কিছু করতে হবে নিউজিল্যান্ডকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে অবিশ্বাস্য এক ক্যাচ নিয়েছিলেন গ্লেন ফিলিপস। পয়েন্টে বাজপাখির মতো ক্ষিপ্রতায় কেগান পিটারসেনের ক্যাচ এক হাতে লুফে নিয়েছিলেন তিনি। হ্যামিল্টন টেস্টের সেই ক্যাচকেও যেন আজ ছাড়িয়ে গেলেন কিউই অলরাউন্ডার।
ক্রাইস্টচার্চে আজ যেভাবে মারনাস লাবুশানের ক্যাচ লুফে নিয়েছেন ফিলিপস, তা এক কথায় অবিশ্বাস্য! টিম সাউদির করা বলকে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বের করে দিতে চেয়েছিলেন লাবুশানে। কিন্তু কিউই অলরাউন্ডারের অতিমানবীয় ফিল্ডিংয়ের কাছে হার মেনেছেন তিনি। সুপারম্যানের মতো উড়ে গিয়ে ডান হাতে অস্ট্রেলিয়ান ব্যাটারের ক্যাচ লুফে নিলেন ফিলিপস। তাঁর দুর্দান্ত ক্যাচে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন অজি ব্যাটার। মাঠ ছাড়ার সময় লাবুশানের চোখে-মুখে আক্ষেপটা আরও স্পষ্টভাবে ফুটে ওঠে। মাথা নাড়াতে নাড়াতে বের হওয়ার সময় ক্যাচ নেওয়ার জায়গায় চোখ বোলাচ্ছিলেন ঘাড় ঘুরিয়ে।
১০ রানের জন্য যে টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পাওয়া হয়নি লাবুশানের। ২৯ বছর বয়সী ব্যাটার আউট হওয়ার পরেই দ্রুত অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ১৬২ রানের বিপরীতে ২৫৬ রানে থামে তারা। লাবুশানে ছাড়া অস্ট্রেলিয়ার আর কোনো ব্যাটার ফিফটি করতে পারেননি। অথচ, শুরুটা দারুণ করা আরও আট ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁয়েছেন।
অস্ট্রেলিয়ার ব্যাটাররা দারুণ শুরু করলেও তাঁদের ইনিংস বড় করতে দেননি ম্যাট হেনরি। একাই ৭ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দিয়েছে কিউই পেসার। শততম টেস্ট খেলতে নামা কেন উইলিয়ামসন-সাউদির ম্যাচ নিজের করে নিয়েছেন ৩২ বছর বয়সী পেসার। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি।
হেনরি আগুনে বোলিংয়ে প্রতিপক্ষকে অল্পতে আটকে ম্যাচেও ঘুরে দাঁড়িয়েছে কিউইরা। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ১৩৪ রান। এতে ৪০ রানের লিড পেয়েছে স্বাগতিকেরা। ৬৫ রানে অপরাজিত থাকা টম লাথামকে সঙ্গ দিচ্ছেন ১১ রান করা রাচিন রবীন্দ্র। দিনের খেলা শেষ হওয়ার আগে শততম টেস্টে ফিফটি করেছেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে ১৭ রানে আউট হওয়া কিউই ব্যাটার আজ ৫১ রান করে সাজঘরে ফিরেছেন। ওয়েলিংটন টেস্ট অস্ট্রেলিয়া জেতায় দুই টেস্টের সিরিজ সমতায় শেষ করতে হলে বাকি তিন দিন আরও দুর্দান্ত কিছু করতে হবে নিউজিল্যান্ডকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩৩ মিনিট আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
১ ঘণ্টা আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৪ ঘণ্টা আগে