ঢাকা: ম্যারাডোনাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। যাঁদের মাঝে আছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকও। যিনি ম্যারাডোনার মস্তিষ্কে অস্ত্রোপচার করেছিলেন। এ ছাড়া বাকিদের মাঝে দুজন নার্সসহ স্বাস্থ্যসেবায় জড়িতদের নাম রয়েছে। এই সাতজনের প্রত্যেকেই ম্যারাডোনার মৃত্যুর আগে তাঁর চিকিৎসার দায়িত্বে ছিলেন।
গত বছরের ২৫ নভেম্বর সর্বকালের অন্যতম সেরা ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনা নিজ বাড়িতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। এর আগে নভেম্বরের শুরুতে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় অস্ত্রোপচার করতে হয় ম্যারাডোনার। হাসপাতাল থেকে বাসায় ফেরার দুই সপ্তাহের মধ্যে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ম্যারাডোনার মৃত্যুকে ঘিরে বিতর্ক শুরু হতে সময় লাগেনি। আকস্মিক মৃত্যুর পেছনে কারণ হিসেবে চিকিৎসকদের অবহেলার কথাও সামনে আসে। মৃত্যুর সঠিক কারণ এবং আসলেই চিকিৎসকদের গাফিলতি ছিল কি না তা জানতে গঠন করা হয় তদন্ত কমিটি।
চলতি মাসের শুরুতে তদন্তের কাজে নিয়োজিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড জানায়, ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের কর্মকাণ্ড ছিল ‘অপর্যাপ্ত, অদক্ষ ও বেপরোয়া।’ এই প্রতিবেদন প্রকাশের পরই ধারণা করা হচ্ছিল তাঁর চিকিৎসায় জড়িতরা ফেঁসে যেতে পারেন। সেই ধারণা এখন সত্যি হওয়ার পথে। আগামী ৩১ মে থেকে শুরু হবে শুনানি। অভিযোগ প্রমাণিত হলে ওই জড়িতদের ৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় ঘণ্টার সভা শেষে বিষণ্ন চেহারায় বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। পেছনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
৩ ঘণ্টা আগে
বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
১০ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১১ ঘণ্টা আগে