
ইংলিশ প্রিমিয়ার লিগের তো বটেই, ইউরোপের অন্যতম সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তবে নিজেদের সেই সোনালি সময় পেছনে ফেলে এসেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। স্যার অ্যালেক্স ফার্গুসনের তৈরি করে যাওয়া সিংহাসন সমৃদ্ধ হওয়ার বদৌলতে সময়ের সঙ্গে খসে পড়ছে। ‘কাঁটা গায়ে নুনের ছিটা’ হিসেবে সাবেক ক্লাবকে নিয়ে কড়া মন্তব্য করেছেন দলটির সাবেক সহকারী কোচ রেনে ম্যুলেনস্টিন।
বর্তমানে অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্বে আছেন ম্যুলেনস্টিন। সাবেক ক্লাব ম্যানইউ পুরোপুরি নিজেদের পরিচয় হারিয়েছে বলে মন্তব্য করেছেন ৫৭ বছর বয়সী এই কোচ। তাঁর মতে, ফার্গুসন দায়িত্ব ছাড়ার পর থেকেই তাদের পতন শুরু হয়েছে। এক সাক্ষাৎকারে সাবেক ডাচ ফুটবলার বলেছেন, ‘সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেড পুরোপুরি তাদের পরিচয় হারিয়েছে। ফার্গুসন যা গড়ে দিয়ে গেছেন তার সবটুকুই হারিয়ে ফেলেছে দলটি।’
এর মধ্যে ঘরের ছেলে ক্রিস্টিয়ানো রোনালদোকেও এই মৌসুমে ফিরিয়েছে ম্যানইউ। গত কয়েক বছরে নিজেদের হারানো ঐতিহ্য ফেরাতে উঠেপড়ে লেগেছে দলটি। ম্যানইউর এই চেষ্টাকেও সাধুবাদ জানাতে ভোলেননি ম্যুলেনস্টিন। বর্তমান দলটির সৃজনশীল ও আকর্ষণীয় খেলার প্রশংসা ঝরেছে ২০০৭ থেকে ২০১৩ পর্যন্ত ম্যানইউর সহকারী কোচের দায়িত্বে থাকা ম্যুলেনস্টিনের কণ্ঠে। তবে সেটা পুরোনো ঐতিহ্য ফেরাতে কতটা ভূমিকা রাখবে, সে বিষয়ে সন্দিহান তিনি।
ম্যুলেনস্টিন বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড তাদের খেলার ধরন বদলেছে। খেলোয়াড়েরা আগের চেয়েও অনেক সৃজনশীল এবং আকর্ষণীয় ফুটবল খেলছে। তবে আগের পরিচিত সেই ইউনাইটেডকে আর খুঁজে পাই না।’ ৯ বছর আগে ফার্গুসন ম্যানইউ ছাড়েন। এই সময়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারেনি রেড ডেভিলরা।

ইংলিশ প্রিমিয়ার লিগের তো বটেই, ইউরোপের অন্যতম সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তবে নিজেদের সেই সোনালি সময় পেছনে ফেলে এসেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। স্যার অ্যালেক্স ফার্গুসনের তৈরি করে যাওয়া সিংহাসন সমৃদ্ধ হওয়ার বদৌলতে সময়ের সঙ্গে খসে পড়ছে। ‘কাঁটা গায়ে নুনের ছিটা’ হিসেবে সাবেক ক্লাবকে নিয়ে কড়া মন্তব্য করেছেন দলটির সাবেক সহকারী কোচ রেনে ম্যুলেনস্টিন।
বর্তমানে অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্বে আছেন ম্যুলেনস্টিন। সাবেক ক্লাব ম্যানইউ পুরোপুরি নিজেদের পরিচয় হারিয়েছে বলে মন্তব্য করেছেন ৫৭ বছর বয়সী এই কোচ। তাঁর মতে, ফার্গুসন দায়িত্ব ছাড়ার পর থেকেই তাদের পতন শুরু হয়েছে। এক সাক্ষাৎকারে সাবেক ডাচ ফুটবলার বলেছেন, ‘সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেড পুরোপুরি তাদের পরিচয় হারিয়েছে। ফার্গুসন যা গড়ে দিয়ে গেছেন তার সবটুকুই হারিয়ে ফেলেছে দলটি।’
এর মধ্যে ঘরের ছেলে ক্রিস্টিয়ানো রোনালদোকেও এই মৌসুমে ফিরিয়েছে ম্যানইউ। গত কয়েক বছরে নিজেদের হারানো ঐতিহ্য ফেরাতে উঠেপড়ে লেগেছে দলটি। ম্যানইউর এই চেষ্টাকেও সাধুবাদ জানাতে ভোলেননি ম্যুলেনস্টিন। বর্তমান দলটির সৃজনশীল ও আকর্ষণীয় খেলার প্রশংসা ঝরেছে ২০০৭ থেকে ২০১৩ পর্যন্ত ম্যানইউর সহকারী কোচের দায়িত্বে থাকা ম্যুলেনস্টিনের কণ্ঠে। তবে সেটা পুরোনো ঐতিহ্য ফেরাতে কতটা ভূমিকা রাখবে, সে বিষয়ে সন্দিহান তিনি।
ম্যুলেনস্টিন বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড তাদের খেলার ধরন বদলেছে। খেলোয়াড়েরা আগের চেয়েও অনেক সৃজনশীল এবং আকর্ষণীয় ফুটবল খেলছে। তবে আগের পরিচিত সেই ইউনাইটেডকে আর খুঁজে পাই না।’ ৯ বছর আগে ফার্গুসন ম্যানইউ ছাড়েন। এই সময়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারেনি রেড ডেভিলরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩৮ মিনিট আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
১ ঘণ্টা আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৪ ঘণ্টা আগে