Ajker Patrika

হোটেলে ভয়াবহ আগুন, দুঃসংবাদ রোনালদোর

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ২১: ২০
ক্রিস্টিয়ানো রোনালদো হোটেলে আগুন। ছবি: সংগৃহীত
ক্রিস্টিয়ানো রোনালদো হোটেলে আগুন। ছবি: সংগৃহীত

মাঠে দারুণ ছন্দে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে মাঠের বাইরে দুঃসংবাদ পেয়েছেন পর্তুগিজ মহাতারকা। সম্প্রতি আগুন লাগার ঘটনা ঘটেছে মরক্কোর মারাকেশ শহরের পেস্তানা সিআরসেভেন নামক হোটেলে। হোটেলটির স্বত্বাধিকারী রোনালদো। তবে তাৎক্ষণিকভাবে জরুরি পরিষেবা দলের দ্রুত পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

মরক্কো নিউজের প্রতিবেদন ও ভিডিওতে দেখা যায়, শনিবার হোটেলের একটি খালি কক্ষে আগুন লাগে। তবে সিভিল প্রোটেকশন টিমের দ্রুত ও দক্ষ হস্তক্ষেপের ফলে আগুন খুব অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়। ভিডিওতে দেখা যায়, দ্রুতই ফায়ার সার্ভিসের কর্মীরা পানিয়ে দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের তীব্রতা ছিল ব্যাপক।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, রোনালদোর হোটেলে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হোটেলের সব অতিথি ও কর্মীদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়। আগুন লাগার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

গোল ডটকমের প্রতিবেদন, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল, ফলে হোটেলের বাকি অংশে ছড়িয়ে পড়েনি। গ্রাহক ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছিল। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

২০২২ সালে চালু হয় পেস্তানা সিআরসেভেন হোটেল। যখন রোনালদো ইউরোপ থেকে সৌদি আরবের আল-নাসরে যোগ দেন। হোটেলটি বর্তমানে আবার স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত