আন্তর্জাতিক ফুটবলের ধারাবাহিকতা ক্লাব ফুটবলেও বেশ ভালোই ধরে রেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল-নাসরের হয়ে গোল করছিলেন নিয়মিত। তবে গতকাল সৌদি প্রো লিগে কোনো গোল করতে পারেননি তিনি। ম্যাচ শেষে যেন তারই রাগ ঝেড়েছেন পর্তুগিজ এই তারকা ফুটবলার।
কিং সালমান স্পোর্ট সিটি স্টেডিয়ামে গতকাল আল-নাসরের প্রতিপক্ষ ছিল আল-ফেইহা। এই ম্যাচে ১৮টি শট নিয়েছে আল-নাসর। যার মধ্যে ৩টি ছিল আল-ফেইহার লক্ষ্য বরাবর। তবে গোলশূন্য ড্র হয়েছে এই ম্যাচ। যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছেন। ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। প্রতিপক্ষের একজনের সঙ্গে তর্কে জড়িয়েছেন আল-নাসরের এই ফরোয়ার্ড। বিড়বিড় করে আরও অনেক কিছুই তিনি বলেছেন। সতীর্থরা যখন প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করছেন, রোনালদো সেদিকে খেয়ালই করেননি। করমর্দন না করে চলে যান টানেলে।
গোলশূন্য ড্র হওয়ায় ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আল-নাসর। সমান ম্যাচ খেলে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-ইত্তিহাদ। আর রোনালদো আল-নাসরের হয়ে খেলেছেন ১২ ম্যাচ। ১২ ম্যাচে করেছেন ১১ গোল এবং ২ গোলে অ্যাসিস্ট করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
১৮ মিনিট আগে
৪-২ গোলের জয়ের স্কোরকার্ড দেখে বার্সেলোনার জয়টা আয়েশি মনে হতেই পারে। তবে এটুকু দেখে পুরোটা বোঝা যায় না। প্রাগের ফরচুনা অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্লাভিয়া প্রাহার বিপক্ষে খেলতে বার্সেলোনাকে যুদ্ধ করতে হয়েছিল আবহাওয়ার সঙ্গেও। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে বার্সা পেয়েছে একগাদা দুঃসংবাদ।
১ ঘণ্টা আগে
এই জয় তো এই হার—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের যাত্রাটা চলছে এভাবেই। উইন্ডহোকে ১৫ জানুয়ারি তানজানিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল উইন্ডিজ। একই মাঠে ১৮ জানুয়ারি আফগানিস্তানের কাছে ১৩৮ রানে হেরেছে ক্যারিবীয়রা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে উইন্ডিজ।
২ ঘণ্টা আগে
চিত্রনাট্যটা একই রকম। গত বিপিএলেও মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে ছিটকে গেছে। এবারও ঠিক একই ঘটনা ঘটেছে। পার্থক্য শুধু গত বছর খুলনা টাইগার্সের হয়ে খেলা মিরাজ এবার খেলেছেন সিলেট টাইটানসের হয়ে। সিলেটের প্রধান কোচ সোহেল ইসলামের মতে
২ ঘণ্টা আগে