নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইনিংসের প্রথম ওভারেই ফিরতে পারতেন সৌম্য সরকার। আলজারি জোসেফের চতুর্থ বলটি হালকা সুইং করে বাইরেই যাচ্ছিল। কিন্তু উইকেটে থিতু হওয়ার আগেই সৌম্যের ড্রাইভ। ব্যাটের কানায় লেগে বল যায় স্লিপে থাকা ব্রেন্ডন কিংয়ের হাতে। কিং সেই সহজ ক্যাচ নিতে পারেননি। শুরুতেই ‘জীবন’ পাওয়াটাও বৃথা যেতে দেননি সৌম্য। দলের প্রয়োজনের মুহূর্তে খেলেছেন ৭৩ বলে ৭৩ রানের ইনিংস।
সেন্ট কিটসে আজ সিরিজের তৃতীয় ওয়ানডতে হোয়াইটওয়াশ এড়াতে নেমে শুরুতেই বিপদে পড়েছিল বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৯ রানে হারায় ২ উইকেট। এরপর তৃতীয় উইকেটে সৌম্য ও মেহেদী হাসান মিরাজের লড়াইয়ে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো। পরে ষষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহ ও জাকের আলী অনিকের জুটি। চার ফিফটিতে বাংলাদেশও ৫ উইকেটে করেছে ৩২১ রান। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। আর সব ভেন্যু মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ।
সৌম্য দ্বিতীয়বার জীবন পান ব্যক্তিগত ৪৫ রানে। স্পিনার গুড়াকেশ মোটিকে লং অন দিয়ে টানা দুই ছক্কা মারতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন। শেষ পর্যন্ত মোটির বলেই ফিরতে হয়েছে এই ওপেনারকে। ফিফটির পর ভয়ংকর হয়ে উঠতেই পড়েন এলবিডব্লুর ফাঁদে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ফেরার আগে মিরাজের সঙ্গে তিনি গড়েন ১৩৬ রানের জুটি।
সৌম্যকে শুরুতে ফেরাতে না পারার ঝাল আলজারি মেটান নিজেদের দ্বিতীয় ওভার করতে এসে। তিন বলের ব্যবধানে ফেরান ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাসকে। পুল করতে গিয়ে ক্যাচ তুলে দেন তানজিদ (০)। দুই বল পর আউটসাইড অফের বল খোঁচা দিতে গিয়ে স্লিপে ক্যাচ দেন লিটনও (০)। এবার স্লিপে দাঁড়ানো কিং ভুল করেননি। ২,৪ ও ০—এই হলো উইন্ডিজ সিরিজে লিটনের রান। ওয়ানডেতে নিজের সর্বশেষ ৭ ইনিংসে দুই অঙ্কই ছুঁতে পারেননি।
এরপরই সৌম্য-মিরাজের জুটি। উইকেটে থিতু হওয়ার পর দুজনে ফাঁকফোকরে বাউন্ডারি হাঁকিয়ে রানের গতি বাড়িয়েছেন। বাংলাদেশের পাওয়ারপ্লেতে স্কোর দাঁড়ায়—৪৬ /২। সৌম্যের মতো মিরাজেরও সেঞ্চুরি হাতছাড়া হয়েছে। রান নিতে গিয়ে আফিফ হোসেনের (১৫) সঙ্গে ভুল-বোঝাবুঝি, বাংলাদেশ অধিনায়কের ৭৩ বলে ৮ চার ও ২ ছয়ে সাজানো ৭৮ রানের ইনিংস থামে শেরফান রাদারফোর্ডের সরাসরি হিটে।
বাংলাদেশকে রান পাহাড়ে নিয়ে যান মাহমুদউল্লাহ ও জাকের। দুজনের ১১৭ বলে করেন নিরবিচ্ছিন্ন ১৫০ রানের জুটি। মাহমুদউল্লাহ ৮৪ ও জাকের ৬২ রানে অপরাজিত ছিলেন।
ইনিংসের প্রথম ওভারেই ফিরতে পারতেন সৌম্য সরকার। আলজারি জোসেফের চতুর্থ বলটি হালকা সুইং করে বাইরেই যাচ্ছিল। কিন্তু উইকেটে থিতু হওয়ার আগেই সৌম্যের ড্রাইভ। ব্যাটের কানায় লেগে বল যায় স্লিপে থাকা ব্রেন্ডন কিংয়ের হাতে। কিং সেই সহজ ক্যাচ নিতে পারেননি। শুরুতেই ‘জীবন’ পাওয়াটাও বৃথা যেতে দেননি সৌম্য। দলের প্রয়োজনের মুহূর্তে খেলেছেন ৭৩ বলে ৭৩ রানের ইনিংস।
সেন্ট কিটসে আজ সিরিজের তৃতীয় ওয়ানডতে হোয়াইটওয়াশ এড়াতে নেমে শুরুতেই বিপদে পড়েছিল বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৯ রানে হারায় ২ উইকেট। এরপর তৃতীয় উইকেটে সৌম্য ও মেহেদী হাসান মিরাজের লড়াইয়ে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো। পরে ষষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহ ও জাকের আলী অনিকের জুটি। চার ফিফটিতে বাংলাদেশও ৫ উইকেটে করেছে ৩২১ রান। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। আর সব ভেন্যু মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ।
সৌম্য দ্বিতীয়বার জীবন পান ব্যক্তিগত ৪৫ রানে। স্পিনার গুড়াকেশ মোটিকে লং অন দিয়ে টানা দুই ছক্কা মারতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন। শেষ পর্যন্ত মোটির বলেই ফিরতে হয়েছে এই ওপেনারকে। ফিফটির পর ভয়ংকর হয়ে উঠতেই পড়েন এলবিডব্লুর ফাঁদে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ফেরার আগে মিরাজের সঙ্গে তিনি গড়েন ১৩৬ রানের জুটি।
সৌম্যকে শুরুতে ফেরাতে না পারার ঝাল আলজারি মেটান নিজেদের দ্বিতীয় ওভার করতে এসে। তিন বলের ব্যবধানে ফেরান ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাসকে। পুল করতে গিয়ে ক্যাচ তুলে দেন তানজিদ (০)। দুই বল পর আউটসাইড অফের বল খোঁচা দিতে গিয়ে স্লিপে ক্যাচ দেন লিটনও (০)। এবার স্লিপে দাঁড়ানো কিং ভুল করেননি। ২,৪ ও ০—এই হলো উইন্ডিজ সিরিজে লিটনের রান। ওয়ানডেতে নিজের সর্বশেষ ৭ ইনিংসে দুই অঙ্কই ছুঁতে পারেননি।
এরপরই সৌম্য-মিরাজের জুটি। উইকেটে থিতু হওয়ার পর দুজনে ফাঁকফোকরে বাউন্ডারি হাঁকিয়ে রানের গতি বাড়িয়েছেন। বাংলাদেশের পাওয়ারপ্লেতে স্কোর দাঁড়ায়—৪৬ /২। সৌম্যের মতো মিরাজেরও সেঞ্চুরি হাতছাড়া হয়েছে। রান নিতে গিয়ে আফিফ হোসেনের (১৫) সঙ্গে ভুল-বোঝাবুঝি, বাংলাদেশ অধিনায়কের ৭৩ বলে ৮ চার ও ২ ছয়ে সাজানো ৭৮ রানের ইনিংস থামে শেরফান রাদারফোর্ডের সরাসরি হিটে।
বাংলাদেশকে রান পাহাড়ে নিয়ে যান মাহমুদউল্লাহ ও জাকের। দুজনের ১১৭ বলে করেন নিরবিচ্ছিন্ন ১৫০ রানের জুটি। মাহমুদউল্লাহ ৮৪ ও জাকের ৬২ রানে অপরাজিত ছিলেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এক আসরে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডে সাকিব আল হাসানকে স্পর্শ করলেন রাজশাহীর পেসার তাসকিন আহমেদ।
৬ মিনিট আগেশৈশবে ফর্মুলা ওয়ান দেখতেই বেশি ভালো লাগত ইয়ানিক সিনারের। মাঝে মধ্যে আবার ছুটে যেতেন মিলানে। ইতালিয়ান ক্লাব এসি মিলানের পাঁড় ভক্তও তিনি। এর মধ্যে কখন যে টেনিসের প্রেমে পড়া। এই অঙ্গনে তাঁর আইডল আবার রজার ফেদেরার এবং নোভাক জোকোভিচ। এর মধ্যে রজার অনেক আগেই ছেড়েছেন টেনিস। জোকো এখনো খেললেও এবার চোটে পড়ে আ
১ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ৩০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তারুণ্যের উৎসব উদ্যাপনের ঘোষণা দিয়েছিল। কিন্তু সেই ঘোষণা অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) কোনো কর্মপরিকল্পনা জমা না দেওয়ায় দেশের ১৫ ক্রীড়া ফেডারেশন/অ্যাসোসিয়েশনের আর্থিক বরাদ্দ স্থগিত করা হতে প
১ ঘণ্টা আগেবিপিএলের পারিশ্রমিক ইস্যুতে বিতর্কের মাঝেই কিছুটা দেরি করে ম্যাচ খেলতে এসেছে দুর্বার রাজশাহী। তবে তাদের সঙ্গে আসেনি কোনো বিদেশি ক্রিকেটার। প্রধান কোচ এজাজ আহমেদ দলের সঙ্গে এলেও ওয়ার্ম-আপে ক্রিকেটারদের নিয়ে খুব একটা সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। পরে রাজশাহীর একাদশে সত্যি সত্যি ছিল না কোনো বিদেশি ক্রিকেট
৩ ঘণ্টা আগে