
ভারতীয় বংশোদ্ভূত ফার্মাসিস্ট ভিনি রমনের সঙ্গে দাম্পত্য জীবনের ইনিংস শুরু করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার বিয়ে করেছেন ভারতীয় রীতি মেনেই।
৩৩ বছর বয়সী ম্যাক্সওয়েল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এই মুহূর্তে আইপিএল মাতাচ্ছেন। নিজেদের ম্যাচগুলোর মাঝ বিরতিতে শুভকাজ সেরেছেন ম্যাক্সি। স্বাভাবিকভাবেই বিয়ের অনুষ্ঠানে বেঙ্গালুরুর সতীর্থ-কোচিং স্টাফ থেকে শুরু করে সবাইকে নিমন্ত্রণ করেছিলেন তিনি। প্রধান কোচ সঞ্জয় বাঙ্গার, ক্রিকেট পরিচালক মাইক হেসন, অধিনায়ক ফাফ ডু প্লেসি, ব্যাটার বিরাট কোহলি, পেসার মোহাম্মদ সিরাজসহ দলের সবাই সপরিবার উপস্থিত ছিলেন।
পার্টিতে ‘পুষ্পা: দ্য রাইজ’ চলচ্চিত্রের একটি গানের তালে নেচে এরই মধ্যে ভাইরাল কোহলি। লাল জামায় অভিনেত্রী স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে কালো পাঞ্জাবিতে কোহলিকেও অভিনেতার মতোই লাগছিল।
তবে ম্যাক্সওয়েলের বিয়ের অনুষ্ঠানে আলাদা করে নজর কেড়েছেন ফাফ ডু প্লেসির স্ত্রী ইমারি ভিসার। লাল পাঞ্জাবিতে ডু প্লেসি আর সবুজ শাড়িতে ইমারিকে নিখাদ উপমহাদেশীয় দম্পতি মনে হচ্ছিল।
শাড়ি-পাঞ্জাবি দক্ষিণ আফ্রিকান পোশাক নয়। ডু প্লেসি-ইমারিরও তাই এসব পোশাক সঙ্গে করে আনার কথা নয়। ডু প্লেসিকে হয়তো লাল পাঞ্জাবি দলের পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছে। কিন্তু ইমারি সবুজ শাড়ি কোথায় পেলেন, সেটা খুঁটে খুঁটে বের করে ফেলেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।
২০১৮ সালে একটি অনুষ্ঠানে এই সবুজ বেনারসিই পরেছিলেন কোহলির স্ত্রী আনুশকা। সেটির সঙ্গে ইমারির শাড়ির হুবহু মিল। তার মানে, ম্যাক্সওয়েলের বিয়ের পার্টিতে আনুশকাই ইমারিকে শাড়ি ধার দিয়েছিলেন!
সবার কৌতূহল অবশ্য স্বয়ং ইমারি মিটিয়েছেন। গত পরশু (১ মে) কোহলি-ডু প্লেসি দুজনেরই স্ত্রীর ছিল জন্মদিন। ইমারির পূর্ণ হয়েছে ৩৫ বছর, আনুশকার ৩৪। একে-অপরকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তাঁরা।
ইনস্টাগ্রামে দুজনের সেই সবুজ বেনারসি পরা ছবি পোস্ট করে ইমারি লিখেছেন, ‘আমার সঙ্গে জন্মদিন আর শাড়ি ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।’

ভারতীয় বংশোদ্ভূত ফার্মাসিস্ট ভিনি রমনের সঙ্গে দাম্পত্য জীবনের ইনিংস শুরু করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার বিয়ে করেছেন ভারতীয় রীতি মেনেই।
৩৩ বছর বয়সী ম্যাক্সওয়েল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এই মুহূর্তে আইপিএল মাতাচ্ছেন। নিজেদের ম্যাচগুলোর মাঝ বিরতিতে শুভকাজ সেরেছেন ম্যাক্সি। স্বাভাবিকভাবেই বিয়ের অনুষ্ঠানে বেঙ্গালুরুর সতীর্থ-কোচিং স্টাফ থেকে শুরু করে সবাইকে নিমন্ত্রণ করেছিলেন তিনি। প্রধান কোচ সঞ্জয় বাঙ্গার, ক্রিকেট পরিচালক মাইক হেসন, অধিনায়ক ফাফ ডু প্লেসি, ব্যাটার বিরাট কোহলি, পেসার মোহাম্মদ সিরাজসহ দলের সবাই সপরিবার উপস্থিত ছিলেন।
পার্টিতে ‘পুষ্পা: দ্য রাইজ’ চলচ্চিত্রের একটি গানের তালে নেচে এরই মধ্যে ভাইরাল কোহলি। লাল জামায় অভিনেত্রী স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে কালো পাঞ্জাবিতে কোহলিকেও অভিনেতার মতোই লাগছিল।
তবে ম্যাক্সওয়েলের বিয়ের অনুষ্ঠানে আলাদা করে নজর কেড়েছেন ফাফ ডু প্লেসির স্ত্রী ইমারি ভিসার। লাল পাঞ্জাবিতে ডু প্লেসি আর সবুজ শাড়িতে ইমারিকে নিখাদ উপমহাদেশীয় দম্পতি মনে হচ্ছিল।
শাড়ি-পাঞ্জাবি দক্ষিণ আফ্রিকান পোশাক নয়। ডু প্লেসি-ইমারিরও তাই এসব পোশাক সঙ্গে করে আনার কথা নয়। ডু প্লেসিকে হয়তো লাল পাঞ্জাবি দলের পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছে। কিন্তু ইমারি সবুজ শাড়ি কোথায় পেলেন, সেটা খুঁটে খুঁটে বের করে ফেলেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।
২০১৮ সালে একটি অনুষ্ঠানে এই সবুজ বেনারসিই পরেছিলেন কোহলির স্ত্রী আনুশকা। সেটির সঙ্গে ইমারির শাড়ির হুবহু মিল। তার মানে, ম্যাক্সওয়েলের বিয়ের পার্টিতে আনুশকাই ইমারিকে শাড়ি ধার দিয়েছিলেন!
সবার কৌতূহল অবশ্য স্বয়ং ইমারি মিটিয়েছেন। গত পরশু (১ মে) কোহলি-ডু প্লেসি দুজনেরই স্ত্রীর ছিল জন্মদিন। ইমারির পূর্ণ হয়েছে ৩৫ বছর, আনুশকার ৩৪। একে-অপরকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তাঁরা।
ইনস্টাগ্রামে দুজনের সেই সবুজ বেনারসি পরা ছবি পোস্ট করে ইমারি লিখেছেন, ‘আমার সঙ্গে জন্মদিন আর শাড়ি ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।’

নোয়াখালী এক্সপ্রেসের জন্য ম্যাচটা ছিল বাঁচা মরার। প্লে অফের দৌঁড়ে টিকে থাকার জন্য চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে আজ জেতার বিকল্প ছিল না বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবাগত ফ্র্যাঞ্চাইজিটির সামনে। জয়ের সমীকরণ মেলাতে পারেনি নোয়াখালী। চট্টগ্রামের কাছে ৫ উইকেটে হেরে লিগ পর্ব থেকেই বিদায় নিল হায়দার আলীর
৪৩ মিনিট আগে
বিপিএলে হুট করে অধিনায়ক পরিবর্তনের ঘটনা নতুন কিছু নয়। এবারের বিপিএলে দুই ম্যাচের পরই নোয়াখালী এক্সপ্রেস বদলে ফেলে অধিনায়ক। সৈকত আলীর পরিবর্তে হায়দার আলীর কাঁধে নেতৃত্বভার তুলে দেয় নোয়াখালী। আর রংপুর রাইডার্স কি না অধিনায়ক পরিবর্তন করল শেষভাগে এসে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। নিরাপত্তাইস্যুতে ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়েছে, সেই সিদ্ধান্তে এখনো অনড়। এবার ব্যাপারটি নিয়ে কথা বলতে ঢাকায় আইসিসির প্রতিনিধি দল আসতে পারে বলে শোনা যাচ্ছে।
২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ছন্দে আছেন শরীফুল ইসলাম। আজ দেশের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টে নিজের সেরা বোলিং করলেন এই বাঁ হাতি পেসার। ঢাকা পর্বের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে বল হাতে পুরো আলোটাই নিজের দিকে টেনে নিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে