Ajker Patrika

ভারতের হারের ম্যাচে নাগিন ড্যান্স করে আলোচনায় কোহলি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৩: ১২
নাগিন ড্যান্স করেছেন বিরাট কোহলি। ছবি: সংগৃহীত
নাগিন ড্যান্স করেছেন বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

বিরাট কোহলি মানেই যেন আলোচনা। মাঠের পারফরম্যান্স তো বটেই, এর বাইরে অন্যান্য ঘটনাতেও তিনি চলে আসেন ‘লাইমলাইটে’। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে টানা দুই সেঞ্চুরি করা কোহলি এবার আলোচনায় অন্য এক ঘটনায়।

কোহলির আলোচিত ‘নাগিন ড্যান্সের’ ঘটনা ঘটেছে গত রাতে শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে। ৩৫৯ রানের লক্ষ্যে নেমে দলীয় ২৬ রানেই প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে কুইন্টন ডি কককে (৮) ফেরান আর্শদীপ সিং। ডি কক আউট হওয়ার পর কোহলি ‘নাগিন ড্যান্স’ করেছেন। বাঁ হাতের তালুর ওপর ডান হাতের কনুই রেখে সাপের ফণা তোলার মতো ভঙ্গিতে হাত নাচিয়েছেন বারবার। ভারতীয় তারকা ব্যাটারের এমন উদযাপন সামাজিক মাধ্যমে ভাইরাল। ভক্ত-সমর্থকেরাও অনেক উপভোগ করেছেন তাঁর এই নাগিন ড্যান্সের উদযাপন। কেউ একজন লিখেছেন, ‘মাঠ ও মাঠের বাইরে এমন পরিবেশই তো চাই।’

টস হেরে আগে ব্যাটিংয়ে নামা ভারত ৯.৪ ওভারে ২ উইকেটে ৬২ রানে পরিণত হয়। পাওয়ার প্লের মধ্যে দুই উইকেট হারানোর পর বড় জুটি গড়ার দায়িত্ব নেন বিরাট কোহলি-রুতুরাজ গায়কোয়াড়। তৃতীয় উইকেট জুটিতে ১৫৮ বলে ১৯৫ রানের জুটি গড়েছেন তাঁরা (কোহলি-গায়কোয়াড়)। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে এটা যেকোনো উইকেটে ভারতের সর্বোচ্চ রানের জুটি। কোহলি, গায়কোয়াড় দুজনেই সেঞ্চুরি তুলে নিয়েছেন। ৮৩ বলে গায়কোয়াড় করেছেন ১০৫ রান। কোহলি ১০২ রান করেছেন ৯৩ বলে।

ভারতের দেওয়া ৩৫৯ রানের লক্ষ্য তাড়া করে দক্ষিণ আফ্রিকা ৪ বল হাতে রেখে ৪ উইকেটে জিতেছে। ম্যাচ হারলেও গায়কোয়াড়-কোহলিকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাহুল বলেন, ‘রুতু ও তার (কোহলি) ব্যাটিং দেখাটা ছিল চোখের শান্তি। বিরাটকে আমরা ৫৩ বা ৫৫ বার দেখলাম এমনটা (সেঞ্চুরি) করতে। সে তার কাজ করে যাচ্ছে। রুতুর ব্যাটিং দেখেও ভালো লেগেছে। ফিফটির পর রান তোলার গতি বাড়িয়েছে।’

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি গায়কোয়াড় তুলে নিয়েছেন এই ম্যাচে। কোহলির এটা ওয়ানডে ক্যারিয়ারের ৫৩তম সেঞ্চুরি। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৮৪ বার তিন অঙ্ক ছুঁয়েছেন ভারতীয় ব্যাটিং তারকা। ১০০ সেঞ্চুরি করে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটা এখনো কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। বিশাখাপত্তনমে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে হবে ৬ ডিসেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

লন্ডনে চিকিৎসা যাত্রায় খালেদা জিয়ার সফরসঙ্গী ১৪ জন, তালিকায় ছয় চিকিৎসক ও দুই এসএসএফ

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

ঢাকার তিনটিসহ আরও ২৮ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা বাকি থাকল

মড়ার ওপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ