
টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থতার পর ভিন্ন এক শ্রীলঙ্কা দলকে দেখা যাচ্ছে। লঙ্কানদের দুর্দান্ত পারফরম্যান্সে ওয়ানডে সিরিজে খেই হারাচ্ছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত এবার লঙ্কানদের ওয়ানডে সিরিজ হারের শঙ্কায়।
প্রথম ও দ্বিতীয় দুই ওয়ানডেতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে ২৩০ রান ও ২৪০ রান করেছে। ওয়ানডের বর্তমান ঘরানায় সেই রান তেমন কঠিন কিছু নয়। এই অল্প পুঁজি নিয়ে লঙ্কানরা ছড়ি ঘোরাচ্ছে বোলিং দিয়ে। প্রথম ওয়ানডেতে ভারতের থেকে জয় কেড়ে নিয়ে টাই করেছে শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসায় গতকাল ২৪১ রান তাড়া করতে নেমে বিনা উইকেটে ৯৭ রান ছিল ভারতের। জেফরি ভ্যান্ডারসের ঘূর্ণিতে মুহূর্তেই সেটা ৬ উইকেটে ১৪৭ রানে পরিণত হয় সফরকারীরা। শেষ পর্যন্ত ৩২ রানে জিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লঙ্কানরা।
ম্যাচসেরা ভ্যান্ডারসেকে কৃতিত্ব দিয়েছেন রোহিত। পাশাপাশি রোহিত মনে করেন, ধারাবাহিকভাবে ক্রিকেটটা খেলতে পারছে না ভারত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত শর্মা বলেন, ‘যখন আপনি হারবেন, তখন খুবই খারাপ লাগে। এটা সেই ১০ ওভারের ব্যাপার নয় (৬ উইকেট হারানোর ঘটনা)। আপনাকে ধারাবাহিক ক্রিকেট খেলতে হবে এবং সেটা আজ (গতকাল) করতে আমরা ব্যর্থ হয়েছি। কিছুটা হতাশ তো বটেই, তবে এমন কিছু হতেই পারে। কৃতিত্ব ভ্যান্ডারসেকে দিতেই হবে। সে ৬ উইকেট নিয়েছে।’
পাওয়ার প্লের (প্রথম ১০ ওভার) মধ্যে ফিফটি করার অভ্যাসটা রোহিত রপ্ত করেছেন দারুণভাবে। লঙ্কানদের বিপক্ষে দুই ওয়ানডেতেই ভারতীয় অধিনায়কের ফিফটি এসেছে ১০ ওভার হওয়ার আগেই। কলম্বোতে গত রাতে ওয়ানডে ক্যারিয়ারের ৫৭তম ফিফটি পূর্ণ করেছেন ২৯ বলে। রোহিত তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ের ধরন বদলাবেন না বলে জানিয়েছেন। ভারতীয় অধিনায়ক বলেন, ‘৬৫ রান করেছি এভাবেই ব্যাটিং করি। এমন ব্যাটিং করলে অনেক ঝুঁকি থাকে। যখন জিততে পারবেন না, তখন আপনি হতাশ হবেনই। আমার ইনটেন্ট কখনোই বদলাবে না।’

টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থতার পর ভিন্ন এক শ্রীলঙ্কা দলকে দেখা যাচ্ছে। লঙ্কানদের দুর্দান্ত পারফরম্যান্সে ওয়ানডে সিরিজে খেই হারাচ্ছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত এবার লঙ্কানদের ওয়ানডে সিরিজ হারের শঙ্কায়।
প্রথম ও দ্বিতীয় দুই ওয়ানডেতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে ২৩০ রান ও ২৪০ রান করেছে। ওয়ানডের বর্তমান ঘরানায় সেই রান তেমন কঠিন কিছু নয়। এই অল্প পুঁজি নিয়ে লঙ্কানরা ছড়ি ঘোরাচ্ছে বোলিং দিয়ে। প্রথম ওয়ানডেতে ভারতের থেকে জয় কেড়ে নিয়ে টাই করেছে শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসায় গতকাল ২৪১ রান তাড়া করতে নেমে বিনা উইকেটে ৯৭ রান ছিল ভারতের। জেফরি ভ্যান্ডারসের ঘূর্ণিতে মুহূর্তেই সেটা ৬ উইকেটে ১৪৭ রানে পরিণত হয় সফরকারীরা। শেষ পর্যন্ত ৩২ রানে জিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লঙ্কানরা।
ম্যাচসেরা ভ্যান্ডারসেকে কৃতিত্ব দিয়েছেন রোহিত। পাশাপাশি রোহিত মনে করেন, ধারাবাহিকভাবে ক্রিকেটটা খেলতে পারছে না ভারত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত শর্মা বলেন, ‘যখন আপনি হারবেন, তখন খুবই খারাপ লাগে। এটা সেই ১০ ওভারের ব্যাপার নয় (৬ উইকেট হারানোর ঘটনা)। আপনাকে ধারাবাহিক ক্রিকেট খেলতে হবে এবং সেটা আজ (গতকাল) করতে আমরা ব্যর্থ হয়েছি। কিছুটা হতাশ তো বটেই, তবে এমন কিছু হতেই পারে। কৃতিত্ব ভ্যান্ডারসেকে দিতেই হবে। সে ৬ উইকেট নিয়েছে।’
পাওয়ার প্লের (প্রথম ১০ ওভার) মধ্যে ফিফটি করার অভ্যাসটা রোহিত রপ্ত করেছেন দারুণভাবে। লঙ্কানদের বিপক্ষে দুই ওয়ানডেতেই ভারতীয় অধিনায়কের ফিফটি এসেছে ১০ ওভার হওয়ার আগেই। কলম্বোতে গত রাতে ওয়ানডে ক্যারিয়ারের ৫৭তম ফিফটি পূর্ণ করেছেন ২৯ বলে। রোহিত তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ের ধরন বদলাবেন না বলে জানিয়েছেন। ভারতীয় অধিনায়ক বলেন, ‘৬৫ রান করেছি এভাবেই ব্যাটিং করি। এমন ব্যাটিং করলে অনেক ঝুঁকি থাকে। যখন জিততে পারবেন না, তখন আপনি হতাশ হবেনই। আমার ইনটেন্ট কখনোই বদলাবে না।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২৬ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে