
১৪ মাসের বিরতি দিয়ে ঋষভ পন্ত ক্রিকেটে ফিরছেন আইপিএল দিয়ে। খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। গত পরশু আনুষ্ঠানিকভাবে তাঁকে খেলার জন্য বিসিসিআই ‘ফিট’ ঘোষণার পর টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে কথা বলেছেন ঋষভ পন্ত। ঐশ্বরিক কিছুর কারণেই প্রাণে বেঁচে গেছেন বলেও জানিয়েছেন ভারতের এই উইকেটকিপার-ব্যাটার।
২০২২ সালের ৩০ ডিসেম্বর দিল্লি-দেরাদুন মহাসড়কে গাড়ি চালানোর সময় দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনার পর গাড়ি যেভাবে দুমড়ে-মুচড়ে গিয়েছিল, সেই দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি দেখেও পন্ত প্রাণে বেঁচে যাওয়াটাও কারও কারও কাছে বিস্ময়! সেই দুর্ঘটনা চাইলেও ভুলে যাওয়ার নয়। পন্ত বলছেন, ‘সেই ঘটনা আমি চাইলেও ভুলতে পারব না। ওই ঘটনা সম্পর্কে খুব বেশি ভাবতেও চাই না।’
ভাবতে গেলেই যে ফিরে আসে দুঃসহ সব স্মৃতি। ভেসে ওঠে আরও খারাপ কত কিছু ঘটতে পারত! পন্ত বলছেন, ‘যখন আমার দুর্ঘটনা ঘটে, আমার মনে হয়েছে ঐশ্বরিক কিছু আমাকে বাঁচিয়েছে। আমি শুধু হাঁটুতে চোট পেয়েছি, যে দুর্ঘটনা ঘটেছে কল্পনাও করতে পারি না, এর চেয়ে কতটা খারাপ হতে পারত। ডাক্তার এমনকি পা ছেটে ফেলার কথাও বলেছে।’
সেই পন্তেরই মাঠে ফেরার লক্ষ্য ছিল ওয়ানডে বিশ্বকাপ দিয়ে। ফিটনেস ফিরে পাওয়ার প্রক্রিয়ায় এক বছরেরও বেশি সময় পন্তকে জাতীয় ক্রিকেট একাডেমিতে। বিশ্বকাপ দিয়ে ফেরার লক্ষ্যটা অবশ্য পূরণ হয়নি। পূরণ হয়ে পরের ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ দিয়ে ফেরার লক্ষ্যও। আসলে বিসিসিআই-ই চায়নি, তাঁকে টেস্ট ক্রিকেটে নামিয়ে দিয়ে ঝুঁকি নিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলকেই পাখির চোখ করেছেন পন্ত, ‘আমি জানি না (আইপিএলে) কেমন করব। জানি না আমার অনুভূতি কী হবে। উপভোগ করার চেষ্টা করছি, চাপ নিতে চাই না।’

১৪ মাসের বিরতি দিয়ে ঋষভ পন্ত ক্রিকেটে ফিরছেন আইপিএল দিয়ে। খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। গত পরশু আনুষ্ঠানিকভাবে তাঁকে খেলার জন্য বিসিসিআই ‘ফিট’ ঘোষণার পর টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে কথা বলেছেন ঋষভ পন্ত। ঐশ্বরিক কিছুর কারণেই প্রাণে বেঁচে গেছেন বলেও জানিয়েছেন ভারতের এই উইকেটকিপার-ব্যাটার।
২০২২ সালের ৩০ ডিসেম্বর দিল্লি-দেরাদুন মহাসড়কে গাড়ি চালানোর সময় দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনার পর গাড়ি যেভাবে দুমড়ে-মুচড়ে গিয়েছিল, সেই দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি দেখেও পন্ত প্রাণে বেঁচে যাওয়াটাও কারও কারও কাছে বিস্ময়! সেই দুর্ঘটনা চাইলেও ভুলে যাওয়ার নয়। পন্ত বলছেন, ‘সেই ঘটনা আমি চাইলেও ভুলতে পারব না। ওই ঘটনা সম্পর্কে খুব বেশি ভাবতেও চাই না।’
ভাবতে গেলেই যে ফিরে আসে দুঃসহ সব স্মৃতি। ভেসে ওঠে আরও খারাপ কত কিছু ঘটতে পারত! পন্ত বলছেন, ‘যখন আমার দুর্ঘটনা ঘটে, আমার মনে হয়েছে ঐশ্বরিক কিছু আমাকে বাঁচিয়েছে। আমি শুধু হাঁটুতে চোট পেয়েছি, যে দুর্ঘটনা ঘটেছে কল্পনাও করতে পারি না, এর চেয়ে কতটা খারাপ হতে পারত। ডাক্তার এমনকি পা ছেটে ফেলার কথাও বলেছে।’
সেই পন্তেরই মাঠে ফেরার লক্ষ্য ছিল ওয়ানডে বিশ্বকাপ দিয়ে। ফিটনেস ফিরে পাওয়ার প্রক্রিয়ায় এক বছরেরও বেশি সময় পন্তকে জাতীয় ক্রিকেট একাডেমিতে। বিশ্বকাপ দিয়ে ফেরার লক্ষ্যটা অবশ্য পূরণ হয়নি। পূরণ হয়ে পরের ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ দিয়ে ফেরার লক্ষ্যও। আসলে বিসিসিআই-ই চায়নি, তাঁকে টেস্ট ক্রিকেটে নামিয়ে দিয়ে ঝুঁকি নিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলকেই পাখির চোখ করেছেন পন্ত, ‘আমি জানি না (আইপিএলে) কেমন করব। জানি না আমার অনুভূতি কী হবে। উপভোগ করার চেষ্টা করছি, চাপ নিতে চাই না।’

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১২ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৭ ঘণ্টা আগে