
ডাবল সেঞ্চুরি করতে না পারলেও হয়তো আক্ষেপ নেই বিরাট কোহলির। দীর্ঘ ৩৯ মাস পর যে পেয়েছেন টেস্টে সেঞ্চুরি। ভারতীয় ব্যাটারের সেঞ্চুরিতে আহমেদাবাদ টেস্টে অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে রয়েছে ভারত।
প্রথম ইনিংসে অজিদের ৪৭১ রানের বিপরীতে ৫৭১ রান করেছে ভারত। পরে ব্যাটিংয়ে নেমে দিন শেষে বিনা উইকেটে ৬ রান করেছে সফরকারীরা। ভারতের ইনিংস রান থেকে এখনো ৮৮ রানে পিছিয়ে অজিরা। ট্রাভিস হেড ৩ রান করলেও রানের খাতা খুলতে পারেননি নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নামা ম্যাথিউ কুহনিম্যান।
রবীন্দ্র জাদেজাকে নিয়ে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিনের শুরুটা ভালো হয়নি বিরাট কোহলির। তবে ২৪ রানে সঙ্গী ফিরলেও শ্রীকর ভরতের সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন ভারতের সাবেক অধিনায়ক। পঞ্চম উইকেটে ৮৪ রানে জুটি গড়েন দুজনে। ৬ রানের জন্য ক্যারিয়ারের প্রথম ফিফটি না পাওয়ার আক্ষেপে উইকেটরক্ষক ব্যাটার হতাশায় মাঠ ছাড়লেও সেঞ্চুরি খরা কাটিয়েছেন কোহলি।
অক্ষর প্যাটেলের সঙ্গে ষষ্ঠ উইকেটে ১৬২ রানের জুটি গড়ার পথে ক্যারিয়ারের ২৮ তম সেঞ্চুরি করেছেন কোহলি। সব মিলিয়ে ৭৫ তম সেঞ্চুরি করেছেন তিনি। এতে ৪২ ইনিংসের পর দীর্ঘ সংস্করণে সেঞ্চুরি পেয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। সর্বশেষ সেঞ্চুরিটি করেছিলেন ২০১৯ সালের নভেম্বরে ইডেন গার্ডেনসে বাংলাদেশের বিপক্ষে।
দীর্ঘ সেঞ্চুরি খরা কাটিয়ে দেড় শ রানের পর ডাবলের দিকে ছুটছিলেন কোহলি। কিন্তু ব্যক্তিগত ৭৯ রানে প্যাটেল আউট হলে ম্যাচের চিত্রনাট্য যায় পাল্টে। পরে রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদবও দ্রুত ফিরে গেলে কিং কোহলির ডাবল সেঞ্চুরি পরে যায় শঙ্কায়। এ ছাড়া আগেই পিঠের ব্যথায় ইনিংস থেকে ছিটকে গেছেন শ্রেয়াস আইয়ারও।
শেষ পর্যন্ত সেই শঙ্কায়ই বাস্তবে মিলে গেছে। দ্রুত রান বাড়ানোর চেষ্টা করতে গিয়ে টড মারফির বলে মারনাস লাবুশানের হাতে ক্যাচ হয়েছেন তিনি। নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১৮৬ রান করেছেন তিনি। ৩৬৪ বলের ইনিংসে ১৫ চার মেরেছেন ভারতীয় ব্যাটার। ৩টি করে উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার মারফি ও নাথান লায়ন।

ডাবল সেঞ্চুরি করতে না পারলেও হয়তো আক্ষেপ নেই বিরাট কোহলির। দীর্ঘ ৩৯ মাস পর যে পেয়েছেন টেস্টে সেঞ্চুরি। ভারতীয় ব্যাটারের সেঞ্চুরিতে আহমেদাবাদ টেস্টে অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে রয়েছে ভারত।
প্রথম ইনিংসে অজিদের ৪৭১ রানের বিপরীতে ৫৭১ রান করেছে ভারত। পরে ব্যাটিংয়ে নেমে দিন শেষে বিনা উইকেটে ৬ রান করেছে সফরকারীরা। ভারতের ইনিংস রান থেকে এখনো ৮৮ রানে পিছিয়ে অজিরা। ট্রাভিস হেড ৩ রান করলেও রানের খাতা খুলতে পারেননি নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নামা ম্যাথিউ কুহনিম্যান।
রবীন্দ্র জাদেজাকে নিয়ে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিনের শুরুটা ভালো হয়নি বিরাট কোহলির। তবে ২৪ রানে সঙ্গী ফিরলেও শ্রীকর ভরতের সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন ভারতের সাবেক অধিনায়ক। পঞ্চম উইকেটে ৮৪ রানে জুটি গড়েন দুজনে। ৬ রানের জন্য ক্যারিয়ারের প্রথম ফিফটি না পাওয়ার আক্ষেপে উইকেটরক্ষক ব্যাটার হতাশায় মাঠ ছাড়লেও সেঞ্চুরি খরা কাটিয়েছেন কোহলি।
অক্ষর প্যাটেলের সঙ্গে ষষ্ঠ উইকেটে ১৬২ রানের জুটি গড়ার পথে ক্যারিয়ারের ২৮ তম সেঞ্চুরি করেছেন কোহলি। সব মিলিয়ে ৭৫ তম সেঞ্চুরি করেছেন তিনি। এতে ৪২ ইনিংসের পর দীর্ঘ সংস্করণে সেঞ্চুরি পেয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। সর্বশেষ সেঞ্চুরিটি করেছিলেন ২০১৯ সালের নভেম্বরে ইডেন গার্ডেনসে বাংলাদেশের বিপক্ষে।
দীর্ঘ সেঞ্চুরি খরা কাটিয়ে দেড় শ রানের পর ডাবলের দিকে ছুটছিলেন কোহলি। কিন্তু ব্যক্তিগত ৭৯ রানে প্যাটেল আউট হলে ম্যাচের চিত্রনাট্য যায় পাল্টে। পরে রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদবও দ্রুত ফিরে গেলে কিং কোহলির ডাবল সেঞ্চুরি পরে যায় শঙ্কায়। এ ছাড়া আগেই পিঠের ব্যথায় ইনিংস থেকে ছিটকে গেছেন শ্রেয়াস আইয়ারও।
শেষ পর্যন্ত সেই শঙ্কায়ই বাস্তবে মিলে গেছে। দ্রুত রান বাড়ানোর চেষ্টা করতে গিয়ে টড মারফির বলে মারনাস লাবুশানের হাতে ক্যাচ হয়েছেন তিনি। নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১৮৬ রান করেছেন তিনি। ৩৬৪ বলের ইনিংসে ১৫ চার মেরেছেন ভারতীয় ব্যাটার। ৩টি করে উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার মারফি ও নাথান লায়ন।

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩ ঘণ্টা আগে