ক্রীড়া ডেস্ক

বিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
ইডেন গার্ডেন্সে গত রাতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টস করতে নামেন গুজরাট টাইটান্সের অধিনায়ক শুবমান গিল। দর্শকপূর্ণ স্টেডিয়ামে বাংলায় ‘কেমন আছ’ বলেন মরিসন। নিউজিল্যান্ডের এই ধারাভাষ্যকারের সঙ্গে এরপর কথা বলেন কলকাতা অধিনায়ক আজিঙ্কা রাহানে ও গুজরাট অধিনায়ক গিল। হাসিখুশি গিলকে দেখে মরিসনের প্রশ্ন, ‘অনেক হাসিখুশি মনে হচ্ছে তোমাকে দেখে। ব্যাপার কী? সামনেই কি বিয়ে নাকি?’ এমন প্রশ্ন শুনে গিল হতভম্ব হয়ে পড়েন। হাসতে হাসতে ২৫ বছর বয়সী ভারতীয় এই ক্রিকেটার উত্তর দিলেন, ‘না। তেমন কিছু না।’
ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের সঙ্গে গিলের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে শোনা যায় অনেক কথাবার্তা। সামাজিক মাধ্যমে যে ব্যাপার নিয়ে এত আলোচনা হচ্ছে, সেটা কি এত সহজে মানুষের দৃষ্টি এড়ায়! মরিসন সেই ধারণা থেকেই হয়তো হাসিখুশি গিলকে দেখে বিয়ে সংক্রান্ত প্রশ্ন করেছেন। আবার গিল-সারার সম্পর্কে ভাঙন ধরার গুঞ্জনও শোনা গেছে। সারা-গিলের সম্পর্কের এখন কী অবস্থা, সেটা তাঁরাই ভালো বলতে পারবেন।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গত রাতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন গিল। গুজরাট টাইটান্সের ৩৯ রানের জয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন। ৫৫ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৯০ রান করেছেন তিনি। আট ম্যাচে ৬ জয় ও ২ পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে গিলের গুজরাট এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। ৬ পয়েন্ট নিয়ে কলকাতা অবস্থান করছে সাত নম্বরে। ১৮ মে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ দিয়ে শেষ হচ্ছে লিগ পর্ব। ২৫ মে ফাইনাল হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।

বিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
ইডেন গার্ডেন্সে গত রাতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টস করতে নামেন গুজরাট টাইটান্সের অধিনায়ক শুবমান গিল। দর্শকপূর্ণ স্টেডিয়ামে বাংলায় ‘কেমন আছ’ বলেন মরিসন। নিউজিল্যান্ডের এই ধারাভাষ্যকারের সঙ্গে এরপর কথা বলেন কলকাতা অধিনায়ক আজিঙ্কা রাহানে ও গুজরাট অধিনায়ক গিল। হাসিখুশি গিলকে দেখে মরিসনের প্রশ্ন, ‘অনেক হাসিখুশি মনে হচ্ছে তোমাকে দেখে। ব্যাপার কী? সামনেই কি বিয়ে নাকি?’ এমন প্রশ্ন শুনে গিল হতভম্ব হয়ে পড়েন। হাসতে হাসতে ২৫ বছর বয়সী ভারতীয় এই ক্রিকেটার উত্তর দিলেন, ‘না। তেমন কিছু না।’
ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের সঙ্গে গিলের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে শোনা যায় অনেক কথাবার্তা। সামাজিক মাধ্যমে যে ব্যাপার নিয়ে এত আলোচনা হচ্ছে, সেটা কি এত সহজে মানুষের দৃষ্টি এড়ায়! মরিসন সেই ধারণা থেকেই হয়তো হাসিখুশি গিলকে দেখে বিয়ে সংক্রান্ত প্রশ্ন করেছেন। আবার গিল-সারার সম্পর্কে ভাঙন ধরার গুঞ্জনও শোনা গেছে। সারা-গিলের সম্পর্কের এখন কী অবস্থা, সেটা তাঁরাই ভালো বলতে পারবেন।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গত রাতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন গিল। গুজরাট টাইটান্সের ৩৯ রানের জয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন। ৫৫ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৯০ রান করেছেন তিনি। আট ম্যাচে ৬ জয় ও ২ পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে গিলের গুজরাট এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। ৬ পয়েন্ট নিয়ে কলকাতা অবস্থান করছে সাত নম্বরে। ১৮ মে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ দিয়ে শেষ হচ্ছে লিগ পর্ব। ২৫ মে ফাইনাল হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৮ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৯ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১০ ঘণ্টা আগে