
২০১৩ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর আইসিসি ইভেন্টগুলোতে ভারতের গল্প শুধুই হতাশার। সংস্করণ বদলায়, ভেন্যু বদলায়, তবু নকআউট রাউন্ডে ভারতের হোঁচট খাওয়ার গল্প চিরপরিচিত। তবে রোহিত শর্মা বলছেন, তাঁদের ১১ বছরের শিরোপার আক্ষেপ ঘুচবে এবারই।
গায়ানায় গত রাতে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-ইংল্যান্ড। দফায় দফায় বৃষ্টি বাগড়া দিলেও পুরো ২০ ওভারই খেলা হয়েছে। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৭১ রান করেছে ভারত। ভারতের দুর্দান্ত বোলিংয়ে অথৈ সাগরে হাবুডুবু খাওয়া ইংল্যান্ড হেরে গেছে ৬৮ রানে। বার্বাডোজে আগামীকাল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। গত ১১ বছরে ৯ বার যে ভারত নকআউট রাউন্ডে ধরা খেয়েছে, এবার সেটা হবে না বলে মনে করেন রোহিত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বলেন, ‘সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আমরা। দল ভালো অবস্থায় আছে। যে ফাইনাল আসছে, আশা করি দারুণ কিছু করে দেখাতে পারব।’
অ্যাডিলেডে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড। দেড় বছর পর গত রাতে ‘প্রতিশোধের’ ম্যাচটা ভারত জিতেছে দারুণভাবে। ভারতের ৮ ম্যাচ খেলার কথা থাকলেও একটা ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। বাকি ৭ ম্যাচের ৭ টিতেই জিতেছে এশিয়ার দলটি। রোহিতের মতে দল হিসেবে খেলাটাই ভারতের এবারের বিশ্বকাপে সাফল্যের মূলমন্ত্র। ভারতীয় অধিনায়ক বলেন, ‘জিতে খুবই সন্তুষ্ট। দল হিসেবে দারুণ খেলেছি এবং চেষ্টাটাও দারুণ ছিল। চ্যালেঞ্জিং কন্ডিশনে আমরা দারুণভাবে মানিয়ে নিয়েছি। এটাই এখন পর্যন্ত আমাদের সফলতার গল্প। যদি বোলার-ব্যাটাররা মানিয়ে নিতে পারে, সবকিছু ভালো হয়।’

২০১৩ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর আইসিসি ইভেন্টগুলোতে ভারতের গল্প শুধুই হতাশার। সংস্করণ বদলায়, ভেন্যু বদলায়, তবু নকআউট রাউন্ডে ভারতের হোঁচট খাওয়ার গল্প চিরপরিচিত। তবে রোহিত শর্মা বলছেন, তাঁদের ১১ বছরের শিরোপার আক্ষেপ ঘুচবে এবারই।
গায়ানায় গত রাতে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-ইংল্যান্ড। দফায় দফায় বৃষ্টি বাগড়া দিলেও পুরো ২০ ওভারই খেলা হয়েছে। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৭১ রান করেছে ভারত। ভারতের দুর্দান্ত বোলিংয়ে অথৈ সাগরে হাবুডুবু খাওয়া ইংল্যান্ড হেরে গেছে ৬৮ রানে। বার্বাডোজে আগামীকাল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। গত ১১ বছরে ৯ বার যে ভারত নকআউট রাউন্ডে ধরা খেয়েছে, এবার সেটা হবে না বলে মনে করেন রোহিত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বলেন, ‘সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আমরা। দল ভালো অবস্থায় আছে। যে ফাইনাল আসছে, আশা করি দারুণ কিছু করে দেখাতে পারব।’
অ্যাডিলেডে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড। দেড় বছর পর গত রাতে ‘প্রতিশোধের’ ম্যাচটা ভারত জিতেছে দারুণভাবে। ভারতের ৮ ম্যাচ খেলার কথা থাকলেও একটা ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। বাকি ৭ ম্যাচের ৭ টিতেই জিতেছে এশিয়ার দলটি। রোহিতের মতে দল হিসেবে খেলাটাই ভারতের এবারের বিশ্বকাপে সাফল্যের মূলমন্ত্র। ভারতীয় অধিনায়ক বলেন, ‘জিতে খুবই সন্তুষ্ট। দল হিসেবে দারুণ খেলেছি এবং চেষ্টাটাও দারুণ ছিল। চ্যালেঞ্জিং কন্ডিশনে আমরা দারুণভাবে মানিয়ে নিয়েছি। এটাই এখন পর্যন্ত আমাদের সফলতার গল্প। যদি বোলার-ব্যাটাররা মানিয়ে নিতে পারে, সবকিছু ভালো হয়।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
১০ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে