
অ্যাশেজে উত্তাপ ছড়াবে সেটিই স্বাভাবিক। লর্ডস টেস্টেও হলোও তাই। তবে বিতর্কিত হয়েই রইল এই টেস্ট। বেন ডাকেটের ক্যাচ নিয়ে বিতর্কের রেশ না কাটতেই লর্ডসে আজ পঞ্চম দিনে ঘটল আরও এক বিতর্কিত ঘটনা। জনি বেয়ারস্টোর আউটে উত্তপ্ত হয়ে ওঠে লর্ডস।
ইংল্যান্ডের ইনিংসের ৫২ তম ওভারের ঘটনা। ওভারের শেষ বলে ক্যামেরুন গ্রিনের বাউন্সার সামাল দিতে নিচু হয়ে বসে পড়েন বেয়ারস্টো। এরপর স্বাভাবিকভাবে ক্রিজ থেকে বেরিয়ে আসেন নন-স্ট্রাইকে থাকা বেন স্টোকসের সঙ্গে কথা বলতে। কিন্তু মুহূর্তে বল ছুড়ে স্টাম্প ভাঙেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। বেয়ারস্টো ভেবেছিলেন বলটি ডেড হয়ে গেছে। তবে আম্পায়ার মারাইস ইরাসমাস রিভিউ দেখে স্টাম্পিং আউট দেন।
বেয়ারস্টোর আউটের পরই লর্ডসের গ্যালারি থেকে আসতে থাকে দুয়োধ্বনি। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদ্দেশ্যে দর্শকেরা বলতে থাকেন, ‘সেই পুরোনো অস্ট্রেলিয়া। যারা সব সময়ই প্রতারণা করে।’
ইংলিশ এই ব্যাটারের বিদায়ের পর উইকেটে আসেন স্টুয়ার্ট ব্রড। অজি ফিল্ডারদের সঙ্গে তপ্ত বাক্য বিনিময় হয় ব্রডের। স্কাই স্পোর্টসে মার্ক টেলর বলেন, ‘এটা অবশ্যই ভালো দেখায় না। অনেকে খুশি হবে না। তবে এটা সঠিক সিদ্ধান্ত।’
ব্রডও অবশ্য কম যান না। প্রতি ওভার শেষের পর ক্রিজ থেকে বের হওয়ার সময় বারবার আম্পায়ারদের দিকে তাকিয়ে ছিলেন তিনি। বেয়ারস্টোর এই বিতর্কিত আউটই পরে তাতিয়ে দিয়েছিল স্টোকসকে। অস্ট্রেলিয়ার বোলারদের ওপর ঝড় তুলতে থাকেন স্টোকস। ২১০ বলে ৯টি করে চার ও ছক্কায় করেন ১৫৫ রান। শেষ পর্যন্ত বৃথা গেছে ইংলিশ অধিনায়কের সেঞ্চুরি। ৪৩ রানে জিতে অ্যাশেজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

অ্যাশেজে উত্তাপ ছড়াবে সেটিই স্বাভাবিক। লর্ডস টেস্টেও হলোও তাই। তবে বিতর্কিত হয়েই রইল এই টেস্ট। বেন ডাকেটের ক্যাচ নিয়ে বিতর্কের রেশ না কাটতেই লর্ডসে আজ পঞ্চম দিনে ঘটল আরও এক বিতর্কিত ঘটনা। জনি বেয়ারস্টোর আউটে উত্তপ্ত হয়ে ওঠে লর্ডস।
ইংল্যান্ডের ইনিংসের ৫২ তম ওভারের ঘটনা। ওভারের শেষ বলে ক্যামেরুন গ্রিনের বাউন্সার সামাল দিতে নিচু হয়ে বসে পড়েন বেয়ারস্টো। এরপর স্বাভাবিকভাবে ক্রিজ থেকে বেরিয়ে আসেন নন-স্ট্রাইকে থাকা বেন স্টোকসের সঙ্গে কথা বলতে। কিন্তু মুহূর্তে বল ছুড়ে স্টাম্প ভাঙেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। বেয়ারস্টো ভেবেছিলেন বলটি ডেড হয়ে গেছে। তবে আম্পায়ার মারাইস ইরাসমাস রিভিউ দেখে স্টাম্পিং আউট দেন।
বেয়ারস্টোর আউটের পরই লর্ডসের গ্যালারি থেকে আসতে থাকে দুয়োধ্বনি। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদ্দেশ্যে দর্শকেরা বলতে থাকেন, ‘সেই পুরোনো অস্ট্রেলিয়া। যারা সব সময়ই প্রতারণা করে।’
ইংলিশ এই ব্যাটারের বিদায়ের পর উইকেটে আসেন স্টুয়ার্ট ব্রড। অজি ফিল্ডারদের সঙ্গে তপ্ত বাক্য বিনিময় হয় ব্রডের। স্কাই স্পোর্টসে মার্ক টেলর বলেন, ‘এটা অবশ্যই ভালো দেখায় না। অনেকে খুশি হবে না। তবে এটা সঠিক সিদ্ধান্ত।’
ব্রডও অবশ্য কম যান না। প্রতি ওভার শেষের পর ক্রিজ থেকে বের হওয়ার সময় বারবার আম্পায়ারদের দিকে তাকিয়ে ছিলেন তিনি। বেয়ারস্টোর এই বিতর্কিত আউটই পরে তাতিয়ে দিয়েছিল স্টোকসকে। অস্ট্রেলিয়ার বোলারদের ওপর ঝড় তুলতে থাকেন স্টোকস। ২১০ বলে ৯টি করে চার ও ছক্কায় করেন ১৫৫ রান। শেষ পর্যন্ত বৃথা গেছে ইংলিশ অধিনায়কের সেঞ্চুরি। ৪৩ রানে জিতে অ্যাশেজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
৩ মিনিট আগে
নতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে। তবে এই বৈশ্বিক ফুটবলযজ্ঞের বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ । ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপও । ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
বিদায় নিল ২০২৫। এল ২০২৬। বিদায়ী বছরের শেষ দিনে আফ্রিকা কাপ অব নেশনসের গ্রুপ পর্ব শেষ হয়েছে। তাতে নির্ধারিত হয়েছে ২০২৫-২৬ আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) শেষ ষোলোর লাইনআপ।
১ ঘণ্টা আগে
নতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে । তবে এই বৈশ্বিক ফুটবলযজ্ঞের বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ । ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপও । ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ ।
১ ঘণ্টা আগে