নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্লাব থেকে নিষেধাজ্ঞা উঠে গেলেও বিশ্বকাপের প্রাক বাছাইয়ের দলে রাখা হয়নি শেখ মোরসালিনকে। বিশ্বকাপ প্রাক বাছাইয়ে রাখা না হলেও বাছাইপর্বের দলে জায়গা পেয়েছেন সাত ম্যাচে ৩ গোল করা অ্যাটাকিং মিডফিল্ডার।
গত ২০ সেপ্টেম্বর এএফসি কাপে মাজিয়ার বিপক্ষে ম্যাচ খেলে ফেরার পথে বিমানবন্দরে ৬৪ বোতলসহ কাস্টমস কর্মকর্তাদের হাতে আটক হন বসুন্ধরা কিংসের পাঁচ ফুটবলার—তপু বর্মণ, আনিসুর রহমান, শেখ মোরসালিন, রিমন হোসেন ও তৌহিদুল আলম সবুজ। ক্লাব থেকে সাময়িক নিষিদ্ধ হওয়ায় জাতীয় দলের দুয়ারও বন্ধ হয়ে যায় মোরসালিনের।
তবে অল্পেই রক্ষা পেয়েছেন মোরসালিন। বয়স বিবেচনায় মদ-কাণ্ডে বসুন্ধরা কিংস থেকে ১ লাখ জরিমানা পার পান ১৭ বছর বয়সী মিডফিল্ডার। আগামী পরশু এএফসি কাপে মোহনবাগানের বিপক্ষে দলে রাখা হয়েছে তাঁকে।
ক্লাব থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জাতীয় দলের হয়ে খেলতেও কোনো বাধা ছিল না মোরসালিনের। তাই ৩০ সদস্যের প্রাথমিক দলে রাখা হয়েছে তাঁকে।
মোরসালিন ছাড়াও প্রায় এক বছর পর দলে ফিরেছেন ২৩ বছর বয়সী সেন্টার ব্যাক রিয়াদুল হাসান রাফি। চোট আর ফর্মহীনতায় ক্লাব ও জাতীয় দলের বাইরে ছিলেন রাফি। ৩০ সদস্যের দলে নতুন মুখ বাফুফে এলিট একাডেমি থেকে উঠে আসা শেখ রাসেলের ১৭ বছর বয়সী মিডফিল্ডার চন্দন রায়।
বিশ্বকাপ বাছাইয়ে ১৬ নভেম্বরে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ২১ নভেম্বর কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে খেলবেন জামালরা। দুই ম্যাচের জন্য আগামীকাল থেকে আমারী হোটেলে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে বাংলাদেশ দলের। ৭ নভেম্বর মোহনবাগানের বিপক্ষে ম্যাচ খেলে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ১০ নভেম্বর অস্ট্রেলিয়া যাবেন ফুটবলাররা। সেখানেই হবে মূল অনুশীলন।
বিশ্বকাপ বাছাইয়ে ৩০ সদস্যের বাংলাদেশের প্রাথমিক দল
গোলরক্ষক: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, পাপ্পু হোসেন, মাহফুজ হাসান প্রীতম
ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, হাসান মুরাদ, তারিক রায়হান কাজী, রহমত মিয়া, আলগীর মোল্লা, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, রিয়াদুল হাসান রাফি
মিডফিল্ডার: সোহেল রানা, শেখ মোরসালিন, মো. হৃদয়, মো. সোহেল রানা, মজিবর রহমান জনি, রবিউল হাসান, চন্দন রায়, জামাল ভূঁইয়া, জায়েদ আহমেদ
ফরোয়ার্ড: রাকিব হোসেন, সুমন রেজা, রহিম উদ্দিন, ফয়সাল আহমেদ ফাহিম, দীপক রায়, আরমান ফয়সাল, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম

ক্লাব থেকে নিষেধাজ্ঞা উঠে গেলেও বিশ্বকাপের প্রাক বাছাইয়ের দলে রাখা হয়নি শেখ মোরসালিনকে। বিশ্বকাপ প্রাক বাছাইয়ে রাখা না হলেও বাছাইপর্বের দলে জায়গা পেয়েছেন সাত ম্যাচে ৩ গোল করা অ্যাটাকিং মিডফিল্ডার।
গত ২০ সেপ্টেম্বর এএফসি কাপে মাজিয়ার বিপক্ষে ম্যাচ খেলে ফেরার পথে বিমানবন্দরে ৬৪ বোতলসহ কাস্টমস কর্মকর্তাদের হাতে আটক হন বসুন্ধরা কিংসের পাঁচ ফুটবলার—তপু বর্মণ, আনিসুর রহমান, শেখ মোরসালিন, রিমন হোসেন ও তৌহিদুল আলম সবুজ। ক্লাব থেকে সাময়িক নিষিদ্ধ হওয়ায় জাতীয় দলের দুয়ারও বন্ধ হয়ে যায় মোরসালিনের।
তবে অল্পেই রক্ষা পেয়েছেন মোরসালিন। বয়স বিবেচনায় মদ-কাণ্ডে বসুন্ধরা কিংস থেকে ১ লাখ জরিমানা পার পান ১৭ বছর বয়সী মিডফিল্ডার। আগামী পরশু এএফসি কাপে মোহনবাগানের বিপক্ষে দলে রাখা হয়েছে তাঁকে।
ক্লাব থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জাতীয় দলের হয়ে খেলতেও কোনো বাধা ছিল না মোরসালিনের। তাই ৩০ সদস্যের প্রাথমিক দলে রাখা হয়েছে তাঁকে।
মোরসালিন ছাড়াও প্রায় এক বছর পর দলে ফিরেছেন ২৩ বছর বয়সী সেন্টার ব্যাক রিয়াদুল হাসান রাফি। চোট আর ফর্মহীনতায় ক্লাব ও জাতীয় দলের বাইরে ছিলেন রাফি। ৩০ সদস্যের দলে নতুন মুখ বাফুফে এলিট একাডেমি থেকে উঠে আসা শেখ রাসেলের ১৭ বছর বয়সী মিডফিল্ডার চন্দন রায়।
বিশ্বকাপ বাছাইয়ে ১৬ নভেম্বরে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ২১ নভেম্বর কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে খেলবেন জামালরা। দুই ম্যাচের জন্য আগামীকাল থেকে আমারী হোটেলে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে বাংলাদেশ দলের। ৭ নভেম্বর মোহনবাগানের বিপক্ষে ম্যাচ খেলে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ১০ নভেম্বর অস্ট্রেলিয়া যাবেন ফুটবলাররা। সেখানেই হবে মূল অনুশীলন।
বিশ্বকাপ বাছাইয়ে ৩০ সদস্যের বাংলাদেশের প্রাথমিক দল
গোলরক্ষক: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, পাপ্পু হোসেন, মাহফুজ হাসান প্রীতম
ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, হাসান মুরাদ, তারিক রায়হান কাজী, রহমত মিয়া, আলগীর মোল্লা, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, রিয়াদুল হাসান রাফি
মিডফিল্ডার: সোহেল রানা, শেখ মোরসালিন, মো. হৃদয়, মো. সোহেল রানা, মজিবর রহমান জনি, রবিউল হাসান, চন্দন রায়, জামাল ভূঁইয়া, জায়েদ আহমেদ
ফরোয়ার্ড: রাকিব হোসেন, সুমন রেজা, রহিম উদ্দিন, ফয়সাল আহমেদ ফাহিম, দীপক রায়, আরমান ফয়সাল, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম

২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
২৭ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
১ ঘণ্টা আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
২ ঘণ্টা আগে