ক্লাব থেকে নিষেধাজ্ঞা উঠে গেলেও বিশ্বকাপের প্রাক বাছাইয়ের দলে রাখা হয়নি শেখ মোরসালিনকে। বিশ্বকাপ প্রাক বাছাইয়ে রাখা না হলেও বাছাইপর্বের দলে জায়গা পেয়েছেন সাত ম্যাচে ৩ গোল করা অ্যাটাকিং মিডফিল্ডার।
গত ২০ সেপ্টেম্বর এএফসি কাপে মাজিয়ার বিপক্ষে ম্যাচ খেলে ফেরার পথে বিমানবন্দরে ৬৪ বোতলসহ কাস্টমস কর্মকর্তাদের হাতে আটক হন বসুন্ধরা কিংসের পাঁচ ফুটবলার—তপু বর্মণ, আনিসুর রহমান, শেখ মোরসালিন, রিমন হোসেন ও তৌহিদুল আলম সবুজ। ক্লাব থেকে সাময়িক নিষিদ্ধ হওয়ায় জাতীয় দলের দুয়ারও বন্ধ হয়ে যায় মোরসালিনের।
তবে অল্পেই রক্ষা পেয়েছেন মোরসালিন। বয়স বিবেচনায় মদ-কাণ্ডে বসুন্ধরা কিংস থেকে ১ লাখ জরিমানা পার পান ১৭ বছর বয়সী মিডফিল্ডার। আগামী পরশু এএফসি কাপে মোহনবাগানের বিপক্ষে দলে রাখা হয়েছে তাঁকে।
ক্লাব থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জাতীয় দলের হয়ে খেলতেও কোনো বাধা ছিল না মোরসালিনের। তাই ৩০ সদস্যের প্রাথমিক দলে রাখা হয়েছে তাঁকে।
মোরসালিন ছাড়াও প্রায় এক বছর পর দলে ফিরেছেন ২৩ বছর বয়সী সেন্টার ব্যাক রিয়াদুল হাসান রাফি। চোট আর ফর্মহীনতায় ক্লাব ও জাতীয় দলের বাইরে ছিলেন রাফি। ৩০ সদস্যের দলে নতুন মুখ বাফুফে এলিট একাডেমি থেকে উঠে আসা শেখ রাসেলের ১৭ বছর বয়সী মিডফিল্ডার চন্দন রায়।
বিশ্বকাপ বাছাইয়ে ১৬ নভেম্বরে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ২১ নভেম্বর কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে খেলবেন জামালরা। দুই ম্যাচের জন্য আগামীকাল থেকে আমারী হোটেলে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে বাংলাদেশ দলের। ৭ নভেম্বর মোহনবাগানের বিপক্ষে ম্যাচ খেলে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ১০ নভেম্বর অস্ট্রেলিয়া যাবেন ফুটবলাররা। সেখানেই হবে মূল অনুশীলন।
বিশ্বকাপ বাছাইয়ে ৩০ সদস্যের বাংলাদেশের প্রাথমিক দল
গোলরক্ষক: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, পাপ্পু হোসেন, মাহফুজ হাসান প্রীতম
ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, হাসান মুরাদ, তারিক রায়হান কাজী, রহমত মিয়া, আলগীর মোল্লা, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, রিয়াদুল হাসান রাফি
মিডফিল্ডার: সোহেল রানা, শেখ মোরসালিন, মো. হৃদয়, মো. সোহেল রানা, মজিবর রহমান জনি, রবিউল হাসান, চন্দন রায়, জামাল ভূঁইয়া, জায়েদ আহমেদ
ফরোয়ার্ড: রাকিব হোসেন, সুমন রেজা, রহিম উদ্দিন, ফয়সাল আহমেদ ফাহিম, দীপক রায়, আরমান ফয়সাল, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২৫ মিনিট আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে