নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্লাব থেকে নিষেধাজ্ঞা উঠে গেলেও বিশ্বকাপের প্রাক বাছাইয়ের দলে রাখা হয়নি শেখ মোরসালিনকে। বিশ্বকাপ প্রাক বাছাইয়ে রাখা না হলেও বাছাইপর্বের দলে জায়গা পেয়েছেন সাত ম্যাচে ৩ গোল করা অ্যাটাকিং মিডফিল্ডার।
গত ২০ সেপ্টেম্বর এএফসি কাপে মাজিয়ার বিপক্ষে ম্যাচ খেলে ফেরার পথে বিমানবন্দরে ৬৪ বোতলসহ কাস্টমস কর্মকর্তাদের হাতে আটক হন বসুন্ধরা কিংসের পাঁচ ফুটবলার—তপু বর্মণ, আনিসুর রহমান, শেখ মোরসালিন, রিমন হোসেন ও তৌহিদুল আলম সবুজ। ক্লাব থেকে সাময়িক নিষিদ্ধ হওয়ায় জাতীয় দলের দুয়ারও বন্ধ হয়ে যায় মোরসালিনের।
তবে অল্পেই রক্ষা পেয়েছেন মোরসালিন। বয়স বিবেচনায় মদ-কাণ্ডে বসুন্ধরা কিংস থেকে ১ লাখ জরিমানা পার পান ১৭ বছর বয়সী মিডফিল্ডার। আগামী পরশু এএফসি কাপে মোহনবাগানের বিপক্ষে দলে রাখা হয়েছে তাঁকে।
ক্লাব থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জাতীয় দলের হয়ে খেলতেও কোনো বাধা ছিল না মোরসালিনের। তাই ৩০ সদস্যের প্রাথমিক দলে রাখা হয়েছে তাঁকে।
মোরসালিন ছাড়াও প্রায় এক বছর পর দলে ফিরেছেন ২৩ বছর বয়সী সেন্টার ব্যাক রিয়াদুল হাসান রাফি। চোট আর ফর্মহীনতায় ক্লাব ও জাতীয় দলের বাইরে ছিলেন রাফি। ৩০ সদস্যের দলে নতুন মুখ বাফুফে এলিট একাডেমি থেকে উঠে আসা শেখ রাসেলের ১৭ বছর বয়সী মিডফিল্ডার চন্দন রায়।
বিশ্বকাপ বাছাইয়ে ১৬ নভেম্বরে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ২১ নভেম্বর কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে খেলবেন জামালরা। দুই ম্যাচের জন্য আগামীকাল থেকে আমারী হোটেলে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে বাংলাদেশ দলের। ৭ নভেম্বর মোহনবাগানের বিপক্ষে ম্যাচ খেলে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ১০ নভেম্বর অস্ট্রেলিয়া যাবেন ফুটবলাররা। সেখানেই হবে মূল অনুশীলন।
বিশ্বকাপ বাছাইয়ে ৩০ সদস্যের বাংলাদেশের প্রাথমিক দল
গোলরক্ষক: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, পাপ্পু হোসেন, মাহফুজ হাসান প্রীতম
ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, হাসান মুরাদ, তারিক রায়হান কাজী, রহমত মিয়া, আলগীর মোল্লা, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, রিয়াদুল হাসান রাফি
মিডফিল্ডার: সোহেল রানা, শেখ মোরসালিন, মো. হৃদয়, মো. সোহেল রানা, মজিবর রহমান জনি, রবিউল হাসান, চন্দন রায়, জামাল ভূঁইয়া, জায়েদ আহমেদ
ফরোয়ার্ড: রাকিব হোসেন, সুমন রেজা, রহিম উদ্দিন, ফয়সাল আহমেদ ফাহিম, দীপক রায়, আরমান ফয়সাল, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম

ক্লাব থেকে নিষেধাজ্ঞা উঠে গেলেও বিশ্বকাপের প্রাক বাছাইয়ের দলে রাখা হয়নি শেখ মোরসালিনকে। বিশ্বকাপ প্রাক বাছাইয়ে রাখা না হলেও বাছাইপর্বের দলে জায়গা পেয়েছেন সাত ম্যাচে ৩ গোল করা অ্যাটাকিং মিডফিল্ডার।
গত ২০ সেপ্টেম্বর এএফসি কাপে মাজিয়ার বিপক্ষে ম্যাচ খেলে ফেরার পথে বিমানবন্দরে ৬৪ বোতলসহ কাস্টমস কর্মকর্তাদের হাতে আটক হন বসুন্ধরা কিংসের পাঁচ ফুটবলার—তপু বর্মণ, আনিসুর রহমান, শেখ মোরসালিন, রিমন হোসেন ও তৌহিদুল আলম সবুজ। ক্লাব থেকে সাময়িক নিষিদ্ধ হওয়ায় জাতীয় দলের দুয়ারও বন্ধ হয়ে যায় মোরসালিনের।
তবে অল্পেই রক্ষা পেয়েছেন মোরসালিন। বয়স বিবেচনায় মদ-কাণ্ডে বসুন্ধরা কিংস থেকে ১ লাখ জরিমানা পার পান ১৭ বছর বয়সী মিডফিল্ডার। আগামী পরশু এএফসি কাপে মোহনবাগানের বিপক্ষে দলে রাখা হয়েছে তাঁকে।
ক্লাব থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জাতীয় দলের হয়ে খেলতেও কোনো বাধা ছিল না মোরসালিনের। তাই ৩০ সদস্যের প্রাথমিক দলে রাখা হয়েছে তাঁকে।
মোরসালিন ছাড়াও প্রায় এক বছর পর দলে ফিরেছেন ২৩ বছর বয়সী সেন্টার ব্যাক রিয়াদুল হাসান রাফি। চোট আর ফর্মহীনতায় ক্লাব ও জাতীয় দলের বাইরে ছিলেন রাফি। ৩০ সদস্যের দলে নতুন মুখ বাফুফে এলিট একাডেমি থেকে উঠে আসা শেখ রাসেলের ১৭ বছর বয়সী মিডফিল্ডার চন্দন রায়।
বিশ্বকাপ বাছাইয়ে ১৬ নভেম্বরে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ২১ নভেম্বর কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে খেলবেন জামালরা। দুই ম্যাচের জন্য আগামীকাল থেকে আমারী হোটেলে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে বাংলাদেশ দলের। ৭ নভেম্বর মোহনবাগানের বিপক্ষে ম্যাচ খেলে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ১০ নভেম্বর অস্ট্রেলিয়া যাবেন ফুটবলাররা। সেখানেই হবে মূল অনুশীলন।
বিশ্বকাপ বাছাইয়ে ৩০ সদস্যের বাংলাদেশের প্রাথমিক দল
গোলরক্ষক: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, পাপ্পু হোসেন, মাহফুজ হাসান প্রীতম
ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, হাসান মুরাদ, তারিক রায়হান কাজী, রহমত মিয়া, আলগীর মোল্লা, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, রিয়াদুল হাসান রাফি
মিডফিল্ডার: সোহেল রানা, শেখ মোরসালিন, মো. হৃদয়, মো. সোহেল রানা, মজিবর রহমান জনি, রবিউল হাসান, চন্দন রায়, জামাল ভূঁইয়া, জায়েদ আহমেদ
ফরোয়ার্ড: রাকিব হোসেন, সুমন রেজা, রহিম উদ্দিন, ফয়সাল আহমেদ ফাহিম, দীপক রায়, আরমান ফয়সাল, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
২ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৫ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৬ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
৭ ঘণ্টা আগে