ক্রীড়া ডেস্ক

ভারতের ক্রিকেট নিয়ে উন্মাদনার কথা সবারই জানা। আইসিসি ইভেন্ট হলে সেটা বেড়ে যায় বহুগুণে। তার ওপর যদি দলটি ওঠে ফাইনালে, তাহলে তো কথাই নেই। সেকারণে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে প্রতিপক্ষ ঠিক হওয়ার আগেই শেষ সব টিকিট।
দুবাইয়ে গত রাতে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। লাহোরের পরিবর্তে তাই শিরোপা নির্ধারণী ম্যাচ ৯ মার্চ হবে দুবাইয়ে। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত ফাইনাল নিশ্চিতের পরই রাতে টিকিট বিক্রি শুরু হয়ে যায়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা গেছে, অনলাইনে টিকিট বিক্রি শুরু হলে ১ লাখেরও বেশি দর্শক আবেদন করেন। মাত্র ২ ঘণ্টায় অনলাইনের সব টিকিট বিক্রি হয়ে গেছে তারা জানিয়েছে। অথচ দুবাই স্টেডিয়ামের ধারণক্ষমতা ২৫ হাজার। বোঝাই যাচ্ছে ভারত ম্যাচের টিকিটের কী পরিমাণ চাহিদা।
ভক্ত-সমর্থকেরা এখন ফাইনাল দেখতে সশরীরে টিকিট কাটার একটা চেষ্টা করতে পারেন। সাধারণ গ্যালারিতে টিকিটের সর্বনিম্ন দাম ২৫০ দিরহাম। বাংলাদেশি হিসেবে সেটা ৮২৫৭ টাকা। সর্বোচ্চ সেটা ১৬৫১৪ টাকা। এই সেকশনে আসন ১৫ হাজার। প্রিমিয়াম এন্ড প্যাভিলিয়ন সেকশনে আসন ৫ হাজার। এই গ্যালারির টিকিটের দাম ৫০০ থেকে ১২০০ দিরহাম। বাংলাদেশি ১৬৫১৪ টাকা থেকে ৩৯৬৩৪ টাকা। দুবাই স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের টিকিটের দাম সবচেয়ে বেশি। এই অংশের টিকিটের সর্বনিম্ন দামই ২০০০ দিরহাম (৬৬ হাজার টাকা)। সর্বোচ্চ সেটা প্রায় ৪ লাখ টাকার কাছাকাছি।
রোববার বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ফাইনাল। সেটা দুবাইয়ের স্থানীয় সময় বেলা ১টা। আর স্টেডিয়ামের গেট খোলা হবে সেদিন স্থানীয় সময় সকাল ১০টায়। বাংলাদেশ সময় তখন বেলা ১২টা। আর নিউজিল্যান্ডের ফাইনালে ওঠা এক রকম নিশ্চিত হয়ে গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩৬৩ রানের লক্ষ্যে নেমে ৩৮.২ ওভারে ৭ উইকেটে ২১৪ রান করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপে ডেভিড মিলারই একমাত্র স্বীকৃত ব্যাটার হিসেবে লড়ছেন।

ভারতের ক্রিকেট নিয়ে উন্মাদনার কথা সবারই জানা। আইসিসি ইভেন্ট হলে সেটা বেড়ে যায় বহুগুণে। তার ওপর যদি দলটি ওঠে ফাইনালে, তাহলে তো কথাই নেই। সেকারণে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে প্রতিপক্ষ ঠিক হওয়ার আগেই শেষ সব টিকিট।
দুবাইয়ে গত রাতে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। লাহোরের পরিবর্তে তাই শিরোপা নির্ধারণী ম্যাচ ৯ মার্চ হবে দুবাইয়ে। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত ফাইনাল নিশ্চিতের পরই রাতে টিকিট বিক্রি শুরু হয়ে যায়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা গেছে, অনলাইনে টিকিট বিক্রি শুরু হলে ১ লাখেরও বেশি দর্শক আবেদন করেন। মাত্র ২ ঘণ্টায় অনলাইনের সব টিকিট বিক্রি হয়ে গেছে তারা জানিয়েছে। অথচ দুবাই স্টেডিয়ামের ধারণক্ষমতা ২৫ হাজার। বোঝাই যাচ্ছে ভারত ম্যাচের টিকিটের কী পরিমাণ চাহিদা।
ভক্ত-সমর্থকেরা এখন ফাইনাল দেখতে সশরীরে টিকিট কাটার একটা চেষ্টা করতে পারেন। সাধারণ গ্যালারিতে টিকিটের সর্বনিম্ন দাম ২৫০ দিরহাম। বাংলাদেশি হিসেবে সেটা ৮২৫৭ টাকা। সর্বোচ্চ সেটা ১৬৫১৪ টাকা। এই সেকশনে আসন ১৫ হাজার। প্রিমিয়াম এন্ড প্যাভিলিয়ন সেকশনে আসন ৫ হাজার। এই গ্যালারির টিকিটের দাম ৫০০ থেকে ১২০০ দিরহাম। বাংলাদেশি ১৬৫১৪ টাকা থেকে ৩৯৬৩৪ টাকা। দুবাই স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের টিকিটের দাম সবচেয়ে বেশি। এই অংশের টিকিটের সর্বনিম্ন দামই ২০০০ দিরহাম (৬৬ হাজার টাকা)। সর্বোচ্চ সেটা প্রায় ৪ লাখ টাকার কাছাকাছি।
রোববার বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ফাইনাল। সেটা দুবাইয়ের স্থানীয় সময় বেলা ১টা। আর স্টেডিয়ামের গেট খোলা হবে সেদিন স্থানীয় সময় সকাল ১০টায়। বাংলাদেশ সময় তখন বেলা ১২টা। আর নিউজিল্যান্ডের ফাইনালে ওঠা এক রকম নিশ্চিত হয়ে গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩৬৩ রানের লক্ষ্যে নেমে ৩৮.২ ওভারে ৭ উইকেটে ২১৪ রান করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপে ডেভিড মিলারই একমাত্র স্বীকৃত ব্যাটার হিসেবে লড়ছেন।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১২ ঘণ্টা আগে