ক্রীড়া ডেস্ক

দাসুন শানাকাকে এক অর্থে সুযোগ করে দিয়েছেন গ্লেন ফিলিপস। কুঁচকির চোটে ২০২৫ আইপিএলই শেষ হয়ে যায় ফিলিপসের। নিউজিল্যান্ডের এই তারকা ক্রিকেটারের পরিবর্তে আইপিএলের মাঝপথে শানাকাকে নিয়েছে গুজরাট টাইটান্স।
শানাকাকে নেওয়ার কথা গত রাতে নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স। লঙ্কান তারকা অলরাউন্ডারকে ৭৫ লাখ রুপিতে নিয়েছে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশি মুদ্রায় সেটা ১ কোটি ৭ লাখ টাকা। আইপিএলে সর্বসাকল্যে তিন ম্যাচ খেলেছেন শানাকা। ২০২৩ সালে গুজরাটেই এই তিন ম্যাচ খেলেছিলেন তিনি। ৩ ম্যাচে করেছিলেন ২৬ রান। বোলিংয়ের সুযোগ অবশ্য তখন পাননি তিনি।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাজপাখির মতো তিনটি ক্যাচ ধরে ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছিলেন ফিলিপস। কিউই এই ক্রিকেটার ব্যাটিং, বোলিংয়েও যথেষ্ট কার্যকরী। তবে এবারের আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলার সুযোগ মেলেনি তাঁর। ৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন ফিলিপস। তখনই কুঁচকির চোটে পড়েছিলেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার। পরবর্তীতে ১২ এপ্রিল জানা যায়, আইপিএলই শেষ হয়ে গেছে তাঁর।
গুজরাট টাইটান্স ফিলিপসের পাশাপাশি আরেক বিদেশি তারকা ক্রিকেটার কাগিসো রাবাদাকেও মিস করছে। ৩ এপ্রিল ব্যক্তিগত কাজে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দিয়েছিলেন রাবাদা। কিন্তু দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কবে আইপিএল খেলতে ভারতে ফিরবেন, সে ব্যাপারে পরে আর কিছু জানা যায়নি। গুজরাটও তাঁর কোনো বদলি ক্রিকেটার নেয়নি।
২০২১ থেকে ২০২৩ পর্যন্ত আইপিএলে সব মিলিয়ে ফিলিপস খেলেছেন ৮ ম্যাচ। ৯.২৮ গড়ে করেছেন ৬৫ রান। স্ট্রাইকরেট ১১৮.১৮। ২০২৩-এর ২১ মে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সবশেষ মাঠে নেমেছিলেন। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে করেছিলেন কেবল ১ রান। ২০২৪ আইপিএলে হায়দরাবাদে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁর। অন্যদিকে শানাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আইএল টি-টোয়েন্টি, আবুধাবি টি-টেন, লঙ্কা টি-টেন—বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন।

দাসুন শানাকাকে এক অর্থে সুযোগ করে দিয়েছেন গ্লেন ফিলিপস। কুঁচকির চোটে ২০২৫ আইপিএলই শেষ হয়ে যায় ফিলিপসের। নিউজিল্যান্ডের এই তারকা ক্রিকেটারের পরিবর্তে আইপিএলের মাঝপথে শানাকাকে নিয়েছে গুজরাট টাইটান্স।
শানাকাকে নেওয়ার কথা গত রাতে নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স। লঙ্কান তারকা অলরাউন্ডারকে ৭৫ লাখ রুপিতে নিয়েছে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশি মুদ্রায় সেটা ১ কোটি ৭ লাখ টাকা। আইপিএলে সর্বসাকল্যে তিন ম্যাচ খেলেছেন শানাকা। ২০২৩ সালে গুজরাটেই এই তিন ম্যাচ খেলেছিলেন তিনি। ৩ ম্যাচে করেছিলেন ২৬ রান। বোলিংয়ের সুযোগ অবশ্য তখন পাননি তিনি।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাজপাখির মতো তিনটি ক্যাচ ধরে ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছিলেন ফিলিপস। কিউই এই ক্রিকেটার ব্যাটিং, বোলিংয়েও যথেষ্ট কার্যকরী। তবে এবারের আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলার সুযোগ মেলেনি তাঁর। ৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন ফিলিপস। তখনই কুঁচকির চোটে পড়েছিলেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার। পরবর্তীতে ১২ এপ্রিল জানা যায়, আইপিএলই শেষ হয়ে গেছে তাঁর।
গুজরাট টাইটান্স ফিলিপসের পাশাপাশি আরেক বিদেশি তারকা ক্রিকেটার কাগিসো রাবাদাকেও মিস করছে। ৩ এপ্রিল ব্যক্তিগত কাজে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দিয়েছিলেন রাবাদা। কিন্তু দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কবে আইপিএল খেলতে ভারতে ফিরবেন, সে ব্যাপারে পরে আর কিছু জানা যায়নি। গুজরাটও তাঁর কোনো বদলি ক্রিকেটার নেয়নি।
২০২১ থেকে ২০২৩ পর্যন্ত আইপিএলে সব মিলিয়ে ফিলিপস খেলেছেন ৮ ম্যাচ। ৯.২৮ গড়ে করেছেন ৬৫ রান। স্ট্রাইকরেট ১১৮.১৮। ২০২৩-এর ২১ মে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সবশেষ মাঠে নেমেছিলেন। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে করেছিলেন কেবল ১ রান। ২০২৪ আইপিএলে হায়দরাবাদে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁর। অন্যদিকে শানাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আইএল টি-টোয়েন্টি, আবুধাবি টি-টেন, লঙ্কা টি-টেন—বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন।

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
৬ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
৭ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
৭ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
৭ ঘণ্টা আগে