২০২৩ বিশ্বকাপে বেশিরভাগ ম্যাচ একপেশে হয়েছে ঠিকই। তবে রেকর্ডের বন্যা বয়ে গেছে। ব্যক্তিগত রেকর্ড, দলীয় রেকর্ডে সয়লাব হয়ে গেছে ভারতে আয়োজিত এবারের বিশ্বকাপ। রেকর্ডের পাশাপাশি অনেক আলোচিত ঘটনাও ঘটেছে ১৩ তম ওয়ানডে বিশ্বকাপে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত ৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয়েছিল ২০২৩ বিশ্বকাপ। একই মাঠে গত পরশু শেষ হয়েছে ৪৫ দিন ব্যাপী টুর্নামেন্ট। সব মিলিয়ে ম্যাচ হয়েছে ৪৮ টি। যার মধ্যে রাউন্ড রবিন পদ্ধতিতে চলা ১০ দলের প্রথম পর্বে হয়েছে ৪৫ ম্যাচ। দেড় মাসের এই টুর্নামেন্টে মাঠে বসে খেলা দেখেছেন ১২ লাখ ৫০ হাজার ৩০৭ দর্শক। যা কোনো নির্দিষ্ট বিশ্বকাপে সর্বোচ্চ। যেখানে এবারের বিশ্বকাপে শুরুতে গ্যালারিতে দর্শক কম কেন, তা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। তাতে পেছনে পড়ে গেছে ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হওয়া বিশ্বকাপও। ৮ বছর আগে সেই বিশ্বকাপে গ্যালারিতে বসে খেলা দেখেছেন ১০ লাখ ১৬ হাজার ৪২০ দর্শক। সেবার ম্যাচ হয়েছিল ৪৯ টি।
শুধু বিশ্বকাপ ইতিহাসেই নয়, মাঠে বসে খেলা দেখা দর্শকদের সংখ্যায় যেকোনো আইসিসি ইভেন্টেই সর্বোচ্চ দর্শক এসেছেন ২০২৩ বিশ্বকাপে। গত পরশু ভারত-অষ্ট্রেলিয়া ফাইনালে ৯০ হাজারেরও বেশি দর্শক মাঠে বসে খেলা দেখেছেন। গ্যালারিতে বসে খেলা উপভোগ করা দর্শকদের সংখ্যায় ২০২৩,২০১৫ এর পর তিন নম্বরে রয়েছে ২০১৯ বিশ্বকাপ। ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ বিশ্বকাপে গ্যালারিতে বসে খেলা উপভোগ করেছেন ৭ লাখ ৫২ হাজার দর্শক। গত বিশ্বকাপও হয়েছে ২০২৩ বিশ্বকাপের আদলে।
বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রানরেট উঠেছে ২০২৩ বিশ্বকাপেই। ভারতে আয়োজিত এবার রানবন্যার বিশ্বকাপে রানরেট ৫.৮৩। ২০২৩ বিশ্বকাপের পরেই রয়েছে ২০১৫ বিশ্বকাপ। ৮ বছর আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হওয়া বিশ্বকাপে রান উঠেছে ওভারপ্রতি ৫.৬৫ গতিতে। তিন নম্বরে থাকা ২০১৯ বিশ্বকাপে রানরেট ছিল ৫.৫৯।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় ঘণ্টার সভা শেষে বিষণ্ন চেহারায় বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। পেছনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
২ ঘণ্টা আগে
বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
১০ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১১ ঘণ্টা আগে