
অবশেষে শঙ্কাটাই সত্যি হতে যাচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও চতুর্থ টেস্টেও বিরাট কোহলিকে পাচ্ছে না ভারত। এমন সংবাদই জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।
এমনিকে শেষ টেস্টেও কোহলি দেখা না যেতে পারে বলে জানিয়েছে ওয়েবসাইটটি। বিশাখাপত্তনম টেস্ট শেষ হওয়ার আগ থেকেই ‘রান মেশিন’ খ্যাত ব্যাটারকে নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিল ভারতীয় গণমাধ্যমগুলো। এক সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল, তাঁর খেলার বিষয় নিয়ে বিসিসিআই আলোচনায় বসবে। দুই পক্ষের আলোচনা হয়েছে কিনা এখনো তা জানা যায়নি।
কোহলি পরের দুই টেস্টে খেলবেন কিনা সেটাও অবশ্য এখনো নিশ্চিত করেনি বিসিসিআই। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ শুরুর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে শুরু দুই টেস্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন ওয়ানডেতে সেঞ্চুরির ফিফটি করা ব্যাটার। কিন্তু শেষ তিন টেস্টেও কেন থাকতে চাচ্ছেন না তিনি তা এখনো জানা যায়নি।
তবে দক্ষিণ আফ্রিকার ব্যাটার এবি ডি ভিলিয়ার্স অবশ্য একটা কারণ তুলে ধরেছেন নিজের ইউটিউব চ্যানেলে। কোহলির আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক সতীর্থ জানিয়েছেন, কোহলি-আনুশকা দম্পতির ঘর আলো করে দ্বিতীয় সন্তান আসছে। এ সময় তাই পাশে থাকতে চান কোহলি এমনি জানিয়েছেন প্রোটিয়া কিংবদন্তি।
রাজকোটে তৃতীয় টেস্ট শুরু হবে ১৫ ফেব্রুয়ারি। এই টেস্ট শুরুর আগে ১০ দিনের বিরতি পেয়েছে দুই দল। তাই কোহলিকে না পেলেও লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজাকে ভারত পাওয়ার আশায় রয়েছে বলে জানিয়েছে ক্রিকইনফো। চোটের কারণে দ্বিতীয় টেস্টে না খেলা দুই ব্যাটার বর্তমানে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমির পর্যবেক্ষণে আছে। ফিরতি টেস্টে তাঁদের পাওয়ার বিষয়ে নাকি ইতিবাচক সাড়াই দিয়েছে একাডেমি। তবে মোহাম্মদ সিরাজ যে ফিরছেন এটা নিশ্চিত। দ্বিতীয় টেস্টে বিশ্রামে ছিলেন ভারতীয় পেসার। বর্তমানে সিরিজে ১-১ সমতায় রয়েছে ভারত-ইংল্যান্ড।

অবশেষে শঙ্কাটাই সত্যি হতে যাচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও চতুর্থ টেস্টেও বিরাট কোহলিকে পাচ্ছে না ভারত। এমন সংবাদই জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।
এমনিকে শেষ টেস্টেও কোহলি দেখা না যেতে পারে বলে জানিয়েছে ওয়েবসাইটটি। বিশাখাপত্তনম টেস্ট শেষ হওয়ার আগ থেকেই ‘রান মেশিন’ খ্যাত ব্যাটারকে নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিল ভারতীয় গণমাধ্যমগুলো। এক সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল, তাঁর খেলার বিষয় নিয়ে বিসিসিআই আলোচনায় বসবে। দুই পক্ষের আলোচনা হয়েছে কিনা এখনো তা জানা যায়নি।
কোহলি পরের দুই টেস্টে খেলবেন কিনা সেটাও অবশ্য এখনো নিশ্চিত করেনি বিসিসিআই। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ শুরুর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে শুরু দুই টেস্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন ওয়ানডেতে সেঞ্চুরির ফিফটি করা ব্যাটার। কিন্তু শেষ তিন টেস্টেও কেন থাকতে চাচ্ছেন না তিনি তা এখনো জানা যায়নি।
তবে দক্ষিণ আফ্রিকার ব্যাটার এবি ডি ভিলিয়ার্স অবশ্য একটা কারণ তুলে ধরেছেন নিজের ইউটিউব চ্যানেলে। কোহলির আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক সতীর্থ জানিয়েছেন, কোহলি-আনুশকা দম্পতির ঘর আলো করে দ্বিতীয় সন্তান আসছে। এ সময় তাই পাশে থাকতে চান কোহলি এমনি জানিয়েছেন প্রোটিয়া কিংবদন্তি।
রাজকোটে তৃতীয় টেস্ট শুরু হবে ১৫ ফেব্রুয়ারি। এই টেস্ট শুরুর আগে ১০ দিনের বিরতি পেয়েছে দুই দল। তাই কোহলিকে না পেলেও লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজাকে ভারত পাওয়ার আশায় রয়েছে বলে জানিয়েছে ক্রিকইনফো। চোটের কারণে দ্বিতীয় টেস্টে না খেলা দুই ব্যাটার বর্তমানে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমির পর্যবেক্ষণে আছে। ফিরতি টেস্টে তাঁদের পাওয়ার বিষয়ে নাকি ইতিবাচক সাড়াই দিয়েছে একাডেমি। তবে মোহাম্মদ সিরাজ যে ফিরছেন এটা নিশ্চিত। দ্বিতীয় টেস্টে বিশ্রামে ছিলেন ভারতীয় পেসার। বর্তমানে সিরিজে ১-১ সমতায় রয়েছে ভারত-ইংল্যান্ড।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৭ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৭ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৮ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১০ ঘণ্টা আগে