ক্রীড়া ডেস্ক

একসময়ের ‘প্রিয়’ সংস্করণ ওয়ানডেতে বাংলাদেশ এখন রীতিমতো খাবি খাচ্ছে। সবশেষ ১১ ওয়ানডের মধ্যে মাত্র একটিতে জিতেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর পরিবর্তে মেহেদী হাসান মিরাজ অধিনায়ক হলেও এই সংস্করণে বাংলাদেশের ভাগ্য বদলাচ্ছে না। রিশাদ হোসেন এটা নিয়ে অবশ্য দুশ্চিন্তা করছেন না।
বোলিং, ফিল্ডিং যেমনই হোক, বাংলাদেশের সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ ব্যাটিং। এ বছর সাত ওয়ানডের মধ্যে কেবল একবারই ৫০ ওভার ব্যাটিং করতে পেরেছে। শুধু তাই নয়, নিশ্চিত শতভাগ জয়ের সম্ভাবনা থাকলেও ব্যাটারদের ব্যর্থতায় সেটুকু পারে না বাংলাদেশ। যার জলজ্যান্ত উদাহরণ আবুধাবিতে ১১ অক্টোবরের বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় ওয়ানডে। ১৯১ রানের লক্ষ্যে নেমে হাতে ৫ উইকেট নিয়ে শেষ ১৬৬ বলে ৯২ রান দরকার ছিল বাংলাদেশের। তবে ১০ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ১০৯ রানে গুটিয়ে যায় মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ।
দ্বিতীয় ওয়ানডেতে ৮১ রানে হেরে আগেভাগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। আজ আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ধবলধোলাই এড়ানোর মিশনে নামবেন মিরাজ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিকরা। তৃতীয় ওয়ানডের আগে গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসেন রিশাদ হোসেন। আবুধাবিতে বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার বলেন, ‘ব্যাটিং, বোলিং, ফিল্ডিং যেদিন একসঙ্গে জ্বলে উঠবে, ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়া কেউ আমাদের সামনে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। সবার পরিকল্পনা এখন শেষ ম্যাচ জিতে দেশে ফিরে পরবর্তী সিরিজ কীভাবে ভালো করা যায়।’
তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদ এ বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। মুশফিকুর রহিম শুধু টেস্ট খেলছেন। মাশরাফি বিন মর্তুজা ২০২০ সালের পর বাংলাদেশের জার্সিতে আর খেলেননি। সাকিব আল হাসান তো এক বছর ধরে খেলছেন না আন্তর্জাতিক ক্রিকেট। যে পঞ্চপাণ্ডবরা একের পর এক জয় এনে দিয়েছিলেন বাংলাদেশকে, এবার তাঁদের অভাব কি দল অনুভব করছে—আবুধাবিতে গতকাল সংবাদ সম্মেলনে এই প্রশ্নের উত্তরে রিশাদ বলেন, ‘আসলে এই (সিনিয়র ক্রিকেটারদের অভাব) ব্যাপারে কিছু বলার নেই। একটা নতুন যাত্রা করতে যাচ্ছি। এই সময়ে একটু সবার সমর্থন থাকলে ভালো কিছু করব ইনশাআল্লাহ।’
৭৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে অবস্থান করছে। ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা ছাড়া র্যাঙ্কিংয়ের প্রথম আটে থাকা দল সরাসরি বিশ্বকাপে খেলবে। দক্ষিণ আফ্রিকা র্যাঙ্কিংয়ে বর্তমানে ছয় নম্বরে অবস্থান করছে। তার মানে ডেডলাইনের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা নয়ের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। রিশাদের মতে সময়টা এখন খারাপ গেলেও বাংলাদেশ একসময় ঠিকই ঘুরে দাঁড়াবে। ২৩ বছর বয়সী বাংলাদেশের লেগস্পিনার বলেন, ‘সবার শতভাগ বিশ্বাস আছে আমরা বিশ্বকাপে সরাসরি খেলব ইনশাআল্লাহ। খারাপ সময় যাচ্ছে এখন। সবাই সবার দিক থেকে ১১০ শতাংশ দিচ্ছে। আশা করছি বাজে অবস্থা থেকে তাড়াতাড়ি বের হয়ে আসব।’
আবুধাবিতে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের তৃতীয় ওয়ানডে। এই ম্যাচসহ ২০২৬-এর নভেম্বর পর্যন্ত বাংলাদেশ আইসিসির ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অধীনে কমপক্ষে ২৪ ওয়ানডে খেলার সুযোগ পাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল এক বিজ্ঞপ্তিতে সেটা জানিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, আয়ারল্যান্ড—এই ছয় দলের বিপক্ষে তিনটি করে ওয়ানডে খেলবে। যার মধ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটাই বাংলাদেশের জন্য অ্যাওয়ে সিরিজ। আর জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাঠে গিয়ে পাঁচটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।

একসময়ের ‘প্রিয়’ সংস্করণ ওয়ানডেতে বাংলাদেশ এখন রীতিমতো খাবি খাচ্ছে। সবশেষ ১১ ওয়ানডের মধ্যে মাত্র একটিতে জিতেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর পরিবর্তে মেহেদী হাসান মিরাজ অধিনায়ক হলেও এই সংস্করণে বাংলাদেশের ভাগ্য বদলাচ্ছে না। রিশাদ হোসেন এটা নিয়ে অবশ্য দুশ্চিন্তা করছেন না।
বোলিং, ফিল্ডিং যেমনই হোক, বাংলাদেশের সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ ব্যাটিং। এ বছর সাত ওয়ানডের মধ্যে কেবল একবারই ৫০ ওভার ব্যাটিং করতে পেরেছে। শুধু তাই নয়, নিশ্চিত শতভাগ জয়ের সম্ভাবনা থাকলেও ব্যাটারদের ব্যর্থতায় সেটুকু পারে না বাংলাদেশ। যার জলজ্যান্ত উদাহরণ আবুধাবিতে ১১ অক্টোবরের বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় ওয়ানডে। ১৯১ রানের লক্ষ্যে নেমে হাতে ৫ উইকেট নিয়ে শেষ ১৬৬ বলে ৯২ রান দরকার ছিল বাংলাদেশের। তবে ১০ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ১০৯ রানে গুটিয়ে যায় মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ।
দ্বিতীয় ওয়ানডেতে ৮১ রানে হেরে আগেভাগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। আজ আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ধবলধোলাই এড়ানোর মিশনে নামবেন মিরাজ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিকরা। তৃতীয় ওয়ানডের আগে গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসেন রিশাদ হোসেন। আবুধাবিতে বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার বলেন, ‘ব্যাটিং, বোলিং, ফিল্ডিং যেদিন একসঙ্গে জ্বলে উঠবে, ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়া কেউ আমাদের সামনে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। সবার পরিকল্পনা এখন শেষ ম্যাচ জিতে দেশে ফিরে পরবর্তী সিরিজ কীভাবে ভালো করা যায়।’
তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদ এ বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। মুশফিকুর রহিম শুধু টেস্ট খেলছেন। মাশরাফি বিন মর্তুজা ২০২০ সালের পর বাংলাদেশের জার্সিতে আর খেলেননি। সাকিব আল হাসান তো এক বছর ধরে খেলছেন না আন্তর্জাতিক ক্রিকেট। যে পঞ্চপাণ্ডবরা একের পর এক জয় এনে দিয়েছিলেন বাংলাদেশকে, এবার তাঁদের অভাব কি দল অনুভব করছে—আবুধাবিতে গতকাল সংবাদ সম্মেলনে এই প্রশ্নের উত্তরে রিশাদ বলেন, ‘আসলে এই (সিনিয়র ক্রিকেটারদের অভাব) ব্যাপারে কিছু বলার নেই। একটা নতুন যাত্রা করতে যাচ্ছি। এই সময়ে একটু সবার সমর্থন থাকলে ভালো কিছু করব ইনশাআল্লাহ।’
৭৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে অবস্থান করছে। ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা ছাড়া র্যাঙ্কিংয়ের প্রথম আটে থাকা দল সরাসরি বিশ্বকাপে খেলবে। দক্ষিণ আফ্রিকা র্যাঙ্কিংয়ে বর্তমানে ছয় নম্বরে অবস্থান করছে। তার মানে ডেডলাইনের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা নয়ের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। রিশাদের মতে সময়টা এখন খারাপ গেলেও বাংলাদেশ একসময় ঠিকই ঘুরে দাঁড়াবে। ২৩ বছর বয়সী বাংলাদেশের লেগস্পিনার বলেন, ‘সবার শতভাগ বিশ্বাস আছে আমরা বিশ্বকাপে সরাসরি খেলব ইনশাআল্লাহ। খারাপ সময় যাচ্ছে এখন। সবাই সবার দিক থেকে ১১০ শতাংশ দিচ্ছে। আশা করছি বাজে অবস্থা থেকে তাড়াতাড়ি বের হয়ে আসব।’
আবুধাবিতে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের তৃতীয় ওয়ানডে। এই ম্যাচসহ ২০২৬-এর নভেম্বর পর্যন্ত বাংলাদেশ আইসিসির ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অধীনে কমপক্ষে ২৪ ওয়ানডে খেলার সুযোগ পাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল এক বিজ্ঞপ্তিতে সেটা জানিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, আয়ারল্যান্ড—এই ছয় দলের বিপক্ষে তিনটি করে ওয়ানডে খেলবে। যার মধ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটাই বাংলাদেশের জন্য অ্যাওয়ে সিরিজ। আর জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাঠে গিয়ে পাঁচটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।

আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিত করার দিক যাচ্ছে বিসিবি। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ বিভাগ থেকে সরিয়ে দেওয়ার পরও খেলোয়াড়েরা যেহেতু খেলা বয়কটের ঘোষণা থেকে সরে আসেননি, বিপিএল বন্ধ করে দেওয়ার দিকেই যাচ্ছে বিসিবি।
১৮ মিনিট আগে
ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না—গতকাল এমন বিতর্কিত মন্তব্যের পর তোপের মুখে পড়েন পরিচালক এম নাজমুল ইসলাম। তাঁর পদত্যাগের দাবিতে আজ মেহেদী হাসান মিরাজ-মোহাম্মদ মিঠুনরা খেলা বয়কট করেছেন।
২ ঘণ্টা আগে
দিনের প্রথম ম্যাচের মতো আজ বিপিএলের দ্বিতীয় ম্যাচও মাঠে গড়ানোর কোনো ইঙ্গিত নেই। সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও টসের সময় (সাড়ে ৫টা) ইতোমধ্যেই পেরিয়েছে। দুই দলের কেউই এখনো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে পৌঁছায়নি।
২ ঘণ্টা আগে
এম নাজমুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) থাকলে মাঠে ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। বনানীর শেরাটন হোটেলে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মিঠুন সংবাদ সম্মেলন শেষে এমনটা জানানোর অল্প কিছুক্ষণ পরেই তাঁকে অব্যহতি দিয়েছে বিসিবি। তবে তাঁকে পরিচালক পদ থেকে সরানোর সুযো
৩ ঘণ্টা আগে