
দুই সপ্তাহ পরে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়া বিশ্বকাপে কোন দল কত প্রাইজ মানি পাবে, সেটা জানা গেছে আজ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের ওয়েবসাইটে ঘোষণা করেছে প্রাইজ মানির পরিমাণ।
এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা। আর রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক টাকা। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ৭৫ হাজার টাকা।
ফাইনালে উঠতে ব্যর্থ হওয়া বাকি দুই সেমিফাইনালিস্ট পাবে ৪০ লাখ ৩৭ হাজার টাকা। সুপার ১২ প্রত্যেক দল ম্যাচ জেতার জন্য পাবে প্রায় ৪০ লাখ টাকা করে। আর সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়া সুপার ১২-এর বাকি আট দল পাবে প্রায় ৭০ লাখ ৬ হাজার ৫৮০ টাকা করে।
সংক্ষিপ্ত সংস্করণের র্যাঙ্কিংয়ে আট দলের মধ্যে থাকায় বিশ্বকাপের সুপার ১২ আগেই নিশ্চিত হয়েছে বাংলাদেশের। সে হিসাবে টুর্নামেন্টে অংশগ্রহণ বাবদ ন্যূনতম প্রায় ৭০ লাখ টাকা পাবেন সাকিব আল হাসান-লিটন দাসরা। আর সুপার ১২-তে বাংলাদেশ যতটা ম্যাচ জিতবে, ততটা ম্যাচে পাবে প্রায় ৪০ লাখ টাকা করে।
প্রথম রাউন্ডের প্রত্যক ম্যাচের জয়ী দলগুলো পাবে প্রায় ৪০ লাখ টাকা। প্রথম রাউন্ড থেকে বাদ পড়া দলগুলো পাবে ৪০ লাখ টাকা করে।
১৬ দলের এই টুর্নামেন্টে মোট প্রাইজ মানি প্রায় ৫৬ কোটি ৫ লাখ ২৬ হাজার টাকা। ১৬ অক্টোবর শ্রীলঙ্কা-নামিবিয়া ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। আর অষ্টমবারের টুর্নামেন্টটির ফাইনাল হবে ১৩ নভেম্বর।

দুই সপ্তাহ পরে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়া বিশ্বকাপে কোন দল কত প্রাইজ মানি পাবে, সেটা জানা গেছে আজ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের ওয়েবসাইটে ঘোষণা করেছে প্রাইজ মানির পরিমাণ।
এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা। আর রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক টাকা। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ৭৫ হাজার টাকা।
ফাইনালে উঠতে ব্যর্থ হওয়া বাকি দুই সেমিফাইনালিস্ট পাবে ৪০ লাখ ৩৭ হাজার টাকা। সুপার ১২ প্রত্যেক দল ম্যাচ জেতার জন্য পাবে প্রায় ৪০ লাখ টাকা করে। আর সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়া সুপার ১২-এর বাকি আট দল পাবে প্রায় ৭০ লাখ ৬ হাজার ৫৮০ টাকা করে।
সংক্ষিপ্ত সংস্করণের র্যাঙ্কিংয়ে আট দলের মধ্যে থাকায় বিশ্বকাপের সুপার ১২ আগেই নিশ্চিত হয়েছে বাংলাদেশের। সে হিসাবে টুর্নামেন্টে অংশগ্রহণ বাবদ ন্যূনতম প্রায় ৭০ লাখ টাকা পাবেন সাকিব আল হাসান-লিটন দাসরা। আর সুপার ১২-তে বাংলাদেশ যতটা ম্যাচ জিতবে, ততটা ম্যাচে পাবে প্রায় ৪০ লাখ টাকা করে।
প্রথম রাউন্ডের প্রত্যক ম্যাচের জয়ী দলগুলো পাবে প্রায় ৪০ লাখ টাকা। প্রথম রাউন্ড থেকে বাদ পড়া দলগুলো পাবে ৪০ লাখ টাকা করে।
১৬ দলের এই টুর্নামেন্টে মোট প্রাইজ মানি প্রায় ৫৬ কোটি ৫ লাখ ২৬ হাজার টাকা। ১৬ অক্টোবর শ্রীলঙ্কা-নামিবিয়া ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। আর অষ্টমবারের টুর্নামেন্টটির ফাইনাল হবে ১৩ নভেম্বর।

নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
২৯ মিনিট আগে
আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
১ ঘণ্টা আগে
চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
২ ঘণ্টা আগে
২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১৪ ঘণ্টা আগে