ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রায়ই একের পর এক নিয়ম বদল করে। যার মধ্যে একটি বলে থুতু লাগানোর নিষেধাজ্ঞা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) এত দিন সেই ধারা বজায় ছিল। তবে ২০২৫ আইপিএলে বলে থুতু লাগাতে কোনো বাধা থাকছে না।
কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ১৮তম আইপিএল। এই আইপিএলে বোলারদের বলে থুতু লাগাতে কোনো বাধা নেই। মুম্বাইয়ে আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান কার্যালয়ে ২০২৫ আইপিএলের অধিনায়কদের সভার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিকাংশ অধিনায়কই বলে থুতু লাগানো নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কথা বলেছেন দেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ক্রিকইনফোর আজকের এক প্রতিবেদনে জানা গেছে।
আইপিএলে বলে থুতু লাগানোর ব্যাপারটি নিশ্চিত করেছেন গণমাধ্যমে নিশ্চিত করেছে বিসিসিআইও। বার্তা সংস্থা পিটিআইকে বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘থুতু লাগানোর নিয়ম তুলে দেওয়া হয়েছে। অধিনায়ক ক্রিকেটারই এটার পক্ষে ছিল। পুনরায় সেটা চালু করার ব্যাপারে বিভিন্ন মতামত ছিল। তবে অনেকেই এটাকে সমর্থন দিয়েছে।’
আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন পর্যন্ত বলে থুতু ব্যবহারের সুযোগ ছিল। কিন্তু করোনা মহামারির কারণে ২০২০ সালের মে মাসে থুতু লাগিয়ে বল মসৃণ করা সাময়িকভাবে নিষিদ্ধ করে আইসিসি। পরবর্তীতে ক্রিকেটের অভিভাবক সংস্থা ২০২২-এর সেপ্টেম্বরে স্থায়ীভাবে বলে থুতু লাগানো নিষিদ্ধ করে। ২০২৫ আইপিএলে আইসিসির নিষিদ্ধ নিয়ম যেহেতু ফিরছে, তাতে পেসারদের রিভার্স সুইয়ে অসুবিধা হবে না।
বলে থুতু দিলে রিভার্স সুইং করাটা পেসারদের জন্য অনেক সহজ হয় বলে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সময় বলেছিলেন মোহাম্মদ শামি। আইসিসির নিয়মটা বদলানোর আবেদন করেছিলেন ভারতীয় এই পেসার। সদ্য সমাপ্ত আইসিসির এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ৫ ম্যাচে ৫.৬৮ ইকোনমিতে ৯ উইকেট নিয়েছিলেন শামি।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রায়ই একের পর এক নিয়ম বদল করে। যার মধ্যে একটি বলে থুতু লাগানোর নিষেধাজ্ঞা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) এত দিন সেই ধারা বজায় ছিল। তবে ২০২৫ আইপিএলে বলে থুতু লাগাতে কোনো বাধা থাকছে না।
কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ১৮তম আইপিএল। এই আইপিএলে বোলারদের বলে থুতু লাগাতে কোনো বাধা নেই। মুম্বাইয়ে আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান কার্যালয়ে ২০২৫ আইপিএলের অধিনায়কদের সভার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিকাংশ অধিনায়কই বলে থুতু লাগানো নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কথা বলেছেন দেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ক্রিকইনফোর আজকের এক প্রতিবেদনে জানা গেছে।
আইপিএলে বলে থুতু লাগানোর ব্যাপারটি নিশ্চিত করেছেন গণমাধ্যমে নিশ্চিত করেছে বিসিসিআইও। বার্তা সংস্থা পিটিআইকে বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘থুতু লাগানোর নিয়ম তুলে দেওয়া হয়েছে। অধিনায়ক ক্রিকেটারই এটার পক্ষে ছিল। পুনরায় সেটা চালু করার ব্যাপারে বিভিন্ন মতামত ছিল। তবে অনেকেই এটাকে সমর্থন দিয়েছে।’
আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন পর্যন্ত বলে থুতু ব্যবহারের সুযোগ ছিল। কিন্তু করোনা মহামারির কারণে ২০২০ সালের মে মাসে থুতু লাগিয়ে বল মসৃণ করা সাময়িকভাবে নিষিদ্ধ করে আইসিসি। পরবর্তীতে ক্রিকেটের অভিভাবক সংস্থা ২০২২-এর সেপ্টেম্বরে স্থায়ীভাবে বলে থুতু লাগানো নিষিদ্ধ করে। ২০২৫ আইপিএলে আইসিসির নিষিদ্ধ নিয়ম যেহেতু ফিরছে, তাতে পেসারদের রিভার্স সুইয়ে অসুবিধা হবে না।
বলে থুতু দিলে রিভার্স সুইং করাটা পেসারদের জন্য অনেক সহজ হয় বলে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সময় বলেছিলেন মোহাম্মদ শামি। আইসিসির নিয়মটা বদলানোর আবেদন করেছিলেন ভারতীয় এই পেসার। সদ্য সমাপ্ত আইসিসির এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ৫ ম্যাচে ৫.৬৮ ইকোনমিতে ৯ উইকেট নিয়েছিলেন শামি।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
৪ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৭ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৮ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
৯ ঘণ্টা আগে