
বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেম্পের আশা আর পূরণ হলো না। গতকাল সংবাদ সম্মেলনে এসে তিনি জানিয়েছিলেন, শ্রীলঙ্কাকে ২৫০ রানের লক্ষ্যের মধ্যে আটকাতে পারলে বাংলাদেশ তাড়া করতে পারবে। আজ সেটা পার হয়ে এখন পর্যন্ত ৩২৫ রানে দাঁড়িয়েছে।
লাঞ্চের পর শ্রীলঙ্কার লিড যে ৩২৫ রানেও থামছে না, সেটা না বললেও চলে। তৃতীয় দিনের প্রথম সেশন শেষের আগে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৩৩ রান তুলেছে সফরকারীরা। ব্যাটিংয়ে আছেন প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস।
সিলেটে ইতিমধ্যে দ্বিতীয় ইনিংসেও ফিফটি তুলে নিয়েছেন ধনঞ্জয়া-কামিন্দু। ৫০ রান করে অপরাজিত আছেন কামিন্দু। অন্যদিকে ৮৫ রান করে এখন জোড়া সেঞ্চুরির পথে অধিনায়ক ধনঞ্জয়া। সকালে অবশ্য তৃতীয় দিনের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ৫ উইকেটে ১১৯ রানে দিন শুরু করতে নামা গত দিনের দুই অপরাজিত ব্যাটার ধনঞ্জয়া ও বিশ্ব ফার্নান্দো আজ দলীয় রানের সঙ্গে ৭ রান যোগ করতে পেরেছেন।
নাইট ওয়াচম্যান হিসেবে নামা বিশ্বকে আজ ব্যক্তিগত ৪ রানে আউট করে দিনের শুরুটা করেছিলেন খালেদ আহমেদ। কিন্তু দিনের তৃতীয় ওভারে পাওয়া সেই উইকেটই যে প্রথম সেশনের একমাত্র সাফল্য হবে, সেটা হয়তো কখনো ভাবেননি বাংলাদেশি বোলাররা।
স্বাগতিক বোলারদের উইকেট না পাওয়ার সেই হতাশা দিয়েছেন ধনঞ্জয়া ও কামিন্দু। প্রথম ইনিংসে ২০২ রানের জুটি গড়া দুই ব্যাটার আজ ১০৭ রানের জুটি গড়ে ক্রিজে আছেন। লক্ষ্যে তাড়া করার হিসাবে এমনিতেই শ্রীলঙ্কার ৩২৫ রানের লিড বাংলাদেশের নাগালের বাইরে। এর আগে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জয় পেয়েছে বাংলাদেশ। লাঞ্চের পর শ্রীলঙ্কা আরও কত বড় লক্ষ্য দেবে, সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেম্পের আশা আর পূরণ হলো না। গতকাল সংবাদ সম্মেলনে এসে তিনি জানিয়েছিলেন, শ্রীলঙ্কাকে ২৫০ রানের লক্ষ্যের মধ্যে আটকাতে পারলে বাংলাদেশ তাড়া করতে পারবে। আজ সেটা পার হয়ে এখন পর্যন্ত ৩২৫ রানে দাঁড়িয়েছে।
লাঞ্চের পর শ্রীলঙ্কার লিড যে ৩২৫ রানেও থামছে না, সেটা না বললেও চলে। তৃতীয় দিনের প্রথম সেশন শেষের আগে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৩৩ রান তুলেছে সফরকারীরা। ব্যাটিংয়ে আছেন প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস।
সিলেটে ইতিমধ্যে দ্বিতীয় ইনিংসেও ফিফটি তুলে নিয়েছেন ধনঞ্জয়া-কামিন্দু। ৫০ রান করে অপরাজিত আছেন কামিন্দু। অন্যদিকে ৮৫ রান করে এখন জোড়া সেঞ্চুরির পথে অধিনায়ক ধনঞ্জয়া। সকালে অবশ্য তৃতীয় দিনের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ৫ উইকেটে ১১৯ রানে দিন শুরু করতে নামা গত দিনের দুই অপরাজিত ব্যাটার ধনঞ্জয়া ও বিশ্ব ফার্নান্দো আজ দলীয় রানের সঙ্গে ৭ রান যোগ করতে পেরেছেন।
নাইট ওয়াচম্যান হিসেবে নামা বিশ্বকে আজ ব্যক্তিগত ৪ রানে আউট করে দিনের শুরুটা করেছিলেন খালেদ আহমেদ। কিন্তু দিনের তৃতীয় ওভারে পাওয়া সেই উইকেটই যে প্রথম সেশনের একমাত্র সাফল্য হবে, সেটা হয়তো কখনো ভাবেননি বাংলাদেশি বোলাররা।
স্বাগতিক বোলারদের উইকেট না পাওয়ার সেই হতাশা দিয়েছেন ধনঞ্জয়া ও কামিন্দু। প্রথম ইনিংসে ২০২ রানের জুটি গড়া দুই ব্যাটার আজ ১০৭ রানের জুটি গড়ে ক্রিজে আছেন। লক্ষ্যে তাড়া করার হিসাবে এমনিতেই শ্রীলঙ্কার ৩২৫ রানের লিড বাংলাদেশের নাগালের বাইরে। এর আগে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জয় পেয়েছে বাংলাদেশ। লাঞ্চের পর শ্রীলঙ্কা আরও কত বড় লক্ষ্য দেবে, সেটাই এখন দেখার বিষয়।

প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
১২ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
১৩ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগে
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
১ ঘণ্টা আগে