
জয়ের জন্য দিল্লি ক্যাপিটালসের শেষ ওভারে দরকার ছিল ৩৪ রান। খেলাটা টি-টোয়েন্টি বলেই এমন অসাধ্য সাধনের ব্যাপারে একটু হলেও আশা ছিল। কিন্তু হলো উল্টো। জেরাল্ড কোয়েটজি সেই ওভারে নিলেন তিন উইকেট। ৪৩৯ রানের ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ানসও পেল ২৯ রানের জয়। সেটিও টানা তিন ম্যাচ পর।
ইনিংসের শেষ ওভার করতে আসা কোয়েটজির প্রথম বলে ২ রান নেন ললিত যাদব। সব লড়াই যেন তখনই শেষ। পরের বলে এলো না কোনো রান। তৃতীয় বলে ক্যাচ হয়ে ফেরেন ললিত। পরের বলে আউট তিলক ভার্মাও।
আগের ওভারের শেষ বলে ছয় মেরে নন স্ট্রাইকে চলে যাওয়া ত্রিস্তান স্টাবস চেয়ে চেয়ে দেখলেন সতীর্থদের আসা-যাওয়া। ২৫ বলে ৩ চার ও ৭ ছয়ে ৭১* রান করে যা একটু লড়াই জমিয়ে তুলেছিলেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটার। তবে সেই লড়াইয়ের সমাপ্তিটা টানলেন তাঁরই স্বদেশি কোয়েটজি। তাঁর শেষ ওভারের পঞ্চম বলে ঝাই রিচার্ডসন নিলেন ২ রান। ষষ্ঠ বলে উপহার দিলেন উইকেট।
২৩৫ রানের লক্ষ্য তাড়ায় দিল্লি থামে ৮ উইকেটে ২০৫ রানে। ওপেনার ডেভিড ওয়ার্নার (১০) শুরুতে বিদায় নিলেও আরেক ওপেনার পৃথ্বি শ রানের চাকা সচল রেখেছিলেন। জসপ্রীত বুমরার বলে ফেরা দিল্লি ওপেনার ৪০ বলে ৮ চার ও ৩ ছয়ে করেন ৬৬ রান। অভিষেক পোরেল করেন ৩১ বলে ৪১ রান। তবে স্টাবস এসে ঝোড়ো ইনিংসে মুম্বাই ভক্তদের কপালে এঁকে দেন চিন্তার ভাঁজ।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২৩৪ রান করে মুম্বাই। দলকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা (৪৯) ও ইশান কিষান (৪২)। ৭ ওভারে ৮০ রান করে বিচ্ছিন্ন হয় এ জুটি। এরপর চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে ফেরা সূর্যকুমার যাদব দ্বিতীয় বল খেলেই বিদায় নেন শূন্য রানে। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৩৩ বলে করেন ৩৯ রান।
তবে শেষ দিকে ঝড় বইয়ে দেন টিম ডেভিড ও রোমারিও শেফার্ড। ১৩ বলে দুজনে গড়েন নিরবিচ্ছিন্ন ৫৩ রানের জুটি! যার মধ্যে ডেভিডের রান ২ চার ও ৪ ছয়ে ৪৫ আর শেফার্ডের ১০ বলে ৩৯। ক্যারিবীয় তারকার স্ট্রাইকরেট—৩৯০.০০! শেষ ৫ ওভারে ৯৭ রান নেয় মুম্বাই। তাতেই যেন দিল্লির হাত থেকে ম্যাচ অর্ধেক ছিটকে যায়।

জয়ের জন্য দিল্লি ক্যাপিটালসের শেষ ওভারে দরকার ছিল ৩৪ রান। খেলাটা টি-টোয়েন্টি বলেই এমন অসাধ্য সাধনের ব্যাপারে একটু হলেও আশা ছিল। কিন্তু হলো উল্টো। জেরাল্ড কোয়েটজি সেই ওভারে নিলেন তিন উইকেট। ৪৩৯ রানের ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ানসও পেল ২৯ রানের জয়। সেটিও টানা তিন ম্যাচ পর।
ইনিংসের শেষ ওভার করতে আসা কোয়েটজির প্রথম বলে ২ রান নেন ললিত যাদব। সব লড়াই যেন তখনই শেষ। পরের বলে এলো না কোনো রান। তৃতীয় বলে ক্যাচ হয়ে ফেরেন ললিত। পরের বলে আউট তিলক ভার্মাও।
আগের ওভারের শেষ বলে ছয় মেরে নন স্ট্রাইকে চলে যাওয়া ত্রিস্তান স্টাবস চেয়ে চেয়ে দেখলেন সতীর্থদের আসা-যাওয়া। ২৫ বলে ৩ চার ও ৭ ছয়ে ৭১* রান করে যা একটু লড়াই জমিয়ে তুলেছিলেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটার। তবে সেই লড়াইয়ের সমাপ্তিটা টানলেন তাঁরই স্বদেশি কোয়েটজি। তাঁর শেষ ওভারের পঞ্চম বলে ঝাই রিচার্ডসন নিলেন ২ রান। ষষ্ঠ বলে উপহার দিলেন উইকেট।
২৩৫ রানের লক্ষ্য তাড়ায় দিল্লি থামে ৮ উইকেটে ২০৫ রানে। ওপেনার ডেভিড ওয়ার্নার (১০) শুরুতে বিদায় নিলেও আরেক ওপেনার পৃথ্বি শ রানের চাকা সচল রেখেছিলেন। জসপ্রীত বুমরার বলে ফেরা দিল্লি ওপেনার ৪০ বলে ৮ চার ও ৩ ছয়ে করেন ৬৬ রান। অভিষেক পোরেল করেন ৩১ বলে ৪১ রান। তবে স্টাবস এসে ঝোড়ো ইনিংসে মুম্বাই ভক্তদের কপালে এঁকে দেন চিন্তার ভাঁজ।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২৩৪ রান করে মুম্বাই। দলকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা (৪৯) ও ইশান কিষান (৪২)। ৭ ওভারে ৮০ রান করে বিচ্ছিন্ন হয় এ জুটি। এরপর চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে ফেরা সূর্যকুমার যাদব দ্বিতীয় বল খেলেই বিদায় নেন শূন্য রানে। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৩৩ বলে করেন ৩৯ রান।
তবে শেষ দিকে ঝড় বইয়ে দেন টিম ডেভিড ও রোমারিও শেফার্ড। ১৩ বলে দুজনে গড়েন নিরবিচ্ছিন্ন ৫৩ রানের জুটি! যার মধ্যে ডেভিডের রান ২ চার ও ৪ ছয়ে ৪৫ আর শেফার্ডের ১০ বলে ৩৯। ক্যারিবীয় তারকার স্ট্রাইকরেট—৩৯০.০০! শেষ ৫ ওভারে ৯৭ রান নেয় মুম্বাই। তাতেই যেন দিল্লির হাত থেকে ম্যাচ অর্ধেক ছিটকে যায়।

এই বিপিএলই বাংলাদেশের টি-টোয়েন্টি দলের বিশ্বকাপ প্রস্তুতির টুর্নামেন্ট। ৩৪ ম্যাচের চলতি বিপিএলে এরই মধ্যেই হয়ে গেছে অর্ধেকের বেশি, ২০টি ম্যাচ। তো এ পর্যায়ে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে থাকা ক্রিকেটারদের প্রস্তুতিটা কেমন হলো?
২৪ মিনিট আগে
রিশাদ হোসেনের মতো তাঁর দল হোবার্ট হারিকেন্সও বিগ ব্যাশে দারুণ সময় পার করছে। টানা জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তবে নবম ম্যাচে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। অপয়া বৃষ্টিতে ভেসে গেল সিডনি স্ট্রাইকার্সের সঙ্গে হোবার্টের ম্যাচটি।
৩৮ মিনিট আগে
শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
১ ঘণ্টা আগে
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপসেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিসরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সেই অপেক্ষার পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর।
২ ঘণ্টা আগে