এবারের আইপিএলের শুরুটা যেখানে হয়েছে, শেষটাও হবে সেখানে। গত ৩১ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস।
প্রথম ম্যাচের দুই দল চেন্নাই ও গুজরাট ফাইনালে উঠতে পারবেন কি না, সেটা এখনই বলা না গেলেও শিরোপা নির্ধারণী ম্যাচ যে আহমেদাবাদে হচ্ছে তা নিশ্চিত। আজ কোয়ালিফায়ার ও এলিমেনেটরের সঙ্গে ফাইনাল ম্যাচের মাঠের নাম ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ।
এবারের আইপিএলে প্রথম কোয়ালিফায়ার এবং এলিমেনেটর ম্যাচ হবে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। কোয়ালিফায়ার ম্যাচটি হবে ২৩ মে। ২৪ মে হবে এলিমেনেটর ম্যাচ। অন্যদিকে ফাইনালের সঙ্গে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ফাইনালের উঠার দ্বিতীয় ম্যাচটি হবে ২৬ মে। আর শ্রেষ্ঠত্বের ম্যাচটি হবে ২৮ মে।
গত মৌসুমের দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনালও আহমেদাবাদেই হয়েছিল। শিরোপা নির্ধারণী ম্যাচে রাজস্থান রয়েলসকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মাতে গুজরাট। এবারও এই মাঠেই আইপিএলের শেষটা হতে যাচ্ছে।
বর্তমানে টুর্নামেন্ট মাঝপথে রয়েছে। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গতবারের রানার্সআপ রাজস্থান। সমান ম্যাচ ও পয়েন্টে নেট রান রেটে পিছিয়ে থেকে দুইয়ে আছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। অন্যদিকে ৬ ম্যাচে ২ পয়েন্টে ১০ দলের মধ্যে সবার নিচে রয়েছে মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস।

বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
৩ ঘণ্টা আগে