ক্রীড়া ডেস্ক

২০২৪-এর শেষে বোর্ডার-গাভাস্কার ট্রফি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল স্যাম কনস্টাসের। মেলবোর্নে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে খেলতে নেমে জসপ্রীত বুমরার মতো তারকা বোলারকে পিটিয়ে নজর কাড়েন কনস্টাস। ডাকাবুকো ব্যাটিংয়ের পাশাপাশি কনস্টাসের শরীরী ভাষাও ছিল দেখার মতো।
ভারতের বিপক্ষে বুমরা-বিরাট কোহলিদের চোখে চোখ রেখে কনস্টাস যেভাবে জবাব দিয়েছেন, সেটা ছিল দেখার মতো। এবার সেই কনস্টাস জায়গা পেয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ২০২৫-২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে। সিএ আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২৩ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। সেখানে কনস্টাসসহ আছেন তিন নতুন ক্রিকেটার। অপর দুই ক্রিকেটার হলেন ম্যাথু কুনেমান ও বিউ ওয়েবস্টার।
চোট কাটিয়ে ফেরা প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল মার্শরাও ফিরেছেন সিএ’র নতুন কেন্দ্রীয় চুক্তিতে। চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকা অ্যালেক্স ক্যারি, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ম্যাথু শর্ট, অ্যাডাম জাম্পা, নাথান এলিস, গ্লেন ম্যাক্সওয়েলদের নাম আছে কেন্দ্রীয় চুক্তিতে। স্মিথ চ্যাম্পিয়নস ট্রফিতে ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ভারতের কাছে হেরে চ্যাম্পিয়নস ট্রফি থেকে অস্ট্রেলিয়ার বিদায়ের পরই ওয়ানডে থেকে অবসরে যান স্মিথ।
ব্যক্তিগত কারণে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে নাম প্রত্যাহার করা স্টার্কও আছেন অস্ট্রেলিয়ার নতুন কেন্দ্রীয় চুক্তিতে। উসমান খাজা, নাথান লায়ন, ক্যামেরন গ্রিনরা এখানে নিজেদের জায়গা ধরে রেখেছেন। ল্যান্স মরিস, স্কট বোল্যান্ড, ঝাই রিচার্ডসন—এই তিন পেসারের নামও থাকছে খাজা-স্মিথদের সঙ্গে অস্ট্রেলিয়ার নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকায়।
কনস্টাসের মতো ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় ওয়েবস্টারেরও। সিডনিতে এ বছরের শুরুতে টেস্ট অভিষেকে দুর্দান্ত ফিফটি করেন ওয়েবস্টার। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০ বছর পর টেস্ট সিরিজ জয় নিশ্চিত হয় এই অলরাউন্ডারের বাউন্ডারিতেই। অস্ট্রেলিয়ার জার্সিতে এখন পর্যন্ত তিন টেস্ট খেলে ৫০ গড়ে করেন ১৫০ রান। বোলিংয়ে নিয়েছেন ৩ উইকেট।
কুনেমান আলোচনায় আসেন এ বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে। দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৬ উইকেট নেন তিনি। পেয়েছেন সিরিজসেরার পুরস্কারও। ২০২২ থেকে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার জার্সিতে ৯ ম্যাচ খেলেছেন এই বাঁহাতি স্পিনার। যার মধ্যে ৫ টেস্টে নিয়েছেন ৩৫ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন দুই বার। আর ৪ ওয়ানডেতে পেয়েছেন ৬ উইকেট।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ২০২৫-২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি
প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ, নাথান লায়ন, অ্যালেক্স ক্যারি, স্যাম কনস্টাস, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, নাথান এলিস, জাই রিচার্ডসন, স্কট বোল্যান্ড, ল্যান্স মরিস, ম্যাথু কুনেমান, অ্যাডাম জাম্পা, ট্রাভিস হেড, ম্যাট শর্ট, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, উসমান খাজা, মিচেল মার্শ, বো ওয়েবস্টার, ক্যামেরন গ্রিন, জাভিয়ের বার্টলেট

২০২৪-এর শেষে বোর্ডার-গাভাস্কার ট্রফি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল স্যাম কনস্টাসের। মেলবোর্নে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে খেলতে নেমে জসপ্রীত বুমরার মতো তারকা বোলারকে পিটিয়ে নজর কাড়েন কনস্টাস। ডাকাবুকো ব্যাটিংয়ের পাশাপাশি কনস্টাসের শরীরী ভাষাও ছিল দেখার মতো।
ভারতের বিপক্ষে বুমরা-বিরাট কোহলিদের চোখে চোখ রেখে কনস্টাস যেভাবে জবাব দিয়েছেন, সেটা ছিল দেখার মতো। এবার সেই কনস্টাস জায়গা পেয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ২০২৫-২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে। সিএ আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২৩ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। সেখানে কনস্টাসসহ আছেন তিন নতুন ক্রিকেটার। অপর দুই ক্রিকেটার হলেন ম্যাথু কুনেমান ও বিউ ওয়েবস্টার।
চোট কাটিয়ে ফেরা প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল মার্শরাও ফিরেছেন সিএ’র নতুন কেন্দ্রীয় চুক্তিতে। চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকা অ্যালেক্স ক্যারি, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ম্যাথু শর্ট, অ্যাডাম জাম্পা, নাথান এলিস, গ্লেন ম্যাক্সওয়েলদের নাম আছে কেন্দ্রীয় চুক্তিতে। স্মিথ চ্যাম্পিয়নস ট্রফিতে ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ভারতের কাছে হেরে চ্যাম্পিয়নস ট্রফি থেকে অস্ট্রেলিয়ার বিদায়ের পরই ওয়ানডে থেকে অবসরে যান স্মিথ।
ব্যক্তিগত কারণে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে নাম প্রত্যাহার করা স্টার্কও আছেন অস্ট্রেলিয়ার নতুন কেন্দ্রীয় চুক্তিতে। উসমান খাজা, নাথান লায়ন, ক্যামেরন গ্রিনরা এখানে নিজেদের জায়গা ধরে রেখেছেন। ল্যান্স মরিস, স্কট বোল্যান্ড, ঝাই রিচার্ডসন—এই তিন পেসারের নামও থাকছে খাজা-স্মিথদের সঙ্গে অস্ট্রেলিয়ার নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকায়।
কনস্টাসের মতো ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় ওয়েবস্টারেরও। সিডনিতে এ বছরের শুরুতে টেস্ট অভিষেকে দুর্দান্ত ফিফটি করেন ওয়েবস্টার। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০ বছর পর টেস্ট সিরিজ জয় নিশ্চিত হয় এই অলরাউন্ডারের বাউন্ডারিতেই। অস্ট্রেলিয়ার জার্সিতে এখন পর্যন্ত তিন টেস্ট খেলে ৫০ গড়ে করেন ১৫০ রান। বোলিংয়ে নিয়েছেন ৩ উইকেট।
কুনেমান আলোচনায় আসেন এ বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে। দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৬ উইকেট নেন তিনি। পেয়েছেন সিরিজসেরার পুরস্কারও। ২০২২ থেকে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার জার্সিতে ৯ ম্যাচ খেলেছেন এই বাঁহাতি স্পিনার। যার মধ্যে ৫ টেস্টে নিয়েছেন ৩৫ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন দুই বার। আর ৪ ওয়ানডেতে পেয়েছেন ৬ উইকেট।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ২০২৫-২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি
প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ, নাথান লায়ন, অ্যালেক্স ক্যারি, স্যাম কনস্টাস, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, নাথান এলিস, জাই রিচার্ডসন, স্কট বোল্যান্ড, ল্যান্স মরিস, ম্যাথু কুনেমান, অ্যাডাম জাম্পা, ট্রাভিস হেড, ম্যাট শর্ট, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, উসমান খাজা, মিচেল মার্শ, বো ওয়েবস্টার, ক্যামেরন গ্রিন, জাভিয়ের বার্টলেট

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৯ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৪ ঘণ্টা আগে