ওয়ানডেতে সর্বশেষ ২০২১ সালের ৮ জুলাই ডাক মেরেছিলেন বাবর আজম। এরপর সীমিত ওভারের ক্রিকেট ১৯ ইনিংস খেলেছেন পাকিস্তানি ব্যাটার। আর কখনো ডাক মারেননি দলের অধিনায়ক।
অবশেষে সেই ডাকের সঙ্গে আবারও পরিচিত হলেন বাবর। আফগানিস্তানের বিপক্ষে আজ প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩ বলে ০ রানে ফিরেছেন ২৮ বছর বয়সী তারকা। এতে করে ২ বছরের বেশি সময় পর শূন্য রানে ফিরলেন তিনি।
ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থবারের মতো ডাক মেরেছেন বাবর। ২০১৮ সালের ৬ জানুয়ারি প্রথম শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। সেদিন নিউজিল্যান্ডের বিপক্ষে টিম সাউদির প্রথম বলেই আউট হয়েছিলেন পাকিস্তানি ব্যাটার। একই বছর আরেকটি ‘গোল্ডেন ডাক’ মারেন তিনি। সেবারের প্রতিপক্ষও নিউজিল্যান্ড। তবে এবার বোলার ছিলেন ট্রেন্ট বোল্ট। এরপর সর্বশেষ ২ বলে ০ রানে ফিরেছিলেন ইংল্যান্ড পেসার সাকিব মাহমুদের তোপে।
এরপর আর কখনোই শূন্যর মুখোমুখি হতে হয়নি বাবরকে। আজকের শূন্যের আগে সবশেষ ১৯ ইনিংসে এক অঙ্কের রান করেছিলেন মাত্র তিনবার। এ সময় ৫ সেঞ্চুরির বিপরীতে ৯ হাফ সেঞ্চুরি করেছেন পাকিস্তানের অধিনায়ক।
বাবরের শূন্যের দিনে শুরুর ধাক্কা সামলিয়ে দলের রান বাড়ানোর চেষ্টা করছেন ফিফটি করা ইমাম–উল–হক। ৩৩ ওভার শেষে ৫ উইকেটে ১৪২ রান করেছে পাকিস্তান। ইমামের ৫৫ রানের সঙ্গে ব্যাটিংয়ে আছেন ১৩ রান করা শাদাব খান।

বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
৩ ঘণ্টা আগে