ক্রীড়া ডেস্ক

বৈভব সূর্যবংশীর কাছে চারের চেয়ে ছক্কা মারাই যেন সহজ কাজ। ভিডিও গেমসের মতো ছক্কা মেরে আইপিএলে নিজের অভিষেক মৌসুমেই নজর কেড়েছেন তিনি। এবার তিনি ভাইরাল হয়েছেন অন্য এক ঘটনায়।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত রাতে রাজস্থান রয়্যালস খেলেছে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। এটা ছিল ২০২৫ আইপিএলে রাজস্থানের শেষ ম্যাচ। চেন্নাইকে ৬ উইকেটে হারিয়ে রাজস্থান ৮ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে। চেন্নাই-রাজস্থান ম্যাচের ফল ছাপিয়ে আরেক ঘটনায় ম্যাচটি বেশি করে আলোচনায়। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা যখন করমর্দনে ব্যস্ত, তখন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পা ছুঁয়েছেন সূর্যবংশী। সামাজিক মাধ্যমে এই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়েছে। ধোনির পা ছোঁয়ায় সূর্যবংশীকে নিয়ে চলছে প্রশংসার বন্যা। সুনীল গাভাস্কার এ ঘটনা দেখে বলেছেন,‘সে (সূর্যবংশী) সম্মান দেখিয়ে আরেক সিনিয়র ক্রিকেটারের পা ছুঁয়েছে। এমন আচরণ প্রশংসনীয়।’
এবারের আইপিএলে সূর্যবংশী ৭ ম্যাচে ৩৬ গড়ে করেছেন ২৫২ রান। ব্যাটিং করেছেন ২০৬.৫৫ স্ট্রাইকরেটে। একটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন। যার মধ্যে গত ২৮ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৮ বলে ১০১ রান করে রেকর্ড বই তছনছ করেছেন। নিজের অভিষেক মৌসুমে তিনি মেরেছেন ২৪ ছক্কা। এক মৌসুমে এটা ২০ বছরের কম বয়সী ব্যাটারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ।
রাজস্থান, চেন্নাই, সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস—আইপিএল থেকে আগেভাগেই ছিটকে গেছে। এদিকে গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু—এই তিন দল আইপিএলের প্লে অফ নিশ্চিত করেছে। একটি জায়গার জন্য লড়াই চলছে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শুরু হওয়ার কথা মুম্বাই ইন্ডিয়ান্স-দিল্লি ক্যাপিটালস ম্যাচ। অন্যদিকে চেন্নাই তাদের লিগ পর্বের বাকি থাকা ম্যাচটি খেলবে গুজরাট টাইটান্সের বিপক্ষে। ২৫ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেবাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে চেন্নাই-গুজরাট ম্যাচ।

বৈভব সূর্যবংশীর কাছে চারের চেয়ে ছক্কা মারাই যেন সহজ কাজ। ভিডিও গেমসের মতো ছক্কা মেরে আইপিএলে নিজের অভিষেক মৌসুমেই নজর কেড়েছেন তিনি। এবার তিনি ভাইরাল হয়েছেন অন্য এক ঘটনায়।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত রাতে রাজস্থান রয়্যালস খেলেছে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। এটা ছিল ২০২৫ আইপিএলে রাজস্থানের শেষ ম্যাচ। চেন্নাইকে ৬ উইকেটে হারিয়ে রাজস্থান ৮ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে। চেন্নাই-রাজস্থান ম্যাচের ফল ছাপিয়ে আরেক ঘটনায় ম্যাচটি বেশি করে আলোচনায়। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা যখন করমর্দনে ব্যস্ত, তখন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পা ছুঁয়েছেন সূর্যবংশী। সামাজিক মাধ্যমে এই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়েছে। ধোনির পা ছোঁয়ায় সূর্যবংশীকে নিয়ে চলছে প্রশংসার বন্যা। সুনীল গাভাস্কার এ ঘটনা দেখে বলেছেন,‘সে (সূর্যবংশী) সম্মান দেখিয়ে আরেক সিনিয়র ক্রিকেটারের পা ছুঁয়েছে। এমন আচরণ প্রশংসনীয়।’
এবারের আইপিএলে সূর্যবংশী ৭ ম্যাচে ৩৬ গড়ে করেছেন ২৫২ রান। ব্যাটিং করেছেন ২০৬.৫৫ স্ট্রাইকরেটে। একটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন। যার মধ্যে গত ২৮ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৮ বলে ১০১ রান করে রেকর্ড বই তছনছ করেছেন। নিজের অভিষেক মৌসুমে তিনি মেরেছেন ২৪ ছক্কা। এক মৌসুমে এটা ২০ বছরের কম বয়সী ব্যাটারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ।
রাজস্থান, চেন্নাই, সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস—আইপিএল থেকে আগেভাগেই ছিটকে গেছে। এদিকে গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু—এই তিন দল আইপিএলের প্লে অফ নিশ্চিত করেছে। একটি জায়গার জন্য লড়াই চলছে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শুরু হওয়ার কথা মুম্বাই ইন্ডিয়ান্স-দিল্লি ক্যাপিটালস ম্যাচ। অন্যদিকে চেন্নাই তাদের লিগ পর্বের বাকি থাকা ম্যাচটি খেলবে গুজরাট টাইটান্সের বিপক্ষে। ২৫ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেবাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে চেন্নাই-গুজরাট ম্যাচ।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১০ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে