
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন পাকিস্তানে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিমরা বাংলাদেশ ‘এ’ দলের হয়ে একটি অনানুষ্ঠানিক চার দিনের ম্যাচ খেলেছেন পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে। ‘এ’ দলের দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটি শুরু হবে আগামীকাল থেকে। তবে পরশু বুধবার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের সিরিজের প্রথম টেস্ট।
পিন্ডি টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শুরুতেই পিচ সম্পর্কে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পিন্ডির পিচ পেসারদের জন্য বেশি অনুকূল হবে মনে হচ্ছে, হয়তো ব্যাটারদের জন্যও। দলে খুব বেশি স্পিনারও নেই, সাম্প্রতিক সময়ে আমাদের পেসাররাও উন্নতি করেছে। আমাদের দুজন অলরাউন্ডার রয়েছে, যারা স্পিনও করতে পারে—সাকিব আল হাসান ও মেহেদি মিরাজ। আমরা মুহূর্তের ওপর ভিত্তি করে সব ঠিক করব।’
করাচিতে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা থাকলেও ভেন্যু বদলে গেছে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টও হবে রাওয়ালপিন্ডিতে। তবে প্রথম টেস্টের জন্য পাকিস্তান দলে নেই কোনো স্পিনার। বাংলাদেশ দল আগে থেকে স্পিননির্ভর হলেও কন্ডিশন বিবেচনায় হাথুরুরও পিন্ডিতে পেসারদের নিয়ে একাদশ সাজানোর চিন্তা। পাকিস্তান সফরে যাওয়ার আগে উইকেট কেমন হবে মনে করেছিলেন বাংলাদেশ কোচ? এই প্রশ্নে হাথুরুর উত্তর, ‘আমরা আশা করেছি, পাকিস্তানের উইকেট বাংলাদেশের চেয়ে ভিন্ন হবে। আমাদের ভালো ফার্স্ট বোলার আছে। আমি পিসিবিকে ধন্যবাদ জানাই, আগে থেকে বাংলাদেশ ‘এ’ দলকে এখানে খেলতে দেওয়ায়। এখান (সংবাদ সম্মেলন) থেকে ১৫ মিনিট দূরে তারা খেলছে।’
সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পট পরিবর্তন হয়েছে। জুলাই-আগস্টে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছে কয়েকশত মানুষ। এ নিয়ে সংবাদ সম্মেলনে হাথুরু আবেগ প্রবণ হয়ে বলেন, ‘যে পরিবারগুলো তাদের আপনজন হারিয়েছে তাদের জন্য আমার প্রার্থনা রইল। খুব কঠিন দিন গেছে। আশা করি, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে। ছাত্ররা তাদের প্রাপ্য অধিকার পাবে। এই ঘটনা আমাকে ছুঁয়ে গেছে।’
রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিবর্তনের সুর বাজছে। আজ পদত্যাগ করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনেরও পদত্যাগের সম্ভাবনা রয়েছে। প্রধান কোচের পরিবর্তন নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে। এ নিয়ে হাথুরুর কথা, ‘বাংলাদেশ কোচ হিসেবে নিজের ভবিষ্যতের কথা যদি বলি, আমি নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। সেই পর্যন্ত আমি বাংলাদেশে কাজ করে যেতে চাই। তবে বোর্ড যে সিদ্ধান্ত নেবে সেটাই আমি মেনে নেব’

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন পাকিস্তানে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিমরা বাংলাদেশ ‘এ’ দলের হয়ে একটি অনানুষ্ঠানিক চার দিনের ম্যাচ খেলেছেন পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে। ‘এ’ দলের দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটি শুরু হবে আগামীকাল থেকে। তবে পরশু বুধবার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের সিরিজের প্রথম টেস্ট।
পিন্ডি টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শুরুতেই পিচ সম্পর্কে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পিন্ডির পিচ পেসারদের জন্য বেশি অনুকূল হবে মনে হচ্ছে, হয়তো ব্যাটারদের জন্যও। দলে খুব বেশি স্পিনারও নেই, সাম্প্রতিক সময়ে আমাদের পেসাররাও উন্নতি করেছে। আমাদের দুজন অলরাউন্ডার রয়েছে, যারা স্পিনও করতে পারে—সাকিব আল হাসান ও মেহেদি মিরাজ। আমরা মুহূর্তের ওপর ভিত্তি করে সব ঠিক করব।’
করাচিতে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা থাকলেও ভেন্যু বদলে গেছে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টও হবে রাওয়ালপিন্ডিতে। তবে প্রথম টেস্টের জন্য পাকিস্তান দলে নেই কোনো স্পিনার। বাংলাদেশ দল আগে থেকে স্পিননির্ভর হলেও কন্ডিশন বিবেচনায় হাথুরুরও পিন্ডিতে পেসারদের নিয়ে একাদশ সাজানোর চিন্তা। পাকিস্তান সফরে যাওয়ার আগে উইকেট কেমন হবে মনে করেছিলেন বাংলাদেশ কোচ? এই প্রশ্নে হাথুরুর উত্তর, ‘আমরা আশা করেছি, পাকিস্তানের উইকেট বাংলাদেশের চেয়ে ভিন্ন হবে। আমাদের ভালো ফার্স্ট বোলার আছে। আমি পিসিবিকে ধন্যবাদ জানাই, আগে থেকে বাংলাদেশ ‘এ’ দলকে এখানে খেলতে দেওয়ায়। এখান (সংবাদ সম্মেলন) থেকে ১৫ মিনিট দূরে তারা খেলছে।’
সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পট পরিবর্তন হয়েছে। জুলাই-আগস্টে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছে কয়েকশত মানুষ। এ নিয়ে সংবাদ সম্মেলনে হাথুরু আবেগ প্রবণ হয়ে বলেন, ‘যে পরিবারগুলো তাদের আপনজন হারিয়েছে তাদের জন্য আমার প্রার্থনা রইল। খুব কঠিন দিন গেছে। আশা করি, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে। ছাত্ররা তাদের প্রাপ্য অধিকার পাবে। এই ঘটনা আমাকে ছুঁয়ে গেছে।’
রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিবর্তনের সুর বাজছে। আজ পদত্যাগ করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনেরও পদত্যাগের সম্ভাবনা রয়েছে। প্রধান কোচের পরিবর্তন নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে। এ নিয়ে হাথুরুর কথা, ‘বাংলাদেশ কোচ হিসেবে নিজের ভবিষ্যতের কথা যদি বলি, আমি নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। সেই পর্যন্ত আমি বাংলাদেশে কাজ করে যেতে চাই। তবে বোর্ড যে সিদ্ধান্ত নেবে সেটাই আমি মেনে নেব’

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৫ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৬ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
৭ ঘণ্টা আগে