
মানুষ বেঁচে থাকে তাঁর কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়—প্রয়াত কিংবদন্তিদের নিয়ে এমন কথা বলা হয় বারবার। শেন ওয়ার্নও কী করে বাদ যাবেন! আড়াই বছর আগে পাড়ি জমিয়েছেন পরপারে। তবে তাঁর জন্মদিনের কথা স্মরণ করে সন্তানেরা আবেগঘন পোস্ট দিয়েছেন।
বেঁচে থাকলে আজ ৫৫ বছর পূর্ণ করতেন ওয়ার্ন। কিংবদন্তি লেগস্পিনারের জন্মদিনের কথা তাঁর পরিবার তো বটেই, বিশ্বের অসংখ্য ক্রিকেটপ্রেমীরা মনে রেখেছেন। ওপার থেকেও হয়তো অস্ট্রেলিয়ার কিংবদন্তি দেখছেন তাঁকে কীভাবে জন্মদিনের শুভেচ্ছা জানানো হচ্ছে। ওয়ার্নের বড় মেয়ে ব্রুক ওয়ার্ন বাবার ৫৫তম জন্মদিনে আবেগঘন পোস্ট দিয়েছেন সামাজিক মাধ্যমে। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ব্রুক গতকাল মধ্যরাতে লিখেছেন, ‘বাবা তোমাকে স্বর্গীয় জন্মদিনের শুভেচ্ছা। তোমাকে খুব ভালোবাসি। তোমার জন্য আজকের দিনটা সব সময়ই বিশেষ।’ ব্রুকের ছবিতে দেখা যাচ্ছে, সুইমিংপুলে বাবা ওয়ার্নের সঙ্গে আছেন তিনি (ব্রুক)।
সামাজিক মাধ্যমে ওয়ার্নকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ছেলে জ্যাকসন ওয়ার্ন। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জ্যাকসন বাবা ওয়ার্নের সঙ্গে সেলফি পোস্ট করেন। জ্যাকসন ক্যাপশন দিয়েছেন, ‘শুভ জন্মদিন বাবা শেন ওয়ার্ন।’ পোস্ট শেষে লাভ ইমোজি দিয়েছেন। এরপর হ্যাশট্যাগ দিয়ে ৫৫ লিখেছেন। সন্তানদের পাশাপাশি ওয়ার্নকে সামাজিক মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন অনেক ক্রিকেটপ্রেমী। ফেসবুকে দেখা যাচ্ছে, অনেকেই ওয়ার্নের টুপি খুলে স্যালুট করার আইকনিক ছবি পোস্ট করেছেন।
২০২২ সালের ৪ মার্চ ৫২ বছর বয়সে থাইল্যান্ডে মারা যান ওয়ার্ন। তখন ধারণা করা হয়েছিল হার্ট অ্যাটাকে তিনি মারা গিয়েছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক নেমে এসেছিল ক্রিকেট বিশ্বে। দেশি-বিদেশি তারকা ক্রিকেটাররা ওয়ার্নের মৃত্যুতে শোকবার্তা লিখেছিলেন সামাজিক মাধ্যমে। ওয়ার্নের সঙ্গে পুরোনো ঘটনার স্মৃতিচারণও করেছিলেন তখন অনেকে।
১৯৯২ থেকে ২০০৭ পর্যন্ত ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়ার্ন খেলেছেন ৩৩৯ ম্যাচ। টেস্ট ও ওয়ানডেতে খেলেছেন ১৪৫ ও ১৯৪ ম্যাচ। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ম্যাচ খেলেননি। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০১ উইকেট নিয়ে আছেন দুইয়ে। ১৩৪৭ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে মুত্তিয়া মুরালিধরন। যেখানে টেস্টে ওয়ার্ন পেয়েছেন ৭০৮ উইকেট।

মানুষ বেঁচে থাকে তাঁর কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়—প্রয়াত কিংবদন্তিদের নিয়ে এমন কথা বলা হয় বারবার। শেন ওয়ার্নও কী করে বাদ যাবেন! আড়াই বছর আগে পাড়ি জমিয়েছেন পরপারে। তবে তাঁর জন্মদিনের কথা স্মরণ করে সন্তানেরা আবেগঘন পোস্ট দিয়েছেন।
বেঁচে থাকলে আজ ৫৫ বছর পূর্ণ করতেন ওয়ার্ন। কিংবদন্তি লেগস্পিনারের জন্মদিনের কথা তাঁর পরিবার তো বটেই, বিশ্বের অসংখ্য ক্রিকেটপ্রেমীরা মনে রেখেছেন। ওপার থেকেও হয়তো অস্ট্রেলিয়ার কিংবদন্তি দেখছেন তাঁকে কীভাবে জন্মদিনের শুভেচ্ছা জানানো হচ্ছে। ওয়ার্নের বড় মেয়ে ব্রুক ওয়ার্ন বাবার ৫৫তম জন্মদিনে আবেগঘন পোস্ট দিয়েছেন সামাজিক মাধ্যমে। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ব্রুক গতকাল মধ্যরাতে লিখেছেন, ‘বাবা তোমাকে স্বর্গীয় জন্মদিনের শুভেচ্ছা। তোমাকে খুব ভালোবাসি। তোমার জন্য আজকের দিনটা সব সময়ই বিশেষ।’ ব্রুকের ছবিতে দেখা যাচ্ছে, সুইমিংপুলে বাবা ওয়ার্নের সঙ্গে আছেন তিনি (ব্রুক)।
সামাজিক মাধ্যমে ওয়ার্নকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ছেলে জ্যাকসন ওয়ার্ন। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জ্যাকসন বাবা ওয়ার্নের সঙ্গে সেলফি পোস্ট করেন। জ্যাকসন ক্যাপশন দিয়েছেন, ‘শুভ জন্মদিন বাবা শেন ওয়ার্ন।’ পোস্ট শেষে লাভ ইমোজি দিয়েছেন। এরপর হ্যাশট্যাগ দিয়ে ৫৫ লিখেছেন। সন্তানদের পাশাপাশি ওয়ার্নকে সামাজিক মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন অনেক ক্রিকেটপ্রেমী। ফেসবুকে দেখা যাচ্ছে, অনেকেই ওয়ার্নের টুপি খুলে স্যালুট করার আইকনিক ছবি পোস্ট করেছেন।
২০২২ সালের ৪ মার্চ ৫২ বছর বয়সে থাইল্যান্ডে মারা যান ওয়ার্ন। তখন ধারণা করা হয়েছিল হার্ট অ্যাটাকে তিনি মারা গিয়েছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক নেমে এসেছিল ক্রিকেট বিশ্বে। দেশি-বিদেশি তারকা ক্রিকেটাররা ওয়ার্নের মৃত্যুতে শোকবার্তা লিখেছিলেন সামাজিক মাধ্যমে। ওয়ার্নের সঙ্গে পুরোনো ঘটনার স্মৃতিচারণও করেছিলেন তখন অনেকে।
১৯৯২ থেকে ২০০৭ পর্যন্ত ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়ার্ন খেলেছেন ৩৩৯ ম্যাচ। টেস্ট ও ওয়ানডেতে খেলেছেন ১৪৫ ও ১৯৪ ম্যাচ। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ম্যাচ খেলেননি। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০১ উইকেট নিয়ে আছেন দুইয়ে। ১৩৪৭ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে মুত্তিয়া মুরালিধরন। যেখানে টেস্টে ওয়ার্ন পেয়েছেন ৭০৮ উইকেট।

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
৫ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
৬ ঘণ্টা আগে