
মার্চের শুরুতে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছিল বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ আহমেদাবাদে হতে পারে। এশিয়া কাপের জটিলতায় এ নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। তবে আজ জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিশ্বকাপ খসড়া সূচি অনুযায়ী দুদলের ম্যাচটি ওখানেই হবে।
নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে কিছুদিন আগে আপত্তি জানানো পাকিস্তান রাজি আছে বলে জানা গেছে। খসড়া সূচি অনুযায়ী বাংলাদেশের দুটি ম্যাচের ভেন্যুও জানা গেছে। ভারতে বিপক্ষে বাংলাদেশের ম্যাচ পুনেতে হবে। আর পাকিস্তানের বিপক্ষে কলকাতায় খেলবে বাংলাদেশ। খসড়া সূচিতে ১৯ অক্টোবর ভারতে বিপক্ষে আর পাকিস্তানের বিপক্ষে ৩১ অক্টোবর ম্যাচ রাখা হয়েছে।
এশিয়া কাপ নিয়ে হাইব্রিড মডেলে ভারত সম্মতি জানানোয় আহমেদাবাদে বিশ্বকাপের ম্যাচ খেলতে পাকিস্তান রাজি হয়েছে বলে জানা গেছে। এর আগে তো ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার হুমকিও দিয়ে রেখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই দলের ব্লকবাস্টার ম্যাচটি ১৫ অক্টোবর হবে।
ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ভারতে ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। আর শেষ হবে ১৫ নভেম্বর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড। স্বাগতিকেরা নিজেদের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ অক্টোবর।
২০১৯ বিশ্বকাপের আদলেই হবে ২০২৩ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে ১০ দলের ম্যাচ হবে ৪৮ টি। বিশ্বকাপ আয়োজন করতে কমপক্ষে ১২ স্টেডিয়ামের সংক্ষিপ্ত তালিকা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জানা গেছে খসড়া সূচিটি এরই মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর কাছে পৌঁছে গেছে। আগামীকাল দক্ষিণ আফ্রিকায় আইসিসির বোর্ড সভায় খসড়া সূচিটি চূড়ান্ত অনুমোদন পেতে পারে। যদি আগামীকাল না হয় তাহলে এ সপ্তাহের মধ্যেই নাকি চূড়ান্ত সূচি পাওয়া যাবে।

মার্চের শুরুতে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছিল বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ আহমেদাবাদে হতে পারে। এশিয়া কাপের জটিলতায় এ নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। তবে আজ জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিশ্বকাপ খসড়া সূচি অনুযায়ী দুদলের ম্যাচটি ওখানেই হবে।
নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে কিছুদিন আগে আপত্তি জানানো পাকিস্তান রাজি আছে বলে জানা গেছে। খসড়া সূচি অনুযায়ী বাংলাদেশের দুটি ম্যাচের ভেন্যুও জানা গেছে। ভারতে বিপক্ষে বাংলাদেশের ম্যাচ পুনেতে হবে। আর পাকিস্তানের বিপক্ষে কলকাতায় খেলবে বাংলাদেশ। খসড়া সূচিতে ১৯ অক্টোবর ভারতে বিপক্ষে আর পাকিস্তানের বিপক্ষে ৩১ অক্টোবর ম্যাচ রাখা হয়েছে।
এশিয়া কাপ নিয়ে হাইব্রিড মডেলে ভারত সম্মতি জানানোয় আহমেদাবাদে বিশ্বকাপের ম্যাচ খেলতে পাকিস্তান রাজি হয়েছে বলে জানা গেছে। এর আগে তো ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার হুমকিও দিয়ে রেখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই দলের ব্লকবাস্টার ম্যাচটি ১৫ অক্টোবর হবে।
ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ভারতে ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। আর শেষ হবে ১৫ নভেম্বর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড। স্বাগতিকেরা নিজেদের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ অক্টোবর।
২০১৯ বিশ্বকাপের আদলেই হবে ২০২৩ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে ১০ দলের ম্যাচ হবে ৪৮ টি। বিশ্বকাপ আয়োজন করতে কমপক্ষে ১২ স্টেডিয়ামের সংক্ষিপ্ত তালিকা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জানা গেছে খসড়া সূচিটি এরই মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর কাছে পৌঁছে গেছে। আগামীকাল দক্ষিণ আফ্রিকায় আইসিসির বোর্ড সভায় খসড়া সূচিটি চূড়ান্ত অনুমোদন পেতে পারে। যদি আগামীকাল না হয় তাহলে এ সপ্তাহের মধ্যেই নাকি চূড়ান্ত সূচি পাওয়া যাবে।

টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
২৭ মিনিট আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
১ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। আইসিসির ইভেন্ট মাঠে গড়ানোর আগে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের ইস্যু নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এবার পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটারদের ভিসা ভারত প্রত্যাখ্যান করেছে বলে শোনা গেছে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত সময় পার করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কমপক্ষে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে দলটি। যার প্রথমটি শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সেই দল ঘোষণায় চমক দেখাল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
২ ঘণ্টা আগে