ক্রীড়া ডেস্ক

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডেতে কটকের বরাবাতি স্টেডিয়ামে ফ্লাডলাইট বিপর্যয় নিয়ে বিদ্রুপের শিকার হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সামাজিকমাধ্যমে যে যেভাবে পেরেছেন, ধুয়ে দিয়েছেন বিসিসিআইকে। এবার এই ঘটনায় কারণ দর্শানোর নোটিশ চলে গেছে ওডিশা ক্রিকেট সংস্থার (ওসিএ) কাছে।
ওডিশা রাজ্যের ক্রীড়া বিভাগের পরিচালক সিদ্ধার্থ দাস কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন ওসিএ’র কাছে। নোটিশে বলা হয়েছে, ‘ওডিশা ক্রিকেট সংস্থাকে বিদ্যুৎ বিভ্রাটের ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহে এমন ঝামেলা কেন হলো, কোন সংস্থা বা ব্যক্তি এই ঘটনায় জড়িত ও ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এড়াতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সব কিছুর জবাব দিতে হবে।’
ওসিএ-কে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। ফ্লাডলাইট বিপর্যয়ের কারণে ৩০ মিনিট যে খেলা বন্ধ ছিল, তাতে ক্রিকেটার, ভক্ত-সমর্থকেরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
ওসিএ বর্তমানে সভাপতি ছাড়া চলছে। সংস্থাটির প্রধান নির্বাহী হিসেবে কাজ করছেন সুব্রত বেহেরা। আর নোটিশটা গেছে ওসিএ সচিব সঞ্জয় বেহেরার কাছে। সঞ্জয়ের এ ব্যাপারে কোনো মন্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যদিও পরশু ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডের সময় তিনি মাঠেই ছিলেন।
ওডিশা রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ রামজি ফ্লাডলাইট বিপর্যয়ের দিন মাঠে ছিলেন। এই ঘটনাকে রাজ্য সরকার খুবই সতর্কতার সঙ্গে দেখছে। এদিকে ওসিএ’র কাছে পাঠানো মেইল নিয়ে কথা বলেছেন দাস নামের এক আইএএস অফিসার। ক্রিকবাজকে তিনি বলেন, ‘আমার মেইলটি আত্ম ব্যাখ্যামূলক। ওসিএকে ব্যাখ্যা দিতে বলেছি যে কী কারণে বিদ্যুৎ গোলযোগ হয়েছে এবং কেমন ধরনের পদক্ষেপ তারা নিতে যাচ্ছেন।’
ইংল্যান্ডের দেওয়া ৩০৫ রানের লক্ষ্যে নেমে পরশু দ্বিতীয় ওয়ানডেতে ৬.১ ওভারে বিনা উইকেটে ৪৮ রান তুলে ফেলে ভারত। তখন মাঠের একটা ফ্লাডলাইট হঠাৎই বন্ধ হয়ে যায়। মাঠের দুই আম্পায়ার জয়ারামান মদনগোপাল, ক্রিস ব্রাউন ক্রিকেটারদের মাঠ ছাড়তে বলেন। ফ্লাডলাইট বিভ্রাটের কারণে ৩০ মিনিটের মতো খেলা বন্ধ ছিল।
ফ্লাডলাইট বিপর্যয় হলেও ভারত সিরিজ নিশ্চিত করেছে দ্বিতীয় ওয়ানডেতেই। ৪৪.৩ ওভারে ৬ উইকেটে ৩০৮ রান করে ভারত। আহমেদাবাদে আগামীকাল সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড।

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডেতে কটকের বরাবাতি স্টেডিয়ামে ফ্লাডলাইট বিপর্যয় নিয়ে বিদ্রুপের শিকার হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সামাজিকমাধ্যমে যে যেভাবে পেরেছেন, ধুয়ে দিয়েছেন বিসিসিআইকে। এবার এই ঘটনায় কারণ দর্শানোর নোটিশ চলে গেছে ওডিশা ক্রিকেট সংস্থার (ওসিএ) কাছে।
ওডিশা রাজ্যের ক্রীড়া বিভাগের পরিচালক সিদ্ধার্থ দাস কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন ওসিএ’র কাছে। নোটিশে বলা হয়েছে, ‘ওডিশা ক্রিকেট সংস্থাকে বিদ্যুৎ বিভ্রাটের ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহে এমন ঝামেলা কেন হলো, কোন সংস্থা বা ব্যক্তি এই ঘটনায় জড়িত ও ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এড়াতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সব কিছুর জবাব দিতে হবে।’
ওসিএ-কে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। ফ্লাডলাইট বিপর্যয়ের কারণে ৩০ মিনিট যে খেলা বন্ধ ছিল, তাতে ক্রিকেটার, ভক্ত-সমর্থকেরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
ওসিএ বর্তমানে সভাপতি ছাড়া চলছে। সংস্থাটির প্রধান নির্বাহী হিসেবে কাজ করছেন সুব্রত বেহেরা। আর নোটিশটা গেছে ওসিএ সচিব সঞ্জয় বেহেরার কাছে। সঞ্জয়ের এ ব্যাপারে কোনো মন্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যদিও পরশু ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডের সময় তিনি মাঠেই ছিলেন।
ওডিশা রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ রামজি ফ্লাডলাইট বিপর্যয়ের দিন মাঠে ছিলেন। এই ঘটনাকে রাজ্য সরকার খুবই সতর্কতার সঙ্গে দেখছে। এদিকে ওসিএ’র কাছে পাঠানো মেইল নিয়ে কথা বলেছেন দাস নামের এক আইএএস অফিসার। ক্রিকবাজকে তিনি বলেন, ‘আমার মেইলটি আত্ম ব্যাখ্যামূলক। ওসিএকে ব্যাখ্যা দিতে বলেছি যে কী কারণে বিদ্যুৎ গোলযোগ হয়েছে এবং কেমন ধরনের পদক্ষেপ তারা নিতে যাচ্ছেন।’
ইংল্যান্ডের দেওয়া ৩০৫ রানের লক্ষ্যে নেমে পরশু দ্বিতীয় ওয়ানডেতে ৬.১ ওভারে বিনা উইকেটে ৪৮ রান তুলে ফেলে ভারত। তখন মাঠের একটা ফ্লাডলাইট হঠাৎই বন্ধ হয়ে যায়। মাঠের দুই আম্পায়ার জয়ারামান মদনগোপাল, ক্রিস ব্রাউন ক্রিকেটারদের মাঠ ছাড়তে বলেন। ফ্লাডলাইট বিভ্রাটের কারণে ৩০ মিনিটের মতো খেলা বন্ধ ছিল।
ফ্লাডলাইট বিপর্যয় হলেও ভারত সিরিজ নিশ্চিত করেছে দ্বিতীয় ওয়ানডেতেই। ৪৪.৩ ওভারে ৬ উইকেটে ৩০৮ রান করে ভারত। আহমেদাবাদে আগামীকাল সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৫ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৬ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৬ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৮ ঘণ্টা আগে