আজকের পত্রিকা ডেস্ক

আইপিএলের মতো ‘হটকেক’ টুর্নামেন্ট নিয়ে আগ্রহ থাকে বিশ্বের অনেক ক্রিকেটারেরই। এবারেরটা যেহেতু মেগা নিলাম ছিল, তাতে অন্যান্যদের মতো বাংলাদেশের ভক্ত-সমর্থকদের আশা ছিল অনেক বেশি। কিন্তু মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনদের কেউই কোনো দল পাননি ২০২৫ আইপিএলে।
এবারের আইপিএলে সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের ১৩ ক্রিকেটার নাম দিলেও সেটাকে আইপিএল কর্তৃপক্ষ সংখ্যাটা ১২ তে নিয়ে আসে। মোস্তাফিজ, রিশাদসহ ছিলেন সাকিব আল হাসান, লিটন দাস, তানজিম হাসান সাকিব, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। তবে সৌদি আরবের জেদ্দায় পরশু শেষ হওয়া দুই দিন ব্যাপী মেগা নিলামে আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজিই তাঁদের নিয়ে আগ্রহ প্রকাশ করেনি। যেখানে ২০২৪ আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দুর্দান্ত খেলে আলোচনায় ছিলেন মোস্তাফিজ। এমনকি বাংলাদেশের বাঁহাতি পেসারের সঙ্গে এবার যোগাযোগও করেছিল চেন্নাই।
বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে নেওয়ার ক্ষেত্রে হয়তো ফ্র্যাঞ্চাইজিগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অতীত কর্মকাণ্ডের কথা মনে রেখেছিল। কারণ, এর আগে শরীফুল ইসলাম, তাসকিন আহমেদদের আগে কয়েকবার আইপিএল খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল ঠিকই। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বিসিবি থেকে মেলেনি অনাপত্তিপত্র (এনওসি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের কথাতেও তেমন কিছুরই ইঙ্গিত মিলেছে। মিরপুরে আজ সাংবাদিকদের বিসিবি পরিচালক বলেন, ‘জোর করে তো ফ্র্যাঞ্চাইজি লিগে নেওয়া যাবে না। যোগ্যতা থাকলে যেতে পারবে। আমাদের জন্য সুযোগ ছিল গত বছর বা তার আগের বছরও আমাদের সুযোগ ছিল। সেটাকে কাজে লাগাতে পারিনি। আমার মতে এই সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করা উচিত।’
আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ৬৩ ম্যাচ খেলেছেন সাকিব। এই তালিকায় দুইয়ে থাকা মোস্তাফিজ ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেন ৫৭ ম্যাচ। তবে সাকিব আইপিএলে সবশেষ খেলেছেন ২০২১ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তাঁর পারফরম্যান্স আশানুরূপ নয়। এছাড়া লিটন, হৃদয়দের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পারফরম্যান্সে ধারাবাহিকতার বড্ড অভাব। ফাহিমের কণ্ঠে তাই ঝরেছে আক্ষেপ, ‘ব্যক্তিগতভাবে আমার দুঃখ হয়, আমি কিন্তু সরাসরিভাবেই আমাদের মানটাকে বিচার করি। পৃথিবীর মঞ্চে জায়গা পাওয়ার মানে আমাদের অবস্থা ভালো। কিন্তু এখানে যদি জায়গা না পাই, সেটার মানে অবস্থা ভালো নয়।’
আফগানিস্তানের ক্রিকেটাররা বিশ্বজুড়ে দেশি-বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ান নিয়মিত। এবারের আইপিএলে দল পেয়েছেন ৭ আফগান ক্রিকেটার। যেখানে আফগান রহস্যময় স্পিনার মোহাম্মদ গজনফারকে ৪ কোটি ৮০ লাখ রুপিতে কিনেছে মুম্বাই ইন্ডিয়ানস। টি-টোয়েন্টিতে আফগানদের দাপুটে পারফরম্যান্সের পেছনে আইপিএলের মতো টুর্নামেন্টের অবদান রয়েছে বলে মনে করেন ফাহিম। বিসিবি নির্বাচক বলেন, ‘আফগানিস্তান শুধু এই করেই কিন্তু ওদের খেলোয়াড়দের ধীরে ধীরে এই জায়গায় নিয়ে এসেছে। আস্তে আস্তে এই জায়গায় ওদের খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে, আমরা পিছিয়ে পড়েছি।’
২০২৫ আইপিএল সামনে রেখে অনুষ্ঠিত মেগা নিলামে ভেঙে গেছে পূর্বের রেকর্ড। ২৭ কোটি রুপিতে ঋষভ পন্তকে এবার নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। যা আইপিএল ইতিহাসেই সর্বোচ্চ। এবারই ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে শ্রেয়াস আইয়ারকে কিনেছে পাঞ্জাব কিংস। আইপিএলে সর্বোচ্চ দামি ক্রিকেটারের তালিকায় তিনে আছেন মিচেল স্টার্ক। গত আইপিএলে স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স।

আইপিএলের মতো ‘হটকেক’ টুর্নামেন্ট নিয়ে আগ্রহ থাকে বিশ্বের অনেক ক্রিকেটারেরই। এবারেরটা যেহেতু মেগা নিলাম ছিল, তাতে অন্যান্যদের মতো বাংলাদেশের ভক্ত-সমর্থকদের আশা ছিল অনেক বেশি। কিন্তু মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনদের কেউই কোনো দল পাননি ২০২৫ আইপিএলে।
এবারের আইপিএলে সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের ১৩ ক্রিকেটার নাম দিলেও সেটাকে আইপিএল কর্তৃপক্ষ সংখ্যাটা ১২ তে নিয়ে আসে। মোস্তাফিজ, রিশাদসহ ছিলেন সাকিব আল হাসান, লিটন দাস, তানজিম হাসান সাকিব, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। তবে সৌদি আরবের জেদ্দায় পরশু শেষ হওয়া দুই দিন ব্যাপী মেগা নিলামে আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজিই তাঁদের নিয়ে আগ্রহ প্রকাশ করেনি। যেখানে ২০২৪ আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দুর্দান্ত খেলে আলোচনায় ছিলেন মোস্তাফিজ। এমনকি বাংলাদেশের বাঁহাতি পেসারের সঙ্গে এবার যোগাযোগও করেছিল চেন্নাই।
বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে নেওয়ার ক্ষেত্রে হয়তো ফ্র্যাঞ্চাইজিগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অতীত কর্মকাণ্ডের কথা মনে রেখেছিল। কারণ, এর আগে শরীফুল ইসলাম, তাসকিন আহমেদদের আগে কয়েকবার আইপিএল খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল ঠিকই। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বিসিবি থেকে মেলেনি অনাপত্তিপত্র (এনওসি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের কথাতেও তেমন কিছুরই ইঙ্গিত মিলেছে। মিরপুরে আজ সাংবাদিকদের বিসিবি পরিচালক বলেন, ‘জোর করে তো ফ্র্যাঞ্চাইজি লিগে নেওয়া যাবে না। যোগ্যতা থাকলে যেতে পারবে। আমাদের জন্য সুযোগ ছিল গত বছর বা তার আগের বছরও আমাদের সুযোগ ছিল। সেটাকে কাজে লাগাতে পারিনি। আমার মতে এই সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করা উচিত।’
আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ৬৩ ম্যাচ খেলেছেন সাকিব। এই তালিকায় দুইয়ে থাকা মোস্তাফিজ ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেন ৫৭ ম্যাচ। তবে সাকিব আইপিএলে সবশেষ খেলেছেন ২০২১ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তাঁর পারফরম্যান্স আশানুরূপ নয়। এছাড়া লিটন, হৃদয়দের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পারফরম্যান্সে ধারাবাহিকতার বড্ড অভাব। ফাহিমের কণ্ঠে তাই ঝরেছে আক্ষেপ, ‘ব্যক্তিগতভাবে আমার দুঃখ হয়, আমি কিন্তু সরাসরিভাবেই আমাদের মানটাকে বিচার করি। পৃথিবীর মঞ্চে জায়গা পাওয়ার মানে আমাদের অবস্থা ভালো। কিন্তু এখানে যদি জায়গা না পাই, সেটার মানে অবস্থা ভালো নয়।’
আফগানিস্তানের ক্রিকেটাররা বিশ্বজুড়ে দেশি-বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ান নিয়মিত। এবারের আইপিএলে দল পেয়েছেন ৭ আফগান ক্রিকেটার। যেখানে আফগান রহস্যময় স্পিনার মোহাম্মদ গজনফারকে ৪ কোটি ৮০ লাখ রুপিতে কিনেছে মুম্বাই ইন্ডিয়ানস। টি-টোয়েন্টিতে আফগানদের দাপুটে পারফরম্যান্সের পেছনে আইপিএলের মতো টুর্নামেন্টের অবদান রয়েছে বলে মনে করেন ফাহিম। বিসিবি নির্বাচক বলেন, ‘আফগানিস্তান শুধু এই করেই কিন্তু ওদের খেলোয়াড়দের ধীরে ধীরে এই জায়গায় নিয়ে এসেছে। আস্তে আস্তে এই জায়গায় ওদের খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে, আমরা পিছিয়ে পড়েছি।’
২০২৫ আইপিএল সামনে রেখে অনুষ্ঠিত মেগা নিলামে ভেঙে গেছে পূর্বের রেকর্ড। ২৭ কোটি রুপিতে ঋষভ পন্তকে এবার নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। যা আইপিএল ইতিহাসেই সর্বোচ্চ। এবারই ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে শ্রেয়াস আইয়ারকে কিনেছে পাঞ্জাব কিংস। আইপিএলে সর্বোচ্চ দামি ক্রিকেটারের তালিকায় তিনে আছেন মিচেল স্টার্ক। গত আইপিএলে স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স।

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে প্রতীক্ষিত জয়ের স্বাদ পেল বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে আজ ভুটানকে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখল সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন ফরোয়ার্ড মঈন আহমেদ।
২৮ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওপেনারদের নিয়ে চিন্তিত বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। ফর্মে নেই তানজিদ হাসান তামিম, সাইফ হাসানরা। এই প্রসঙ্গে প্রশ্ন উঠতেই চটে যান হৃদয়। এই ব্যাটারের দাবি, ক্রিকেটারদের ওপরে তুলা এবং নিচে নামানোর কাজটা করেন সাংবাদিকরা। যেটা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
বিপিএলের চলতি পর্বে রংপুর রাইডার্সের হয়ে ওপেনিংয়ে নেমে ধারাবাহিকভাবে রান করছেন তাওহীদ হৃদয়। তবে টি–টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে দিয়ে ওপেনিং করানোর পরিকল্পনা নেই বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাসের। সবকিছু ঠিক থাকলে মিডল অর্ডারেই নামতে হবে হৃদয়কে।
১ ঘণ্টা আগে
হাসান মাহমুদকে স্কয়ার লেগে বলটা ঠেলে তাওহীদ হৃদয় ২ রান নিতেই রংপুর রাইডার্সের ডাগআউট থেকে ভেসে আসে করতালির শব্দ। সেঞ্চুরি ছোঁয়ার পর হৃদয় হেলমেট খুলে উঁচিয়ে ধরলেন তাঁর ব্যাট। তিন অঙ্ক ছুঁয়ে মিরপুর শেরেবাংলার পিচে সিজদা দিয়েছেন ২৫ বছর বয়সী এই ওপেনার।
৪ ঘণ্টা আগে