
ক্রিকেটে এখনো পর্যন্ত তেমন পরাশক্তি হয়ে উঠতে পারেনি নেপাল। সেই নেপালেরই সন্দীপ লামিচানে দারুণ ছড়ি ঘোরাচ্ছেন। নেপালি লেগ স্পিনারের বোলিংয়ে বোকা বনে যান বিশ্বের অনেক তারকা ব্যাটাররাও। এবার এই লামিচানেকেই ছাড়িয়ে গেলেন থাইল্যান্ডের নারী ক্রিকেটার নাতায়া বুচাথাম।
৯৮ উইকেট নিয়ে গতকাল খেলতে নেমেছেন বুচাথাম। কুয়ালালামপুরের সেলাঙ্গোর টার্ফ ক্লাবে থাইল্যান্ড নারী দলের প্রতিপক্ষ ছিল কুয়েত নারী দল। ম্যাচটি ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বের ম্যাচ। টস হেরে ব্যাটিং পায় কুয়েত। কুয়েতের ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন বুচাথাম। তৃতীয় বলে নিয়েছেন কুয়েত অধিনায়ক আমনা তারিককে। একই ওভারের শেষ বলে জিফা জিলানিকে ফিরিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান বুচাথাম। নারী, পুরুষ সব ক্রিকেটে সহযোগী দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নিয়েছেন বুচাথাম। থাই নারী স্পিনার এরপর আরও এক উইকেট নিলে ৭৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর উইকেটের সংখ্যা হয় ১০১। অন্যদিকে নেপালের লামিচানে ৪৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ৮৫ উইকেট। বুচাথামের রেকর্ড গড়ার দিনে অবশ্য ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে। কুয়েত ৯.৫ ওভারে ৪ উইকেটে ২২ রান করার পরই খেলা থেমে যায়।
নারী ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১২৮ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার মেগান শ্যুট। ১২৬ ও ১২৫ উইকেট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় পাকিস্তানের নিদা দার ও ওয়েস্ট ইন্ডিজের আনিসা মোহাম্মদ। আর ছেলেদের ক্রিকেটে উইকেটে শীর্ষে ওঠা নিয়ে মধুর প্রতিযোগিতা চলছে টিম সাউদি ও সাকিব আল হাসানের। ১৪৪ উইকেট নিয়ে শীর্ষে সাউদি। ১৪২ উইকেট নিয়ে সাকিব নিশ্বাস ফেলছেন সাউদির ঘাড়ে।

ক্রিকেটে এখনো পর্যন্ত তেমন পরাশক্তি হয়ে উঠতে পারেনি নেপাল। সেই নেপালেরই সন্দীপ লামিচানে দারুণ ছড়ি ঘোরাচ্ছেন। নেপালি লেগ স্পিনারের বোলিংয়ে বোকা বনে যান বিশ্বের অনেক তারকা ব্যাটাররাও। এবার এই লামিচানেকেই ছাড়িয়ে গেলেন থাইল্যান্ডের নারী ক্রিকেটার নাতায়া বুচাথাম।
৯৮ উইকেট নিয়ে গতকাল খেলতে নেমেছেন বুচাথাম। কুয়ালালামপুরের সেলাঙ্গোর টার্ফ ক্লাবে থাইল্যান্ড নারী দলের প্রতিপক্ষ ছিল কুয়েত নারী দল। ম্যাচটি ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বের ম্যাচ। টস হেরে ব্যাটিং পায় কুয়েত। কুয়েতের ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন বুচাথাম। তৃতীয় বলে নিয়েছেন কুয়েত অধিনায়ক আমনা তারিককে। একই ওভারের শেষ বলে জিফা জিলানিকে ফিরিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান বুচাথাম। নারী, পুরুষ সব ক্রিকেটে সহযোগী দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নিয়েছেন বুচাথাম। থাই নারী স্পিনার এরপর আরও এক উইকেট নিলে ৭৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর উইকেটের সংখ্যা হয় ১০১। অন্যদিকে নেপালের লামিচানে ৪৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ৮৫ উইকেট। বুচাথামের রেকর্ড গড়ার দিনে অবশ্য ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে। কুয়েত ৯.৫ ওভারে ৪ উইকেটে ২২ রান করার পরই খেলা থেমে যায়।
নারী ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১২৮ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার মেগান শ্যুট। ১২৬ ও ১২৫ উইকেট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় পাকিস্তানের নিদা দার ও ওয়েস্ট ইন্ডিজের আনিসা মোহাম্মদ। আর ছেলেদের ক্রিকেটে উইকেটে শীর্ষে ওঠা নিয়ে মধুর প্রতিযোগিতা চলছে টিম সাউদি ও সাকিব আল হাসানের। ১৪৪ উইকেট নিয়ে শীর্ষে সাউদি। ১৪২ উইকেট নিয়ে সাকিব নিশ্বাস ফেলছেন সাউদির ঘাড়ে।

রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারের হারের ক্ষত নিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো না নুরুল হাসানের সোহানের দলকে। সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
৬ ঘণ্টা আগে
দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তন হয় গ্রায়েম ক্রেমারের। ফেরার পর জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ ম্যাচ। এবার আরও একটি সুখবর পেলেন এই লেগস্পিনার। তাঁকে রেখেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
৬ ঘণ্টা আগে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারীর ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
৭ ঘণ্টা আগে
সময়টা এখন মোস্তাফিজুর রহমানের। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন এই বাঁ হাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে পার করেছেন দারুণ সময়। এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ।
৮ ঘণ্টা আগে