
এবারের আইপিএলে নিজের পুরোনো ছন্দটা খুঁজে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশি পেসারের দুর্দান্ত বোলিংয়ের সামনে নাকাল হচ্ছেন ব্যাটাররা। আজ আরও একবার সেই ঝলকটাই দেখাতে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষ মাঠে নামছেন মোস্তাফিজ।
মুম্বাইয়ের বিপক্ষে মোস্তাফিজকে রেখেই একাদশ ঘোষণা করেছে চেন্নাই সুপার কিংস। তাঁর সঙ্গে একাদশে সুযোগ পাওয়া অন্য দুই বিদেশি হচ্ছেন—নিউজিল্যান্ডের দুই অলরাউন্ডার রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল। অন্যদিকে শ্রীলঙ্কার পেসার মাতিশা পাতিরানাকে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে বোলিংয়ের সময় নেওয়ার কথা জানিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। সর্বশেষ দুই ম্যাচে ছিলেন না পাতিরানা। ‘বেবি মালিঙ্গা’ খ্যাত পেসারকে জায়গা দিতে বেঞ্চে যেতে হয়েছে তাঁরই স্বদেশি স্পিনার মহিশ তিকশানাকে।
ওয়াংখেড়েতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। চেন্নাইয়ের একাদশে সুযোগ পাওয়ায় নিজের হারানো রাজত্ব ফিরে পাওয়ার লক্ষ্যেও থাকবে মোস্তাফিজের। লক্ষ্যটা হচ্ছে—আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার ‘পার্পল ক্যাপ’ নিজের করে নেওয়ার। ৫ ম্যাচে ৯ উইকেট নিয়ে বর্তমান তিনে আছেন বাঁহাতি পেসার। ১১ উইকেট নিয়ে বর্তমানে পার্পল ক্যাপের মালিক রাজস্থান রয়্যালসের স্পিনার যুজবেন্দ্র চাহাল। দুজনের মাঝে আছেন আজকের ম্যাচে মোস্তাফিজের প্রতিপক্ষ জাসপ্রিত বুমরা। সেদিক থেকে চূড়ায় ওঠার লক্ষ্যে নামবেন ১০ উইকেট নেওয়া মুম্বাইয়ের পেসারও।
আইপিএলের সফলতম দুই দল চেন্নাই-মুম্বাই। যারা সমান সর্বোচ্চ ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে টুর্নামেন্টে। দুই দলের অতীত লড়াই, ইতিহাস এবং টুর্নামেন্টে সফলতার কারণে আজকের ম্যাচকে আইপিএলের ‘এল ক্ল্যাসিকো’ নাম দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার এবং বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা ইয়ান বিশপ। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার রুদ্ধশ্বাস লড়াইয়ের সঙ্গেই আইপিএলের দুই সফলতম দলের তুলনা করেছেন তিনি। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘আজ এল ক্লাসিকো। ওয়াংখেড়েতে চেন্নাই-মুম্বাই ম্যাচে দারুণ কিছু হতে যাচ্ছে।’ নিশ্চিতভাবে মোস্তাফিজও দারুণ কিছু করার লক্ষ্যে নামবেন হেভিওয়েট ম্যাচে।

এবারের আইপিএলে নিজের পুরোনো ছন্দটা খুঁজে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশি পেসারের দুর্দান্ত বোলিংয়ের সামনে নাকাল হচ্ছেন ব্যাটাররা। আজ আরও একবার সেই ঝলকটাই দেখাতে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষ মাঠে নামছেন মোস্তাফিজ।
মুম্বাইয়ের বিপক্ষে মোস্তাফিজকে রেখেই একাদশ ঘোষণা করেছে চেন্নাই সুপার কিংস। তাঁর সঙ্গে একাদশে সুযোগ পাওয়া অন্য দুই বিদেশি হচ্ছেন—নিউজিল্যান্ডের দুই অলরাউন্ডার রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল। অন্যদিকে শ্রীলঙ্কার পেসার মাতিশা পাতিরানাকে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে বোলিংয়ের সময় নেওয়ার কথা জানিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। সর্বশেষ দুই ম্যাচে ছিলেন না পাতিরানা। ‘বেবি মালিঙ্গা’ খ্যাত পেসারকে জায়গা দিতে বেঞ্চে যেতে হয়েছে তাঁরই স্বদেশি স্পিনার মহিশ তিকশানাকে।
ওয়াংখেড়েতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। চেন্নাইয়ের একাদশে সুযোগ পাওয়ায় নিজের হারানো রাজত্ব ফিরে পাওয়ার লক্ষ্যেও থাকবে মোস্তাফিজের। লক্ষ্যটা হচ্ছে—আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার ‘পার্পল ক্যাপ’ নিজের করে নেওয়ার। ৫ ম্যাচে ৯ উইকেট নিয়ে বর্তমান তিনে আছেন বাঁহাতি পেসার। ১১ উইকেট নিয়ে বর্তমানে পার্পল ক্যাপের মালিক রাজস্থান রয়্যালসের স্পিনার যুজবেন্দ্র চাহাল। দুজনের মাঝে আছেন আজকের ম্যাচে মোস্তাফিজের প্রতিপক্ষ জাসপ্রিত বুমরা। সেদিক থেকে চূড়ায় ওঠার লক্ষ্যে নামবেন ১০ উইকেট নেওয়া মুম্বাইয়ের পেসারও।
আইপিএলের সফলতম দুই দল চেন্নাই-মুম্বাই। যারা সমান সর্বোচ্চ ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে টুর্নামেন্টে। দুই দলের অতীত লড়াই, ইতিহাস এবং টুর্নামেন্টে সফলতার কারণে আজকের ম্যাচকে আইপিএলের ‘এল ক্ল্যাসিকো’ নাম দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার এবং বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা ইয়ান বিশপ। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার রুদ্ধশ্বাস লড়াইয়ের সঙ্গেই আইপিএলের দুই সফলতম দলের তুলনা করেছেন তিনি। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘আজ এল ক্লাসিকো। ওয়াংখেড়েতে চেন্নাই-মুম্বাই ম্যাচে দারুণ কিছু হতে যাচ্ছে।’ নিশ্চিতভাবে মোস্তাফিজও দারুণ কিছু করার লক্ষ্যে নামবেন হেভিওয়েট ম্যাচে।

ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
৪০ মিনিট আগে
ক্রিকেটের হালহকিকত যাঁরা জানেন, তাঁদের কাছে বৈভব সূর্যবংশী নামটাও অজানা নয়। তাঁর বয়স সবে ১৪; মুখাবয়বে এখনো শৈশবের ছোঁয়া। কিন্তু এই বয়সেই ক্রিকেটের এই বিস্ময় বালক ব্যাট হাতে আগুনের হলকা তুলছেন। যুব ক্রিকেট তো বটেই, তাঁর ব্যাটিং দক্ষতা আইপিএলের কল্যাণেও ক্রিকেটপ্রেমীদের জানা। সেই সূর্যবংশীদের বিপক্ষে
১ ঘণ্টা আগে
গৃহবিবাদ কেটেছে। কিন্তু আন্তর্জাতিকভাবে যে জট লেগে আছে, তা কাটবে কি? এটাই এখন প্রশ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলার ইস্যুর সমাধান এখনো হয়নি; অথচ সময় আর বেশি বাকি নেই।
১ ঘণ্টা আগে
সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
১৩ ঘণ্টা আগে