Ajker Patrika

এমন ব্যাটিং ধসের ব্যাখ্যা কী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০০: ১১
এমন ব্যাটিং ধসের ব্যাখ্যা কী
দলকে হতাশ করে রানআউট হয়ে ফিরছেন নাজমুল হোসেন শান্ত। ছবি: এএফপি

১ উইকেট হারিয়ে ১০০ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় আশাজাগানিয়া শুরুই বলা যায়। কিন্তু এরপর যা ঘটল, সেটার কোনো ব্যাখ্যা আছে কি?

১০০ থেকে ১০৫—এই ৫ রান তুলতে ৭ উইকেট খুইয়েছে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে, ছেলেদের ক্রিকেটে দ্বিতীয় থেকে অষ্টম উইকেটে এটাই সবচেয়ে বাজে ব্যাটিং ধস। বিব্রতকর যে রেকর্ড আগে ছিল যুক্তরাষ্ট্রের, ২০২০ সালে নেপালের বিপক্ষে ১ উইকেটে ২৩ রান থেকে পরের ৮ রান তুলতে ৭ উইকেট হারিয়েছিল তারা।

ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন তাসকিন আহমেদ। জানালেন এই ব্যাটিং ধসের ব্যাখ্যা নেই তাঁর কাছেও, ‘ক্রিকেটে অনেক কিছুই ঘটে। এটি অনিশ্চয়তার খেলা। তারপরও এটা ভাবনাতে ছিল না।’ পরে আরও যোগ করলেন, ‘১ উইকেটে ১০০ করেছি। সেখান থেকে ১০৭ রানে ৮ উইকেট। এটা আমাদের জন্য খুবই বাজে ছিল। দেখেন, সেট হয়ে যাওয়ার পর জাকের দারুণ খেলেছে। ফিফটি করেছে। স্বীকার করে নিচ্ছি, আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা।’

তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা তাসকিনের, ‘আশা করি, আমরা পরের ম্যাচে ফিরতে পারব। সবাই ভুল থেকে শিক্ষা নেবে।’

সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে ৫ জুলাই, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত