ক্রীড়া ডেস্ক

একটু অন্যরকম ঘটনা ঘটলেই হলো। সুনীল গাভাস্কার চুপ করে বসে থাকার পাত্র নন। কোনো কিছুর তোয়াক্কা না করে চাঁচাছোলা মন্তব্য করে বসেন ভারতীয় এই কিংবদন্তি। পার্থে ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে শেষেও ক্রিকেটের এক পদ্ধতিগত ব্যাপার নিয়েই প্রশ্ন তুলেছেন গাভাস্কার।
পার্থে গতকাল ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডেতে সব মিলিয়ে খেলা হয়েছে ৪৭.১ ওভার। একটা ওয়ানডে ম্যাচে যখন এক ইনিংসেরও সমান খেলা হয় না, তখন ব্যাটিং ব্যর্থতাই চোখের সামনে ভেসে আসাটা স্বাভাবিক। কিন্তু ম্যাচটা যাঁরা দেখেছেন, তাঁরা বুঝতে পেরেছেন বৃষ্টি কী পরিমাণ ঝামেলা সৃষ্টি করেছে! টস হেরে আগে ব্যাটিং পাওয়া ভারতের ইনিংসে চারবার বৃষ্টি বাগড়া দেওয়ায় ইনিংসের দৈর্ঘ্য ৫০ ওভার থেকে ২৬ ওভারে নেমে এসেছে। ভারত ২৬ ওভারে ৯ উইকেটে করেছে ১৩৬ রান। কিন্তু ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন (ডিএলএস) মেথডে অস্ট্রেলিয়ার সামনে সেই লক্ষ্যটা হয়ে গেছে ২৬ ওভারে ১৩১ রানের।
ভারতের ইনিংসের চেয়ে ৫ রান কম পেয়ে অস্ট্রেলিয়া জিতেছে হেসেখেলে। বৃষ্টি আইনে ২৯ বল হাতে রেখে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে মিচেল মার্শের নেতৃত্বাধীন অজিরা। ভারতের হারের পর এই ডিএলএস মেথডকেই ধুয়ে দিয়েছেন গাভাস্কার। তাঁর মতে এখানে স্বচ্ছতার অভাব রয়েছে। ইন্ডিয়া টুডেকে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘হয়তো এখানে আরও একটু স্বচ্ছতা আনা যেতে পরে। বৃষ্টির কারণে বারবার খেলা বন্ধ হলে এমনভাবে কাজটা করা উচিত যাতে দুই দলেরই মনে হয় সমান সুযোগসুবিধা পেয়েছে তারা।’
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওভার কমে গেলে প্রতিপক্ষের সামনে কত লক্ষ্য হবে, ডিএলএসের মতো আরও একটি পদ্ধতি আছে। ভি জয়দেবন নামে ভারতীয় এক প্রকৌশলীর নামে সেই পদ্ধতি আবিষ্কার করেছিলেন বলে এটাকে বলা হয় ভিজেডি মেথড। ভারতের ঘরোয়া ক্রিকেটে সাধারণত এই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। ইন্ডিয়া টুডেকে গাভাস্কার বলেন, ‘আমার মতে অনেক মানুষই এই নিয়মটা বুঝবে না। তবে এটা অনেক দিন ধরে চলে আসছে। এক ভারতীয় ভিজেডি পদ্ধতি আবিষ্কার করেছিলেন। আমি ভেবেছিলাম এটা অনেক উপকার করবে। দুই দলের জন্যই সাম্যাবস্থা নিয়ে আসবে। বিসিসিআই ঘরোয়া ক্রিকেটে ভিজেডি মেথড ব্যবহার করে থাকে। যদিও আমি নিশ্চিত না এই ব্যাপারে।’
অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ওয়ানডেতে নতুন যুগ শুরু হলো ভারতের। পার্থে গতকাল প্রথম ওয়ানডে দিয়েই এই সংস্করণে অধিনায়ক হিসেবে পথচলা শুরু করেছেন শুবমান গিল। প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে এখন অস্ট্রেলিয়া। গিলের নেতৃত্বাধীন ভারতের এখন শেষ দুই ওয়ানডে জিততে হবে। ২৩ ও ২৫ অক্টোবর অ্যাডিলেড ও সিডনিতে হবে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের শেষ দুই ম্যাচ।

একটু অন্যরকম ঘটনা ঘটলেই হলো। সুনীল গাভাস্কার চুপ করে বসে থাকার পাত্র নন। কোনো কিছুর তোয়াক্কা না করে চাঁচাছোলা মন্তব্য করে বসেন ভারতীয় এই কিংবদন্তি। পার্থে ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে শেষেও ক্রিকেটের এক পদ্ধতিগত ব্যাপার নিয়েই প্রশ্ন তুলেছেন গাভাস্কার।
পার্থে গতকাল ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডেতে সব মিলিয়ে খেলা হয়েছে ৪৭.১ ওভার। একটা ওয়ানডে ম্যাচে যখন এক ইনিংসেরও সমান খেলা হয় না, তখন ব্যাটিং ব্যর্থতাই চোখের সামনে ভেসে আসাটা স্বাভাবিক। কিন্তু ম্যাচটা যাঁরা দেখেছেন, তাঁরা বুঝতে পেরেছেন বৃষ্টি কী পরিমাণ ঝামেলা সৃষ্টি করেছে! টস হেরে আগে ব্যাটিং পাওয়া ভারতের ইনিংসে চারবার বৃষ্টি বাগড়া দেওয়ায় ইনিংসের দৈর্ঘ্য ৫০ ওভার থেকে ২৬ ওভারে নেমে এসেছে। ভারত ২৬ ওভারে ৯ উইকেটে করেছে ১৩৬ রান। কিন্তু ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন (ডিএলএস) মেথডে অস্ট্রেলিয়ার সামনে সেই লক্ষ্যটা হয়ে গেছে ২৬ ওভারে ১৩১ রানের।
ভারতের ইনিংসের চেয়ে ৫ রান কম পেয়ে অস্ট্রেলিয়া জিতেছে হেসেখেলে। বৃষ্টি আইনে ২৯ বল হাতে রেখে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে মিচেল মার্শের নেতৃত্বাধীন অজিরা। ভারতের হারের পর এই ডিএলএস মেথডকেই ধুয়ে দিয়েছেন গাভাস্কার। তাঁর মতে এখানে স্বচ্ছতার অভাব রয়েছে। ইন্ডিয়া টুডেকে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘হয়তো এখানে আরও একটু স্বচ্ছতা আনা যেতে পরে। বৃষ্টির কারণে বারবার খেলা বন্ধ হলে এমনভাবে কাজটা করা উচিত যাতে দুই দলেরই মনে হয় সমান সুযোগসুবিধা পেয়েছে তারা।’
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওভার কমে গেলে প্রতিপক্ষের সামনে কত লক্ষ্য হবে, ডিএলএসের মতো আরও একটি পদ্ধতি আছে। ভি জয়দেবন নামে ভারতীয় এক প্রকৌশলীর নামে সেই পদ্ধতি আবিষ্কার করেছিলেন বলে এটাকে বলা হয় ভিজেডি মেথড। ভারতের ঘরোয়া ক্রিকেটে সাধারণত এই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। ইন্ডিয়া টুডেকে গাভাস্কার বলেন, ‘আমার মতে অনেক মানুষই এই নিয়মটা বুঝবে না। তবে এটা অনেক দিন ধরে চলে আসছে। এক ভারতীয় ভিজেডি পদ্ধতি আবিষ্কার করেছিলেন। আমি ভেবেছিলাম এটা অনেক উপকার করবে। দুই দলের জন্যই সাম্যাবস্থা নিয়ে আসবে। বিসিসিআই ঘরোয়া ক্রিকেটে ভিজেডি মেথড ব্যবহার করে থাকে। যদিও আমি নিশ্চিত না এই ব্যাপারে।’
অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ওয়ানডেতে নতুন যুগ শুরু হলো ভারতের। পার্থে গতকাল প্রথম ওয়ানডে দিয়েই এই সংস্করণে অধিনায়ক হিসেবে পথচলা শুরু করেছেন শুবমান গিল। প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে এখন অস্ট্রেলিয়া। গিলের নেতৃত্বাধীন ভারতের এখন শেষ দুই ওয়ানডে জিততে হবে। ২৩ ও ২৫ অক্টোবর অ্যাডিলেড ও সিডনিতে হবে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের শেষ দুই ম্যাচ।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে