বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে আগামীকাল। কিন্তু আজ ঢাকায় এক বৈঠকে বিপিএল নিয়ে বিভিন্ন প্রশ্নোত্তর খুঁজতে বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএল গভর্নিং কাউন্সিল।
বৈঠকের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে বৈঠক হয়েছে কি না, এই ব্যাপারে তিনি বলেন, ‘নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে না, পুরো বিপিএল নিয়ে আলোচনা হয়েছে। বিপিএলে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি বা যেসব বিষয় প্রয়োজন মনে করেছি, বিসিবি সভাপতি (নাজমুল হাসান পাপন) এবং বোর্ডের যারা পরিচালক আছেন, তাদের সে বিষয়গুলো বিপিএল গভর্নিং কাউন্সিল অবগত করেছে।’
গত কয়েক দিন ধরে ফিক্সিং নিয়ে খবর রয়েছে গণমাধ্যমে। সিলেট স্ট্রাইকার্সের এক পরিচালককে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না এবং এটা বিপিএলের জন্য ‘অশনিসংকেত’ কি না? এ প্রশ্নোত্তরে সুজন বললেন, ‘ফিক্সিংয়ের কোনো বিষয় এখনো আমাদের অফিশিয়ালি জানানো হয়নি। যদি অফিশিয়ালি রিপোর্ট করা হয়, তখন আমরা বিষয়টি দেখব। তবে আমি বলব যে, এটা এলার্মিং। কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু আমাদের কাছে আসেনি, তাই আমরা এটাকে স্বাভাবিকভাবে নিচ্ছি। স্বাভাবিকভাবেই আমাদের টুর্নামেন্ট এগোচ্ছে।’
বিপিএল এখন পর্যন্ত যেভাবে এগোচ্ছে, তা নিয়ে সন্তুষ্ট বিসিবি। সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আমরা আমাদের আয়োজন নিয়ে পুরোপুরি সন্তুষ্ট। যে পরিকল্পনায় আমরা এগোচ্ছি, তা নিয়ে আমরা সন্তুষ্ট।’

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় ঘণ্টার সভা শেষে বিষণ্ন চেহারায় বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। পেছনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
৩ ঘণ্টা আগে
বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
১০ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১১ ঘণ্টা আগে