
জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের প্রস্তুতি নিতে চট্টগ্রাম ও মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। এরপর যুক্তরাষ্ট্র সফরে স্বাগতিকদের বিপক্ষে আরও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। দুর্বল দুই প্রতিপক্ষের বিপক্ষে খেলে বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে অকপটেই নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন সাকিব আল হাসান। তাঁর মতে, দুর্বল প্রতিপক্ষের সঙ্গে খেলে ভালো প্রস্তুতি হয় না।
বিশ্বকাপকে সামনে রেখে এবারের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ টি-টোয়েন্টি সংস্করণে হলে ভালো হতো বলেও জানিয়েছেন সাকিব। তবে তারকা অলরাউন্ডারের মন্তব্যকে ‘দুষ্টুমি’ বলে মনে করেন নাজমুল হাসান পাপন। আজ মিরপুরে ডিপিএলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি বলেছেন, ‘আমার মনে হয় দুষ্টুমি করেছে আপনাদের সঙ্গে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ ও গরম বিবেচনা করে ডিপিএলের সুপার লিগ ২০ ওভারের সংস্করণে আশা করেছিলেন সাকিব। তীব্র দাবদাহে ৫০ ওভারের ক্রিকেট খেলা তাঁর কাছে ‘অমানবিক’ মনে হয়েছিল! পাপন মনে করেন, যদি সাকিব সেটি না খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চান, তাহলে জিম্বাবুয়ের বিপক্ষে পুরো সিরিজই খেলার সুযোগ ছিল। এ নিয়ে পাপন বলেছেন, ‘যদি তা-ই হতো...ও টি-টোয়েন্টিও খেলতে পারে (জাতীয় দলের হয়ে), ওয়ানডেও খেলতে পারে (ডিপিএল), সে নিজে ওয়ানডে বেছে নিয়েছে বিশ্বকাপের আগে।’ আর চাইলেই একটি লিস্ট ‘এ’ টুর্নামেন্ট (ডিপিএল) চলার মাঝেই সেটি ২০ ওভারের সংস্করণে নামিয়ে আনা যায় না, সে যুক্তিও সামনে আনেন পাপন, ‘প্রিমিয়ার লিগ তো লিস্ট “এ” টুর্নামেন্ট। আমি কি হঠাৎ করে লিস্ট এ টুর্নামেন্টকে টি-টোয়েন্টি করে দিতে পারি? এটা কি ইচ্ছেমতো করা যায়! এটার সুযোগই নেই। কথাটা হয়তো সাকিব দুষ্টুমি করে বলেছে।’
এবারের ডিপিএলে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। লিগের শেষ দিনে আজ শাইনপুকুরকে হারিয়েছে তারা। এই ম্যাচ শেষে মিরপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাপন সাকিবের প্রসঙ্গে আরও বলেছেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে যে সিরিজ খেলছি সেটিও টি-টোয়েন্টি। তার আগে আমরা বিপিএল খেলেছি, জমজমাট বিপিএল, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শ্রীলঙ্কার বিপক্ষে পুরো সিরিজ খেললাম। তারপরও প্রস্তুতি লাগবে? এমনি বলেছে বলে আমার ধারণা।’
আরও পড়ুন:

জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের প্রস্তুতি নিতে চট্টগ্রাম ও মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। এরপর যুক্তরাষ্ট্র সফরে স্বাগতিকদের বিপক্ষে আরও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। দুর্বল দুই প্রতিপক্ষের বিপক্ষে খেলে বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে অকপটেই নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন সাকিব আল হাসান। তাঁর মতে, দুর্বল প্রতিপক্ষের সঙ্গে খেলে ভালো প্রস্তুতি হয় না।
বিশ্বকাপকে সামনে রেখে এবারের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ টি-টোয়েন্টি সংস্করণে হলে ভালো হতো বলেও জানিয়েছেন সাকিব। তবে তারকা অলরাউন্ডারের মন্তব্যকে ‘দুষ্টুমি’ বলে মনে করেন নাজমুল হাসান পাপন। আজ মিরপুরে ডিপিএলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি বলেছেন, ‘আমার মনে হয় দুষ্টুমি করেছে আপনাদের সঙ্গে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ ও গরম বিবেচনা করে ডিপিএলের সুপার লিগ ২০ ওভারের সংস্করণে আশা করেছিলেন সাকিব। তীব্র দাবদাহে ৫০ ওভারের ক্রিকেট খেলা তাঁর কাছে ‘অমানবিক’ মনে হয়েছিল! পাপন মনে করেন, যদি সাকিব সেটি না খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চান, তাহলে জিম্বাবুয়ের বিপক্ষে পুরো সিরিজই খেলার সুযোগ ছিল। এ নিয়ে পাপন বলেছেন, ‘যদি তা-ই হতো...ও টি-টোয়েন্টিও খেলতে পারে (জাতীয় দলের হয়ে), ওয়ানডেও খেলতে পারে (ডিপিএল), সে নিজে ওয়ানডে বেছে নিয়েছে বিশ্বকাপের আগে।’ আর চাইলেই একটি লিস্ট ‘এ’ টুর্নামেন্ট (ডিপিএল) চলার মাঝেই সেটি ২০ ওভারের সংস্করণে নামিয়ে আনা যায় না, সে যুক্তিও সামনে আনেন পাপন, ‘প্রিমিয়ার লিগ তো লিস্ট “এ” টুর্নামেন্ট। আমি কি হঠাৎ করে লিস্ট এ টুর্নামেন্টকে টি-টোয়েন্টি করে দিতে পারি? এটা কি ইচ্ছেমতো করা যায়! এটার সুযোগই নেই। কথাটা হয়তো সাকিব দুষ্টুমি করে বলেছে।’
এবারের ডিপিএলে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। লিগের শেষ দিনে আজ শাইনপুকুরকে হারিয়েছে তারা। এই ম্যাচ শেষে মিরপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাপন সাকিবের প্রসঙ্গে আরও বলেছেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে যে সিরিজ খেলছি সেটিও টি-টোয়েন্টি। তার আগে আমরা বিপিএল খেলেছি, জমজমাট বিপিএল, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শ্রীলঙ্কার বিপক্ষে পুরো সিরিজ খেললাম। তারপরও প্রস্তুতি লাগবে? এমনি বলেছে বলে আমার ধারণা।’
আরও পড়ুন:

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে