ক্রীড়া ডেস্ক

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি নাজমুল হোসেন শান্ত। খেলতে পারেননি দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ অধিনায়ক প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরলেন ১ মাসের বেশি সময়ের পর। আর ফেরার ম্যাচেই হাসল শান্তর ব্যাট। তারপরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তাঁর দল রাজশাহী। বরিশালের কাছে হেরেছে ৫ উইকেটে।
সিলেট একাডেমি গ্রাউন্ডে আজ টি-টোয়েন্টি ফরম্যাটের জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। ব্যাটিংয়ে নেমেই ঝড় শুরু শান্ত ও হাবিবুর রহমানের। ওপেনিংয়ে দুজনে গড়েন ৮৯ রানের। সেই জুটি ভাঙে ৯.৫ ওভারে, মঈন খানের বলে ৪৭ রান নিয়ে ফেরেন হাবিবুর।
এরপর একে একে সাব্বির হোসেন (২৩), উইকেটরক্ষক প্রীতম কুমার (০) ও মেহরব হোসেন (১০) ফিরলেও দুর্দান্ত ব্যাটিংয়ে রাজশাহীকে ৫ উইকেটে ১৮৪ রানের স্কোর এনে দেন শান্ত। শেষ উইকেট হিসেবে মেহেদী হাসানের বলে ফেরা রাজশাহী অধিনায়ক করেন ৫৪ বলে ৮০ রান। ইনিংসে ছিল ৫ চার ও ৪ ছয়। স্ট্রাইকরেট—১৪৮.১৫। রাজশাহীর হয়ে অপরাজিত ছিলেন ফরহাদ রেজা (১০) ও গোলাম কিবরিয়া (১)। বরিশালের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মঈন ও মেহেদী।
লক্ষ্য তাড়ায় শান্তর বিধ্বংসী ইনিংসকে ম্লান করে দেন ওপেনার ও উইকেটরক্ষক আব্দুল মজিদ ও ফজলে মাহমুদ রাব্বি। ১৯.৩ ওভারে ৫ উইকেটে ১৮৮ রান করে জয় নিয়ে মাঠ ছাড়ে বরিশাল। ৩৯ বলে ৫৩ রান করা মজিদকে রানআউট করে থামান শান্ত। ৩৪ বলে ৫৬ রান করেন রাব্বি। তার আগে ২৪ বলে ৩৫ রান করে রানআউট হন ইফতিখার হোসেন ইফতি।
দিনের আরেক ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে রংপুর। খুলনার বিপক্ষে ঢাকা মেট্রো জিতেছে ৬ রানে। আর লো স্কোরিং ম্যাচে চট্টগ্রামকে ১০ উইকেটে হারিয়েছে ঢাকা।

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি নাজমুল হোসেন শান্ত। খেলতে পারেননি দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ অধিনায়ক প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরলেন ১ মাসের বেশি সময়ের পর। আর ফেরার ম্যাচেই হাসল শান্তর ব্যাট। তারপরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তাঁর দল রাজশাহী। বরিশালের কাছে হেরেছে ৫ উইকেটে।
সিলেট একাডেমি গ্রাউন্ডে আজ টি-টোয়েন্টি ফরম্যাটের জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। ব্যাটিংয়ে নেমেই ঝড় শুরু শান্ত ও হাবিবুর রহমানের। ওপেনিংয়ে দুজনে গড়েন ৮৯ রানের। সেই জুটি ভাঙে ৯.৫ ওভারে, মঈন খানের বলে ৪৭ রান নিয়ে ফেরেন হাবিবুর।
এরপর একে একে সাব্বির হোসেন (২৩), উইকেটরক্ষক প্রীতম কুমার (০) ও মেহরব হোসেন (১০) ফিরলেও দুর্দান্ত ব্যাটিংয়ে রাজশাহীকে ৫ উইকেটে ১৮৪ রানের স্কোর এনে দেন শান্ত। শেষ উইকেট হিসেবে মেহেদী হাসানের বলে ফেরা রাজশাহী অধিনায়ক করেন ৫৪ বলে ৮০ রান। ইনিংসে ছিল ৫ চার ও ৪ ছয়। স্ট্রাইকরেট—১৪৮.১৫। রাজশাহীর হয়ে অপরাজিত ছিলেন ফরহাদ রেজা (১০) ও গোলাম কিবরিয়া (১)। বরিশালের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মঈন ও মেহেদী।
লক্ষ্য তাড়ায় শান্তর বিধ্বংসী ইনিংসকে ম্লান করে দেন ওপেনার ও উইকেটরক্ষক আব্দুল মজিদ ও ফজলে মাহমুদ রাব্বি। ১৯.৩ ওভারে ৫ উইকেটে ১৮৮ রান করে জয় নিয়ে মাঠ ছাড়ে বরিশাল। ৩৯ বলে ৫৩ রান করা মজিদকে রানআউট করে থামান শান্ত। ৩৪ বলে ৫৬ রান করেন রাব্বি। তার আগে ২৪ বলে ৩৫ রান করে রানআউট হন ইফতিখার হোসেন ইফতি।
দিনের আরেক ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে রংপুর। খুলনার বিপক্ষে ঢাকা মেট্রো জিতেছে ৬ রানে। আর লো স্কোরিং ম্যাচে চট্টগ্রামকে ১০ উইকেটে হারিয়েছে ঢাকা।

জয় দিয়েই ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। এরপর টানা ৩ হারের পর পেয়েছিল দ্বিতীয় জয়ের দেখা। আবারও হ্যাটট্রিক হারের তিক্ত অভিজ্ঞতা হলো ফ্র্যাঞ্চাইজিটির। সবশেষ গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা। নিজেদের এমন পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন দলটির তারকা ব্যাট
৮ মিনিট আগে
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
১ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে