এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের ড্রাফটে মোহাম্মদ সাইফউদ্দিনের নাম নেই বলেই জানা গেছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পিঠের চোটে মাঝপথে ছিটকে যাওয়া এই অলরাউন্ডার যেকোনো একটা দলের সঙ্গে থাকতে চেয়েছিলেন এবার। কিন্তু ড্রাফটে নাম না থাকায় সেটিও আর হচ্ছে না।
বিপিএলে শুধু ব্যাটার হিসেবে খেলতে চেয়েছিলেন সাইফউদ্দিন। কিন্তু এবারের বিপিএলে ‘দর্শক’ হয়েই থাকতে হবে তাঁকে। ফোনে কিছুটা আক্ষেপ নিয়ে সাইফউদ্দিন বললেন, ‘আমি শুধু ব্যাটার হিসেবে খেলতে চেয়েছিলাম। ব্যাটার হিসেবে সুযোগ পেয়ে খেলতে পারলে ভালো লাগত।’
লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকার কারণে মানসিকভাবেও কিছুটা ভেঙে পড়েছেন সাইফিউদ্দিন। বিপিএলে যেকোনো ক্যাটাগরিতে তাই একটা দলের সঙ্গে থাকার ইচ্ছা ছিল তাঁর। আজকের পত্রিকাকে বললেন, ‘একটা দলের সঙ্গে থাকলে মানসিকভাবে চাঙা থাকতাম। অনেকে হয়তো বলবে এটা টাকার জন্য। কিন্তু আমাকে ৫ লাখের ক্যাটাগরিতে রাখলেও সমস্যা ছিল না। কোনো দলের সঙ্গে থাকলে, অনুশীলন করলে পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলে কাজটা সহজ হতো।’
চোট কাটিয়ে সরাসরি জাতীয় দলের হয়ে পারফর্ম করা কঠিন, সাইফউদ্দিন সেটি ভালোই জানেন। খেলার মধ্যে থাকলে দলে ফিরলে তাঁর কাজটা সহজ হতো। তরুণ অলরাউন্ডার বললেন, ‘এখন সবকিছুর বাইরে থেকে হুট করে জাতীয় দলে খেলা কিংবা ভালো করা আমার জন্য কঠিন। এসব বিবেচনায় নিয়েই চিন্তা করেছিলাম অন্তত একটা দলের সঙ্গে যদি থাকা যেত। দলে একজন ট্রেনার থাকে, ফিজিও থাকে তাদের সঙ্গে কাজ করতে পারতাম। অনেক সময় সবকিছু মন মতো হয় না।’
ড্রাফটে নাম না দেখে হতাশ সাইফউদ্দিন আবেগ ধরে রাখতে পারেননি। বুকে চাপা কষ্ট নিয়েই আজ রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমাদের মতো সাধারণ জুনিয়ার খেলোয়াড়দের মনের কথা শোনার বা বোঝার কারও কোনো সময় নেই। কারও প্রতি কোনো অভিযোগ নেই কিন্তু অভিমান আছে অনেক।’

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় ঘণ্টার সভা শেষে বিষণ্ন চেহারায় বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। পেছনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
২ ঘণ্টা আগে
বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
১০ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১১ ঘণ্টা আগে