
দ্বিপক্ষীয় সিরিজে বাবর আজমের ব্যাটে ছোটে রানের ফোয়ারা। তবে বড় মঞ্চ এলেই রানখরায় ভুগতে থাকেন বাবর। পাকিস্তান অধিনায়ককে খোঁচা মেরেছেন মোহাম্মদ আসিফ। সেই খোঁচার জবাবও দিয়েছেন বাবরের বাবা।
২০১৯ সালে অধিনায়ক হওয়ার পর পাকিস্তান দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি এশিয়া কাপ খেলেছে। কোনোবারই শিরোপা জিততে পারেনি তারা। যার মধ্যে ২০২২ সালে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ—দুটোতেই পাকিস্তান হয়েছে রানার্সআপ। বাবরের ব্যাটও হাসেনি টুর্নামেন্টে। টি-টোয়েন্টি সংস্করণে হওয়া এশিয়া কাপে ৬ ম্যাচে ১০০ রানও করতে পারেননি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে ১ ফিফটি করলেও গড় ছিল ১৭.৭১। দুটো টুর্নামেন্টেই ১০০ স্ট্রাইক রেটের নিচে ব্যাটিং করেছেন তিনি।
এ ছাড়া বাবরের নেতৃত্বে ২০২৩ এশিয়া কাপের ফাইনাল খেলতে পারেনি পাকিস্তান। ২০২৩ এশিয়া কাপে ৫১.৭৫ গড়ে ২০৭ রান করেছেন বাবর। যার মধ্যে ১৫১ রানই এসেছে নেপালের বিপক্ষে। তার আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান করলেও স্ট্রাইকরেটের সমালোচনা সইতে হয়েছে। অফফর্মে থাকা বাবরকে মেডেন দিতে পারতেন বলে আসিফ গত পরশু টুইট করেছেন। আসিফের খোঁচার জবাব দিতেও দেরি করেননি বাবরের বাবা আজম সিদ্দিকী। একই সঙ্গে আসিফকে ২০১০ সালের ঘটনাও যেন মনে করিয়ে দিয়েছেন। যেখানে লর্ডসে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে ক্যারিয়ার শেষ হয়ে যায় আসিফের। বাবরের বাবা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ডিয়ার মোহাম্মদ আসিফ, প্রত্যেক মানুষকে তার কর্মের ফল পেতে হবে। তেমন পরিস্থিতি এলে আপনার সম্মানের জন্য বাবর এক ওভার মেডেন খেলতেও রাজি।’
বাবরের বাবা তাঁর ছেলের সঙ্গে আসিফের পুরোনো এক ঘটনার কথাও উল্লেখ করেছেন। বাবরের যখন ১৬ বছর বয়স, তখন এক ক্লাব ম্যাচে তাঁর মুখোমুখি হয়েছিলেন আসিফ। ৮৪ রান করার পর বাবর আউট হয়েছেন আসিফের বলে। আউট হওয়ার পর বাবর তখন হতাশা প্রকাশ করেছিলেন। কারণ তাঁকে (বাবর) উদ্দেশ করে বাজে ভাষায় আসিফ মন্তব্য করেন বলে দাবি সিদ্দিকীর। এই ক্রিকেট ম্যাচের পর বাবর জেডটিবিএল ট্রায়ালে যান। এই ট্রায়াল থেকেই বাবরকে নেওয়ার দাবি করেন আসিফ।

দ্বিপক্ষীয় সিরিজে বাবর আজমের ব্যাটে ছোটে রানের ফোয়ারা। তবে বড় মঞ্চ এলেই রানখরায় ভুগতে থাকেন বাবর। পাকিস্তান অধিনায়ককে খোঁচা মেরেছেন মোহাম্মদ আসিফ। সেই খোঁচার জবাবও দিয়েছেন বাবরের বাবা।
২০১৯ সালে অধিনায়ক হওয়ার পর পাকিস্তান দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি এশিয়া কাপ খেলেছে। কোনোবারই শিরোপা জিততে পারেনি তারা। যার মধ্যে ২০২২ সালে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ—দুটোতেই পাকিস্তান হয়েছে রানার্সআপ। বাবরের ব্যাটও হাসেনি টুর্নামেন্টে। টি-টোয়েন্টি সংস্করণে হওয়া এশিয়া কাপে ৬ ম্যাচে ১০০ রানও করতে পারেননি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে ১ ফিফটি করলেও গড় ছিল ১৭.৭১। দুটো টুর্নামেন্টেই ১০০ স্ট্রাইক রেটের নিচে ব্যাটিং করেছেন তিনি।
এ ছাড়া বাবরের নেতৃত্বে ২০২৩ এশিয়া কাপের ফাইনাল খেলতে পারেনি পাকিস্তান। ২০২৩ এশিয়া কাপে ৫১.৭৫ গড়ে ২০৭ রান করেছেন বাবর। যার মধ্যে ১৫১ রানই এসেছে নেপালের বিপক্ষে। তার আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান করলেও স্ট্রাইকরেটের সমালোচনা সইতে হয়েছে। অফফর্মে থাকা বাবরকে মেডেন দিতে পারতেন বলে আসিফ গত পরশু টুইট করেছেন। আসিফের খোঁচার জবাব দিতেও দেরি করেননি বাবরের বাবা আজম সিদ্দিকী। একই সঙ্গে আসিফকে ২০১০ সালের ঘটনাও যেন মনে করিয়ে দিয়েছেন। যেখানে লর্ডসে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে ক্যারিয়ার শেষ হয়ে যায় আসিফের। বাবরের বাবা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ডিয়ার মোহাম্মদ আসিফ, প্রত্যেক মানুষকে তার কর্মের ফল পেতে হবে। তেমন পরিস্থিতি এলে আপনার সম্মানের জন্য বাবর এক ওভার মেডেন খেলতেও রাজি।’
বাবরের বাবা তাঁর ছেলের সঙ্গে আসিফের পুরোনো এক ঘটনার কথাও উল্লেখ করেছেন। বাবরের যখন ১৬ বছর বয়স, তখন এক ক্লাব ম্যাচে তাঁর মুখোমুখি হয়েছিলেন আসিফ। ৮৪ রান করার পর বাবর আউট হয়েছেন আসিফের বলে। আউট হওয়ার পর বাবর তখন হতাশা প্রকাশ করেছিলেন। কারণ তাঁকে (বাবর) উদ্দেশ করে বাজে ভাষায় আসিফ মন্তব্য করেন বলে দাবি সিদ্দিকীর। এই ক্রিকেট ম্যাচের পর বাবর জেডটিবিএল ট্রায়ালে যান। এই ট্রায়াল থেকেই বাবরকে নেওয়ার দাবি করেন আসিফ।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৮ মিনিট আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
২ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
২ ঘণ্টা আগে