
দ্বিপক্ষীয় সিরিজে বাবর আজমের ব্যাটে ছোটে রানের ফোয়ারা। তবে বড় মঞ্চ এলেই রানখরায় ভুগতে থাকেন বাবর। পাকিস্তান অধিনায়ককে খোঁচা মেরেছেন মোহাম্মদ আসিফ। সেই খোঁচার জবাবও দিয়েছেন বাবরের বাবা।
২০১৯ সালে অধিনায়ক হওয়ার পর পাকিস্তান দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি এশিয়া কাপ খেলেছে। কোনোবারই শিরোপা জিততে পারেনি তারা। যার মধ্যে ২০২২ সালে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ—দুটোতেই পাকিস্তান হয়েছে রানার্সআপ। বাবরের ব্যাটও হাসেনি টুর্নামেন্টে। টি-টোয়েন্টি সংস্করণে হওয়া এশিয়া কাপে ৬ ম্যাচে ১০০ রানও করতে পারেননি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে ১ ফিফটি করলেও গড় ছিল ১৭.৭১। দুটো টুর্নামেন্টেই ১০০ স্ট্রাইক রেটের নিচে ব্যাটিং করেছেন তিনি।
এ ছাড়া বাবরের নেতৃত্বে ২০২৩ এশিয়া কাপের ফাইনাল খেলতে পারেনি পাকিস্তান। ২০২৩ এশিয়া কাপে ৫১.৭৫ গড়ে ২০৭ রান করেছেন বাবর। যার মধ্যে ১৫১ রানই এসেছে নেপালের বিপক্ষে। তার আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান করলেও স্ট্রাইকরেটের সমালোচনা সইতে হয়েছে। অফফর্মে থাকা বাবরকে মেডেন দিতে পারতেন বলে আসিফ গত পরশু টুইট করেছেন। আসিফের খোঁচার জবাব দিতেও দেরি করেননি বাবরের বাবা আজম সিদ্দিকী। একই সঙ্গে আসিফকে ২০১০ সালের ঘটনাও যেন মনে করিয়ে দিয়েছেন। যেখানে লর্ডসে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে ক্যারিয়ার শেষ হয়ে যায় আসিফের। বাবরের বাবা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ডিয়ার মোহাম্মদ আসিফ, প্রত্যেক মানুষকে তার কর্মের ফল পেতে হবে। তেমন পরিস্থিতি এলে আপনার সম্মানের জন্য বাবর এক ওভার মেডেন খেলতেও রাজি।’
বাবরের বাবা তাঁর ছেলের সঙ্গে আসিফের পুরোনো এক ঘটনার কথাও উল্লেখ করেছেন। বাবরের যখন ১৬ বছর বয়স, তখন এক ক্লাব ম্যাচে তাঁর মুখোমুখি হয়েছিলেন আসিফ। ৮৪ রান করার পর বাবর আউট হয়েছেন আসিফের বলে। আউট হওয়ার পর বাবর তখন হতাশা প্রকাশ করেছিলেন। কারণ তাঁকে (বাবর) উদ্দেশ করে বাজে ভাষায় আসিফ মন্তব্য করেন বলে দাবি সিদ্দিকীর। এই ক্রিকেট ম্যাচের পর বাবর জেডটিবিএল ট্রায়ালে যান। এই ট্রায়াল থেকেই বাবরকে নেওয়ার দাবি করেন আসিফ।

দ্বিপক্ষীয় সিরিজে বাবর আজমের ব্যাটে ছোটে রানের ফোয়ারা। তবে বড় মঞ্চ এলেই রানখরায় ভুগতে থাকেন বাবর। পাকিস্তান অধিনায়ককে খোঁচা মেরেছেন মোহাম্মদ আসিফ। সেই খোঁচার জবাবও দিয়েছেন বাবরের বাবা।
২০১৯ সালে অধিনায়ক হওয়ার পর পাকিস্তান দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি এশিয়া কাপ খেলেছে। কোনোবারই শিরোপা জিততে পারেনি তারা। যার মধ্যে ২০২২ সালে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ—দুটোতেই পাকিস্তান হয়েছে রানার্সআপ। বাবরের ব্যাটও হাসেনি টুর্নামেন্টে। টি-টোয়েন্টি সংস্করণে হওয়া এশিয়া কাপে ৬ ম্যাচে ১০০ রানও করতে পারেননি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে ১ ফিফটি করলেও গড় ছিল ১৭.৭১। দুটো টুর্নামেন্টেই ১০০ স্ট্রাইক রেটের নিচে ব্যাটিং করেছেন তিনি।
এ ছাড়া বাবরের নেতৃত্বে ২০২৩ এশিয়া কাপের ফাইনাল খেলতে পারেনি পাকিস্তান। ২০২৩ এশিয়া কাপে ৫১.৭৫ গড়ে ২০৭ রান করেছেন বাবর। যার মধ্যে ১৫১ রানই এসেছে নেপালের বিপক্ষে। তার আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান করলেও স্ট্রাইকরেটের সমালোচনা সইতে হয়েছে। অফফর্মে থাকা বাবরকে মেডেন দিতে পারতেন বলে আসিফ গত পরশু টুইট করেছেন। আসিফের খোঁচার জবাব দিতেও দেরি করেননি বাবরের বাবা আজম সিদ্দিকী। একই সঙ্গে আসিফকে ২০১০ সালের ঘটনাও যেন মনে করিয়ে দিয়েছেন। যেখানে লর্ডসে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে ক্যারিয়ার শেষ হয়ে যায় আসিফের। বাবরের বাবা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ডিয়ার মোহাম্মদ আসিফ, প্রত্যেক মানুষকে তার কর্মের ফল পেতে হবে। তেমন পরিস্থিতি এলে আপনার সম্মানের জন্য বাবর এক ওভার মেডেন খেলতেও রাজি।’
বাবরের বাবা তাঁর ছেলের সঙ্গে আসিফের পুরোনো এক ঘটনার কথাও উল্লেখ করেছেন। বাবরের যখন ১৬ বছর বয়স, তখন এক ক্লাব ম্যাচে তাঁর মুখোমুখি হয়েছিলেন আসিফ। ৮৪ রান করার পর বাবর আউট হয়েছেন আসিফের বলে। আউট হওয়ার পর বাবর তখন হতাশা প্রকাশ করেছিলেন। কারণ তাঁকে (বাবর) উদ্দেশ করে বাজে ভাষায় আসিফ মন্তব্য করেন বলে দাবি সিদ্দিকীর। এই ক্রিকেট ম্যাচের পর বাবর জেডটিবিএল ট্রায়ালে যান। এই ট্রায়াল থেকেই বাবরকে নেওয়ার দাবি করেন আসিফ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২৮ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে