
সাউদাম্পটনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লক্ষ্য তাড়া করে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে অবশ্য অস্ট্রেলিয়া পাহাড়সম লক্ষ্য দিয়েও জিততে পারেনি। কার্ডিফে লিয়াম লিভিংস্টোনের ঝোড়ো ব্যাটিংয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে ইংলিশরা।
ক্যারিয়ারের ৫০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন লিভিংস্টোন। ম্যাচ জেতানো ৪৭ বলে ৮৭ রানের ইনিংস খেলে ম্যাচটিও স্মরণীয় করে রাখলেন ইংলিশ অলরাউন্ডার। ম্যাথু শর্টের বলে বোল্ড হওয়ার আগে লিভিংস্টোন তাঁর ইনিংস সাজান ৬ চার ও ৫ ছয়ে।
ততক্ষণে অবশ্য সহজে ম্যাচ মুঠোয় চলে আসে ইংল্যান্ডের। স্কোর সমতা করে ফেলে তারা। তবে শেষ দিকে রোমাঞ্চ জাগানো শর্ট। ইনিংসের ১৯তম ওভার করতে এসে লিভিংস্টোনকে আউটের পরের বলে ব্রাইডন কার্সকে (০) ফেরান অজি স্পিনার। সেই ওভারের শেষ বলে এক রান নিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন আদিল রশিদ। ইংলিশরা জিতেছে ৩ উইকেটে, ৬ বল হাতে রেখে।
এর আগে অজিরা জেক ফ্রেজার-ম্যাকগার্কের ফিফটিতে ৬ উইকেটে করে ১৯৩ রান। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ফিফটি পাওয়া অজি ব্যাটার ৩১ বলে ৫০ রান করে ফেরেন লিভিংস্টোনের বলে। অস্ট্রেলিয়ার বড় স্কোর গড়তে বড় অবদান রাখেন উইকেটরক্ষক জশ ইংলিশও। ২৬ বলে ৪২ রান করেন তিনি।
লক্ষ্য তাড়ায় লিভিংস্টোনকে দারুণ সঙ্গ দেন জ্যাকব বেথেল। চতুর্থ উইকেটে দুজনে গড়েন ৪৭ বলে ৯০ রানের জুটি। ২৪ বলে ৪৪ রান করা বেথেলও বোল্ড হন শর্টের বলে। এই অজি পার্টটাইম স্পিনারের অবশ্য দুর্দান্ত বোলিং বৃথায় গেছে। ৩ ওভারে ২২ রান দিয়ে ৫ উইকেট পেলেও জেতাতে পারেননি অস্ট্রেলিয়াকে। আন্তর্জাতিক ক্যারিয়ারে এবারই প্রথম ৫ উইকেট পেলেন শর্ট। এর আগে ওপেনিংয়ে নেমে ২৪ বলে ২৮ রান করে আদিল রশিদের বলে বোল্ড হন তিনি। তবে ২ উইকেটের পাশাপাশি ৮৭ রান—অলরাউন্ডার নৈপুণ্যে ম্যাচ-সেরা হয়েছেন লিভিংস্টোন।
এই জয়ে রেকর্ডও গড়ল ইংল্যান্ড। এটিই টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়। দুই দলের সিরিজ নির্ধারণী ম্যাচটি হবে আগামীকাল, ম্যানচেস্টারে।

সাউদাম্পটনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লক্ষ্য তাড়া করে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে অবশ্য অস্ট্রেলিয়া পাহাড়সম লক্ষ্য দিয়েও জিততে পারেনি। কার্ডিফে লিয়াম লিভিংস্টোনের ঝোড়ো ব্যাটিংয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে ইংলিশরা।
ক্যারিয়ারের ৫০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন লিভিংস্টোন। ম্যাচ জেতানো ৪৭ বলে ৮৭ রানের ইনিংস খেলে ম্যাচটিও স্মরণীয় করে রাখলেন ইংলিশ অলরাউন্ডার। ম্যাথু শর্টের বলে বোল্ড হওয়ার আগে লিভিংস্টোন তাঁর ইনিংস সাজান ৬ চার ও ৫ ছয়ে।
ততক্ষণে অবশ্য সহজে ম্যাচ মুঠোয় চলে আসে ইংল্যান্ডের। স্কোর সমতা করে ফেলে তারা। তবে শেষ দিকে রোমাঞ্চ জাগানো শর্ট। ইনিংসের ১৯তম ওভার করতে এসে লিভিংস্টোনকে আউটের পরের বলে ব্রাইডন কার্সকে (০) ফেরান অজি স্পিনার। সেই ওভারের শেষ বলে এক রান নিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন আদিল রশিদ। ইংলিশরা জিতেছে ৩ উইকেটে, ৬ বল হাতে রেখে।
এর আগে অজিরা জেক ফ্রেজার-ম্যাকগার্কের ফিফটিতে ৬ উইকেটে করে ১৯৩ রান। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ফিফটি পাওয়া অজি ব্যাটার ৩১ বলে ৫০ রান করে ফেরেন লিভিংস্টোনের বলে। অস্ট্রেলিয়ার বড় স্কোর গড়তে বড় অবদান রাখেন উইকেটরক্ষক জশ ইংলিশও। ২৬ বলে ৪২ রান করেন তিনি।
লক্ষ্য তাড়ায় লিভিংস্টোনকে দারুণ সঙ্গ দেন জ্যাকব বেথেল। চতুর্থ উইকেটে দুজনে গড়েন ৪৭ বলে ৯০ রানের জুটি। ২৪ বলে ৪৪ রান করা বেথেলও বোল্ড হন শর্টের বলে। এই অজি পার্টটাইম স্পিনারের অবশ্য দুর্দান্ত বোলিং বৃথায় গেছে। ৩ ওভারে ২২ রান দিয়ে ৫ উইকেট পেলেও জেতাতে পারেননি অস্ট্রেলিয়াকে। আন্তর্জাতিক ক্যারিয়ারে এবারই প্রথম ৫ উইকেট পেলেন শর্ট। এর আগে ওপেনিংয়ে নেমে ২৪ বলে ২৮ রান করে আদিল রশিদের বলে বোল্ড হন তিনি। তবে ২ উইকেটের পাশাপাশি ৮৭ রান—অলরাউন্ডার নৈপুণ্যে ম্যাচ-সেরা হয়েছেন লিভিংস্টোন।
এই জয়ে রেকর্ডও গড়ল ইংল্যান্ড। এটিই টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়। দুই দলের সিরিজ নির্ধারণী ম্যাচটি হবে আগামীকাল, ম্যানচেস্টারে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৪ ঘণ্টা আগে