
বিপিএল শেষেই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজ শুরুর আগেই বাংলাদেশ দলের ব্যাটিং ও বোলিং কোচের নিয়োগ দিয়েছে বিসিবি। আজ দুই কোচের নিয়োগের বিষয়টি এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে বিসিবি।
ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন ডেভিড হেম্প। আর আন্দ্রে অ্যাডামসের কাঁধে বোলিংয়ের দায়িত্ব দিয়েছে বিসিবি। দুই কোচের সঙ্গেই আগামী ২ বছরের জন্য চুক্তি করেছে বিসিবি। বিবৃতিতে বিসিবি লিখেছে, ‘বিসিবির হাই পারফরম্যান্সের (এইচপি) প্রধান কোচ ডেভিড হেম্পকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০২৩ সালের মে থেকে এইচপির প্রধান কোচের ভূমিকা পালন করছেন হেম্প। জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে গত বছর নিউজিল্যান্ড সফর করেন তিনি। নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামসকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। উভয় কোচের সঙ্গেই আগামী দুই বছরের জন্য চুক্তি হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে তাঁদের মেয়াদ শুর হবে।’ ৪ মার্চ দিয়ে টি-টোয়েন্টি দিয়ে দ্বিপক্ষীয় সিরিজ শুরু হবে।
বারমুডার হয়ে ২৪ ম্যাচের ক্যারিয়ারটা দীর্ঘ না হলেও হেম্পের প্রথম শ্রেণির ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ইংলিশ কাউন্টির দল গ্ল্যামারগন, ওয়ারউইকশায়ারের হয়ে খেলে ১৫৫২০ রান করেছেন ৫৩ বছর বয়সী কোচ। বাংলাদেশে আসার আগে ২০২০-২২ সাল পর্যন্ত পাকিস্তান নারী দলের প্রধান কোচ ছিলেন তিনি।
অন্যদিকে নিউজিল্যান্ডের হয় সব মিলিয়ে ৪৭ ম্যাচ খেলেছেন অ্যাডামস। ৪৫০ রানের বিপরীতে ৬২ উইকেট নিয়েছেন কিউই পেসার। পেশাদার ক্রিকেটকে বিদায় জানিয়ে এক দশকের বেশি সময় ধরে কোচিং ক্যারিয়ারে আছেন ৪৮ বছর বয়সী কিউই। বাংলাদেশের সঙ্গে চুক্তি করার আগে নিউজিল্যান্ডের বোলিং কোচ ছিলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে কিউইদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে। এ ছাড়া ২০২২-২৩ দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্বে ছিলেন তিনি।
গত জানুয়ারি মাসে নতুন করে ৪টি পদে কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে সময় সাবেক কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে কথা চলছিল বলে স্পিন বোলিং কোচের নিয়োগ বিজ্ঞপ্তি দেয়নি। পরে শ্রীলঙ্কান কোচের সঙ্গে আলোচনা এগিয়ে না যাওয়ায় স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ, পেস বোলিং কোচ, স্পিন বোলিং কোচ, ব্যাটিং কোচ ও পারফরম্যান্স বিশ্লেষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। আজ হেম্প ও অ্যাডামসকে দায়িত্ব দিয়ে দুটি পদের নিয়োগ সম্পন্ন করল বিসিবি।

বিপিএল শেষেই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজ শুরুর আগেই বাংলাদেশ দলের ব্যাটিং ও বোলিং কোচের নিয়োগ দিয়েছে বিসিবি। আজ দুই কোচের নিয়োগের বিষয়টি এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে বিসিবি।
ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন ডেভিড হেম্প। আর আন্দ্রে অ্যাডামসের কাঁধে বোলিংয়ের দায়িত্ব দিয়েছে বিসিবি। দুই কোচের সঙ্গেই আগামী ২ বছরের জন্য চুক্তি করেছে বিসিবি। বিবৃতিতে বিসিবি লিখেছে, ‘বিসিবির হাই পারফরম্যান্সের (এইচপি) প্রধান কোচ ডেভিড হেম্পকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০২৩ সালের মে থেকে এইচপির প্রধান কোচের ভূমিকা পালন করছেন হেম্প। জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে গত বছর নিউজিল্যান্ড সফর করেন তিনি। নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামসকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। উভয় কোচের সঙ্গেই আগামী দুই বছরের জন্য চুক্তি হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে তাঁদের মেয়াদ শুর হবে।’ ৪ মার্চ দিয়ে টি-টোয়েন্টি দিয়ে দ্বিপক্ষীয় সিরিজ শুরু হবে।
বারমুডার হয়ে ২৪ ম্যাচের ক্যারিয়ারটা দীর্ঘ না হলেও হেম্পের প্রথম শ্রেণির ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ইংলিশ কাউন্টির দল গ্ল্যামারগন, ওয়ারউইকশায়ারের হয়ে খেলে ১৫৫২০ রান করেছেন ৫৩ বছর বয়সী কোচ। বাংলাদেশে আসার আগে ২০২০-২২ সাল পর্যন্ত পাকিস্তান নারী দলের প্রধান কোচ ছিলেন তিনি।
অন্যদিকে নিউজিল্যান্ডের হয় সব মিলিয়ে ৪৭ ম্যাচ খেলেছেন অ্যাডামস। ৪৫০ রানের বিপরীতে ৬২ উইকেট নিয়েছেন কিউই পেসার। পেশাদার ক্রিকেটকে বিদায় জানিয়ে এক দশকের বেশি সময় ধরে কোচিং ক্যারিয়ারে আছেন ৪৮ বছর বয়সী কিউই। বাংলাদেশের সঙ্গে চুক্তি করার আগে নিউজিল্যান্ডের বোলিং কোচ ছিলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে কিউইদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে। এ ছাড়া ২০২২-২৩ দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্বে ছিলেন তিনি।
গত জানুয়ারি মাসে নতুন করে ৪টি পদে কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে সময় সাবেক কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে কথা চলছিল বলে স্পিন বোলিং কোচের নিয়োগ বিজ্ঞপ্তি দেয়নি। পরে শ্রীলঙ্কান কোচের সঙ্গে আলোচনা এগিয়ে না যাওয়ায় স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ, পেস বোলিং কোচ, স্পিন বোলিং কোচ, ব্যাটিং কোচ ও পারফরম্যান্স বিশ্লেষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। আজ হেম্প ও অ্যাডামসকে দায়িত্ব দিয়ে দুটি পদের নিয়োগ সম্পন্ন করল বিসিবি।

একটা সময় মনে হয়েছিল রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করেছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
১ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
২ ঘণ্টা আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৫ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৬ ঘণ্টা আগে