
ঢাকা: মাঝপথে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশে সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে আগেই জানা গিয়েছিল। ব্যস্ত সূচির কারণে ফাঁকা সময় পাওয়া কঠিন হয়ে পড়েছিল। তবে কাল টুর্নামেন্টটির বাকি অংশের সময়কাল জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ১৯ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর মরুর দেশটিতে হবে বাকি অংশ। মাঠে দর্শক ফেরানোর কথাও ভাবছেন সৌরভরা।
গত ৪ মে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে আইপিএল স্থগিত করতে বাধ্য হয়েছিল বিসিসিআই। এরপরই বাকি অংশ আয়োজন করতে হন্যে হয়ে নতুন ভেন্যুর খোঁজে ছিলেন সৌরভরা। ভেন্যুর সঙ্গে ফাঁকা সূচি বের করাও কঠিন হয়ে যাচ্ছিল। সূচি ঠিক করতে আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্মকর্তাদের সঙ্গে কদিন আগে সৌরভ গাঙ্গুলী ও চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বৈঠক করেছেন বলে জানা গেছে। আইপিএলের সূচি চূড়ান্ত হওয়ার পর কাল বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা ইসিবির সঙ্গে আলাপ-আলোচনা করে সূচি ঠিক করেছি। ১৯ সেপ্টেম্বর আইপিএল শুরু হয়ে ১৫ অক্টোবর শেষ হবে। আশা করি, সব ঠিকমতোই হবে।’
আইপিএলে বিদেশি খেলোয়াড়দের পাওয়া নিয়ে একটা ধোঁয়াশা আছে। আগস্ট-সেপ্টেম্বরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শুরু হওয়ার কথা। ক্রিস গেইল-ডোয়াইন ব্রাভোরা ব্যস্ত হয়ে পড়বেন সিপিএলে। সিপিএল এগিয়ে আনতে সৌরভরা তাই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। অন্য বিদেশি খেলোয়াড়দের পাওয়া নিয়েও সংশয় আছে। আইপিএলের এক আয়োজক কর্মকর্তা বলেছেন, ‘বিদেশি ক্রিকেটারদের আইপিএলে খেলা নিশ্চিত করতে বোর্ডগুলোর সঙ্গে কথা বলছে বিসিসিআই। সবচেয়ে ভালো সমাধানটাই পাব।’
অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাও মাথায় রাখতে হচ্ছে সৌরভদের। বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি আমাদের মাথায় আছে। এ জন্য দিনে দুইটি করে ম্যাচের কথা ভাবা হচ্ছে।

ঢাকা: মাঝপথে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশে সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে আগেই জানা গিয়েছিল। ব্যস্ত সূচির কারণে ফাঁকা সময় পাওয়া কঠিন হয়ে পড়েছিল। তবে কাল টুর্নামেন্টটির বাকি অংশের সময়কাল জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ১৯ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর মরুর দেশটিতে হবে বাকি অংশ। মাঠে দর্শক ফেরানোর কথাও ভাবছেন সৌরভরা।
গত ৪ মে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে আইপিএল স্থগিত করতে বাধ্য হয়েছিল বিসিসিআই। এরপরই বাকি অংশ আয়োজন করতে হন্যে হয়ে নতুন ভেন্যুর খোঁজে ছিলেন সৌরভরা। ভেন্যুর সঙ্গে ফাঁকা সূচি বের করাও কঠিন হয়ে যাচ্ছিল। সূচি ঠিক করতে আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্মকর্তাদের সঙ্গে কদিন আগে সৌরভ গাঙ্গুলী ও চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বৈঠক করেছেন বলে জানা গেছে। আইপিএলের সূচি চূড়ান্ত হওয়ার পর কাল বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা ইসিবির সঙ্গে আলাপ-আলোচনা করে সূচি ঠিক করেছি। ১৯ সেপ্টেম্বর আইপিএল শুরু হয়ে ১৫ অক্টোবর শেষ হবে। আশা করি, সব ঠিকমতোই হবে।’
আইপিএলে বিদেশি খেলোয়াড়দের পাওয়া নিয়ে একটা ধোঁয়াশা আছে। আগস্ট-সেপ্টেম্বরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শুরু হওয়ার কথা। ক্রিস গেইল-ডোয়াইন ব্রাভোরা ব্যস্ত হয়ে পড়বেন সিপিএলে। সিপিএল এগিয়ে আনতে সৌরভরা তাই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। অন্য বিদেশি খেলোয়াড়দের পাওয়া নিয়েও সংশয় আছে। আইপিএলের এক আয়োজক কর্মকর্তা বলেছেন, ‘বিদেশি ক্রিকেটারদের আইপিএলে খেলা নিশ্চিত করতে বোর্ডগুলোর সঙ্গে কথা বলছে বিসিসিআই। সবচেয়ে ভালো সমাধানটাই পাব।’
অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাও মাথায় রাখতে হচ্ছে সৌরভদের। বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি আমাদের মাথায় আছে। এ জন্য দিনে দুইটি করে ম্যাচের কথা ভাবা হচ্ছে।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৭ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৮ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৮ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১০ ঘণ্টা আগে