
ঢাকা: মাঝপথে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশে সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে আগেই জানা গিয়েছিল। ব্যস্ত সূচির কারণে ফাঁকা সময় পাওয়া কঠিন হয়ে পড়েছিল। তবে কাল টুর্নামেন্টটির বাকি অংশের সময়কাল জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ১৯ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর মরুর দেশটিতে হবে বাকি অংশ। মাঠে দর্শক ফেরানোর কথাও ভাবছেন সৌরভরা।
গত ৪ মে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে আইপিএল স্থগিত করতে বাধ্য হয়েছিল বিসিসিআই। এরপরই বাকি অংশ আয়োজন করতে হন্যে হয়ে নতুন ভেন্যুর খোঁজে ছিলেন সৌরভরা। ভেন্যুর সঙ্গে ফাঁকা সূচি বের করাও কঠিন হয়ে যাচ্ছিল। সূচি ঠিক করতে আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্মকর্তাদের সঙ্গে কদিন আগে সৌরভ গাঙ্গুলী ও চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বৈঠক করেছেন বলে জানা গেছে। আইপিএলের সূচি চূড়ান্ত হওয়ার পর কাল বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা ইসিবির সঙ্গে আলাপ-আলোচনা করে সূচি ঠিক করেছি। ১৯ সেপ্টেম্বর আইপিএল শুরু হয়ে ১৫ অক্টোবর শেষ হবে। আশা করি, সব ঠিকমতোই হবে।’
আইপিএলে বিদেশি খেলোয়াড়দের পাওয়া নিয়ে একটা ধোঁয়াশা আছে। আগস্ট-সেপ্টেম্বরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শুরু হওয়ার কথা। ক্রিস গেইল-ডোয়াইন ব্রাভোরা ব্যস্ত হয়ে পড়বেন সিপিএলে। সিপিএল এগিয়ে আনতে সৌরভরা তাই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। অন্য বিদেশি খেলোয়াড়দের পাওয়া নিয়েও সংশয় আছে। আইপিএলের এক আয়োজক কর্মকর্তা বলেছেন, ‘বিদেশি ক্রিকেটারদের আইপিএলে খেলা নিশ্চিত করতে বোর্ডগুলোর সঙ্গে কথা বলছে বিসিসিআই। সবচেয়ে ভালো সমাধানটাই পাব।’
অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাও মাথায় রাখতে হচ্ছে সৌরভদের। বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি আমাদের মাথায় আছে। এ জন্য দিনে দুইটি করে ম্যাচের কথা ভাবা হচ্ছে।

ঢাকা: মাঝপথে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশে সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে আগেই জানা গিয়েছিল। ব্যস্ত সূচির কারণে ফাঁকা সময় পাওয়া কঠিন হয়ে পড়েছিল। তবে কাল টুর্নামেন্টটির বাকি অংশের সময়কাল জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ১৯ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর মরুর দেশটিতে হবে বাকি অংশ। মাঠে দর্শক ফেরানোর কথাও ভাবছেন সৌরভরা।
গত ৪ মে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে আইপিএল স্থগিত করতে বাধ্য হয়েছিল বিসিসিআই। এরপরই বাকি অংশ আয়োজন করতে হন্যে হয়ে নতুন ভেন্যুর খোঁজে ছিলেন সৌরভরা। ভেন্যুর সঙ্গে ফাঁকা সূচি বের করাও কঠিন হয়ে যাচ্ছিল। সূচি ঠিক করতে আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্মকর্তাদের সঙ্গে কদিন আগে সৌরভ গাঙ্গুলী ও চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বৈঠক করেছেন বলে জানা গেছে। আইপিএলের সূচি চূড়ান্ত হওয়ার পর কাল বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা ইসিবির সঙ্গে আলাপ-আলোচনা করে সূচি ঠিক করেছি। ১৯ সেপ্টেম্বর আইপিএল শুরু হয়ে ১৫ অক্টোবর শেষ হবে। আশা করি, সব ঠিকমতোই হবে।’
আইপিএলে বিদেশি খেলোয়াড়দের পাওয়া নিয়ে একটা ধোঁয়াশা আছে। আগস্ট-সেপ্টেম্বরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শুরু হওয়ার কথা। ক্রিস গেইল-ডোয়াইন ব্রাভোরা ব্যস্ত হয়ে পড়বেন সিপিএলে। সিপিএল এগিয়ে আনতে সৌরভরা তাই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। অন্য বিদেশি খেলোয়াড়দের পাওয়া নিয়েও সংশয় আছে। আইপিএলের এক আয়োজক কর্মকর্তা বলেছেন, ‘বিদেশি ক্রিকেটারদের আইপিএলে খেলা নিশ্চিত করতে বোর্ডগুলোর সঙ্গে কথা বলছে বিসিসিআই। সবচেয়ে ভালো সমাধানটাই পাব।’
অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাও মাথায় রাখতে হচ্ছে সৌরভদের। বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি আমাদের মাথায় আছে। এ জন্য দিনে দুইটি করে ম্যাচের কথা ভাবা হচ্ছে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১০ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১০ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১২ ঘণ্টা আগে