
দুর্দান্ত পেস আক্রমণে শুরুতেই ভারতের ব্যাটিং লাইনআপ কাঁপিয়ে দেন। তবে চেন্নাই টেস্টের প্রথম দিনটি পুরোপুরি বাংলাদেশি পেসারের হতে দেননি রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। দারুণ জুটিতে দুজনে গড়েছেন রেকর্ড। এ ছাড়া আরও কিছু রেকর্ড ও হয়েছে আজ। দেখে নেওয়া যাক সেসব—
৪
টেস্টে ৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে অশ্বিনের সেঞ্চুরির সংখ্যা। ব্যাটিং পজিশনে ৮ বা তার নিচে নেমে সর্বোচ্চ সেঞ্চুরিতে তাঁর ওপরে আছেন শুধু ড্যানিয়েল ভেট্টরি (৫)।
৫
চিপুকে এ নিয়ে টেস্টে পাঁচবার ৫ উইকেট ও দুই সেঞ্চুরি পেলেন অশ্বিন। এক ভেন্যুতে একাধিক সেঞ্চুরি ও পাঁচবার ৫ উইকেট পাওয়া দ্বিতীয় ভারতীয় ও সব মিলিয়ে পঞ্চম ক্রিকেটার তিনি।
৬
এ বছর টেস্টে শুবমান গিলের ডাক সংখ্যা। এক পঞ্চিকাবর্ষে তিন বা তার বেশি ডাক মারা ষষ্ঠ ভারতীয় হিসেবে এই লজ্জার রেকর্ড গড়লেন তিনি।
৪২
চেন্নাইয়ে ৯০ বছরের টেস্ট ইতিহাসে ৪২ বছর পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে টস জিতে ফিল্ডিং নিলেন নাজমুল হোসেন শান্ত। এর আগে সবশেষে অধিনায়ক হিসেবে ১৯৮২ সালে এমন সাহস দেখিয়েছিলেন ইংল্যান্ডের কিথ ফ্লেচার।
১৯৫
সপ্তম উইকেটে অশ্বিন-জাদেজার জুটি। টেস্টে প্রথম দিনে সাত বা তার চেয়ে নিচের উইকেটে এটিই এখন সর্বোচ্চ জুটির রান। এর আগেরটি কীর্তিটি ছিল নিউজিল্যান্ডের জেসি রাইডার ও ড্যানিয়েল ভেট্টরির। ২০০৯ সালে হ্যামিল্টনে ভারতের বিপক্ষে ১৮৬ রান করেছিলেন দুজনে।
৪/৫৮
চেন্নাই টেস্টে হাসানের বোলিং। ২০০০ সালের পর ভারতে টেস্টের প্রথম দিনে ৪ উইকেট পাওয়া দ্বিতীয় বোলার তিনি। ২০০৮ সালৈ আহমেদাবাদে ডেল স্টেইন ২৩ রানে নিয়েছিলেন ৫ উইকেট।

দুর্দান্ত পেস আক্রমণে শুরুতেই ভারতের ব্যাটিং লাইনআপ কাঁপিয়ে দেন। তবে চেন্নাই টেস্টের প্রথম দিনটি পুরোপুরি বাংলাদেশি পেসারের হতে দেননি রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। দারুণ জুটিতে দুজনে গড়েছেন রেকর্ড। এ ছাড়া আরও কিছু রেকর্ড ও হয়েছে আজ। দেখে নেওয়া যাক সেসব—
৪
টেস্টে ৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে অশ্বিনের সেঞ্চুরির সংখ্যা। ব্যাটিং পজিশনে ৮ বা তার নিচে নেমে সর্বোচ্চ সেঞ্চুরিতে তাঁর ওপরে আছেন শুধু ড্যানিয়েল ভেট্টরি (৫)।
৫
চিপুকে এ নিয়ে টেস্টে পাঁচবার ৫ উইকেট ও দুই সেঞ্চুরি পেলেন অশ্বিন। এক ভেন্যুতে একাধিক সেঞ্চুরি ও পাঁচবার ৫ উইকেট পাওয়া দ্বিতীয় ভারতীয় ও সব মিলিয়ে পঞ্চম ক্রিকেটার তিনি।
৬
এ বছর টেস্টে শুবমান গিলের ডাক সংখ্যা। এক পঞ্চিকাবর্ষে তিন বা তার বেশি ডাক মারা ষষ্ঠ ভারতীয় হিসেবে এই লজ্জার রেকর্ড গড়লেন তিনি।
৪২
চেন্নাইয়ে ৯০ বছরের টেস্ট ইতিহাসে ৪২ বছর পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে টস জিতে ফিল্ডিং নিলেন নাজমুল হোসেন শান্ত। এর আগে সবশেষে অধিনায়ক হিসেবে ১৯৮২ সালে এমন সাহস দেখিয়েছিলেন ইংল্যান্ডের কিথ ফ্লেচার।
১৯৫
সপ্তম উইকেটে অশ্বিন-জাদেজার জুটি। টেস্টে প্রথম দিনে সাত বা তার চেয়ে নিচের উইকেটে এটিই এখন সর্বোচ্চ জুটির রান। এর আগেরটি কীর্তিটি ছিল নিউজিল্যান্ডের জেসি রাইডার ও ড্যানিয়েল ভেট্টরির। ২০০৯ সালে হ্যামিল্টনে ভারতের বিপক্ষে ১৮৬ রান করেছিলেন দুজনে।
৪/৫৮
চেন্নাই টেস্টে হাসানের বোলিং। ২০০০ সালের পর ভারতে টেস্টের প্রথম দিনে ৪ উইকেট পাওয়া দ্বিতীয় বোলার তিনি। ২০০৮ সালৈ আহমেদাবাদে ডেল স্টেইন ২৩ রানে নিয়েছিলেন ৫ উইকেট।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
১৫ মিনিট আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে