লিওনেল মেসির স্ত্রী আতোনেলা রোকুজ্জোর জন্মদিন ছিল গত শনিবার। দুই বন্ধু লুইস সুয়ারেজ ও সেস্ক ফাব্রেগাসের পরিবারের সঙ্গে স্ত্রীর জন্মদিন উদ্যাপন করেছেন মেসি।
রোকুজ্জোর জন্মদিন উপলক্ষে মেসি এসেছিলেন প্রাণের শহর বার্সেলোনাতে। এরপর প্যারিসে ফিরে গিয়ে মাঠে নেমে দলকে জিততে সহায়তাও করেছেন তিনি।
মৌসুমের শুরুতে ২১ বছরের স্মৃতির শহর বার্সেলোনা ছাড়লেও এখনো পিছুটান রয়েই গেছে মেসির। প্রিয় মানুষের জন্মদিন উদ্যাপনে তাই বেছে নিয়েছেন প্রিয় শহরটাকেই। রোকুজ্জোর জন্মদিনের উৎসবে মেসি অবশ্য একা ছিলেন না। এই উৎসবে তাঁর সঙ্গে যোগ দেন সুয়ারেজ ও ফাব্রেগাসও। সঙ্গে ছিলেন সুয়ারেজের স্ত্রী সোফিয়া বিবি ও ফাব্রেগাসের দানিয়েল্লা সিমান।
পরে রোকুজ্জো নিজেদের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। যার ক্যাপশন, ‘সব সময়ের জন্য।’ দুই দিনেরও কম সময়ে এই ছবিতে ‘লাভ রিঅ্যাক্ট’ দিয়েছেন ২৩ লাখের বেশি মিলিয়ন মানুষ।
এক ক্লাবে খেললেও এখনো মেসি, সুয়ারেজ ও ফাব্রেগাসের বন্ধুত্ব অটুট। যেকোনো উপলক্ষ পেলে এক বিন্দুতে মিলে যান তাঁরা। যদিও একই সময়ে তিনজনের কখনো এক সঙ্গে খেলা হয়নি। ফাব্রেগাস বার্সা ছেড়ে চেলসিতে যাওয়ার পর বার্সায় আসেন সুয়ারেজ।
এদিকে স্ত্রী রোকুজ্জোকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেছেন মেসি। যার ক্যাপশনে লিখেন, ‘শুভ জন্মদিন প্রিয়তমা। তোমার দিনটি সুন্দর হোক। আমি তোমাকে ভালোবাসি।’

বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
৩ ঘণ্টা আগে